কোয়ার্টারে উঠে পেলেকে শ্রদ্ধা জানাল ব্রাজিল
ব্রাজিল ফুটবল দল লড়ছে অস্ত্রহীন বিশ্বযুদ্ধে। পেলের সংগ্রাম চলছে জীবনযুদ্ধে। হাসপাতালে থাকলেও নেইমারদের খেলা দেখছেন ব্রাজিলিয়ান গ্রেট। তাই কাতারে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর পেলেকে শ্রদ্ধা জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবলাররা। স্বদেশি কিংবদন্তি ফুটবলারের সুস্থতাও কামনা করেছেন নেইমার।
সোমবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচ শেষে দোহার ৯৭৪ স্টেডিয়ামে পেলের ছবি ও নাম সম্বলিত বিশাল এক ব্যানার উড়ায় তিতের শিষ্যরা।
সাবেক ব্রাজিলিয়ান লিজেন্ড কোলন ক্যানসারে ভুগছেন। এরপরই মধ্যে আবার আক্রান্ত হয়েছেন করোনায়। তাই তার শরীরের কেমোথেরাপি কাজ করছে না এবং ইনফেকশন ধরা পড়েছে। সবমিলে, হাসপাতালে বেশ ভুগছেন ৮২ বছর বয়সী সাবেক ফুটবলার।
প্রিয় তারকার সুস্থতা কামনা করে নেইমার বলেছেন, ‘পেলে এই মুহূর্তে কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তা নিয়ে কথা বলা কঠিন কিন্তু আমি তাকে শুভকামনা জানাই। আশা করি যত দ্রুত সম্ভব তিনি সুস্থ হয়ে উঠবেন। তাকে জয় দিয়ে সান্ত্বনা দিতে পারতাম, সেটাই করেছি।’
আরএ/