২৬ জনকে খেলিয়ে ব্রাজিলের ইতিহাস
দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচে বিশ্বকাপে নতুন এক রেকর্ড গড়েছে সেলেসাওরা। গ্রুপপর্বের তিনটি ও শেষ ষোলোর একটি মোট ৪ ম্যাচে ইতোমধ্যে স্কোয়াডের ২৬ জন ফুটবলারকেই খেলিয়েছেন ব্রাজিল কোচ তিতে। যা বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো কোনো ঘটনা।
গ্রুপপর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে বেঞ্চে থাকা স্কোয়াড পরীক্ষা করেন ব্র্রাজিল কোচ। ওই ম্যাচের মধ্য দিয়ে ২৫ জনের খেলা হয়ে গিয়েছিল চলমান বিশ্বকাপে। বাদ ছিলেন শুধু ওয়েভারটন। গত রাতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেটিও করে দেখালেন সেলেসাও কোচ। ৮১ মিনিটে নিয়মিত গোলরক্ষক অ্যালিসনকে তুলে নামান ওয়েভারটনকে। তাতেই ইতিহাসে নাম লেখায় ব্রাজিল।
এর আগে ২০১৪ বিশ্বকাপে ৯১ শতাংশ স্কোয়াড খেলিয়েছেন সে সময়ের ব্রাজিল কোচ স্কলারি। ওই সময় ২৩ সদস্যের মধ্যে মাত্র দুজনকে মাঠে নামাননি। এ ছাড়া ২০০২ বিশ্বকাপেও খেলেছিল ৯১ শতাংশ স্কোয়াড। ২৩ সদস্যের মধ্যে মাঠে নামা হয়নি দুজনের।
৯১ শতাংশ স্কোয়াড খেলানোর তালিকায় আরও আছে ফ্রান্স ও ইংল্যান্ড। ১৯৩৮ বিশ্বকাপে ফরাসি কোচ আদেমার পিমেনতা খেলাননি নারিজ ও নিগিনিয়োকে। ইংলিশ কোচ ভিসেন্তে ফিওলা ১৯৬৬ সালের বিশ্বকাপে খেলাননি এডু ও জিটোকে।
এসজি