বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল
মধ্যপ্রাচ্যের গরম টের পাচ্ছেন ফুটবলাররা। কাতার বিশ্বকাপে রীতিমতো ঘামে ভিজেছেন খেলোয়াড়রা। এবার আরেক যন্ত্রণার মুখে পড়তে চলেছেন তারা। বলা হচ্ছে, বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো।
আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) শুরু হবে শেষ আটের লড়াই। প্রথম দিনেই মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। সেলেসাওদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এবং লা আলবিসেলেস্তেরা লড়বে নেদারল্যান্ডসের সঙ্গে। শনিবার (১০ ডিসেম্বর) শেষ আটে মুখোমুখি হবে ইংল্যান্ড-ফ্রান্স। একই দিনে একই রাউন্ডে লড়বে আজ (৬ ডিসেম্বর) স্পেন-মরক্কো এবং পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচের জয়ী দুই দল।
কোয়ার্টার ফাইনালের প্রথম ৪ ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। কাতারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দোহায় বুধবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হবে। দোহার আবহাওয়াবিদরা বলেছেন, কাতারে বিভিন্ন সময়ে ভিন্ন মাত্রার বৃষ্টিপাত হবে। এ ছাড়া হতে পারে বজ্রপাতও।
বিবিসির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার থেকে শনিবার পর্যন্ত দোহায় সর্বোচ্চ ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বৃষ্টির সম্ভাবনা ৩৪ থেকে ৮৫ শতাংশ। শনিবার বাতাস উত্তর-পশ্চিম দিকে চলে যাওয়ার কারণে তাপমাত্রা হ্রাসেরও সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝিতে বইতে পারে দমকা হাওয়া।
আরও বলা হয়েছে, তাপমাত্রার হ্রাস রাত এবং সকালকে শীতল করে তুলবে। সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রির মধ্যে পরিবর্তিত হতে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রির মধ্যে থাকবে।
এসজি