শিষ্যদের আগ্রাসী মনোভাবে তুষ্ট তিতে
হেসেখেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। শেষ ষোলোতে প্রথমার্ধেই দক্ষিণ কোরিয়াকে গোলবন্যায় ভাসান নেইমাররা। শিষ্যদের এমন আগ্রাসী মনোভাবে তুষ্ট ব্রাজিল কোচ তিতে।
নকআউটের প্রথম পর্বে ব্রাজিল জিতেছে ৪-১ গোলে। সবগুলো গোলই আসে প্রথম ভাগে। সপ্তম মিনিটে সবার আগে দলকে এগিয়ে নেন ভিনিসিউস জুনিয়র। ত্রয়োদশ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এরপর রিচার্লিসন ও লুকাস পাকেতার স্ট্রাইকে ম্যাচ থেকে ছিটকে যায় কোরিয়া।
ম্যাচজুড়ে ৫৩ শতাংশ সময় বল দখলে রেখে মোট ১৬টি শট নেয় ব্রাজিল। এর মধ্যে ৯টি ছিল প্রতিপক্ষের গোলমুখ বরাবর। শিষ্যদের বিধ্বংসী পারফরম্যান্সের পর তিতে বলেন, ‘এটাই এই দলের আক্রমণাত্মক সাহসিকতা এবং আমরা যেভাবে সম্মিলিতভাবে খেলি তা সত্যিই হৃদয়স্পর্শী।’
ব্রাজিল কোচ যোগ করেন, ‘তৃণমূল স্তর থেকে শুরু করে অনেক মানুষের প্রচুর পরিশ্রমের ফল খেলোয়াড়দের এই গ্রুপ। আমাদের একটি ভারসাম্যপূর্ণ দল রয়েছে, রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক উভয় দিকেই। খেলোয়াড়রা বুঝতে পারে যে এই ধরনের টুর্নামেন্টে আমাদের এমন ভারসাম্য থাকা দরকার।’
আরএ/