চমক দেখানো মরক্কোর সামনে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
আফ্রিকান দল হিসেবে এবারের বিশ্বকাপে দারুণ চমক দেখিয়েছে মরক্কো। ক্রোয়েশিয়া ও বেলজিয়ামকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠে এসেছে দলটি।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) নকআউট পর্বের ম্যাচে মাঠে নামবে মরক্কো। প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। কাতারের এডুকেশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করার পর বেলজিয়ামকে ২-০ ও কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় মরক্কো। এ নিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে মরক্কো। এর আগে ১৯৮৬ আসরে শেষ ষোল থেকে তাদের বিদায় নিতে হয়েছিল। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা আট ম্যাচে অপরাজিত রয়েছে অ্যাটলাস লায়ন্সরা। এই ম্যাচগুলোতে তারা মাত্র দুই গোল হজম করেছে।
লুইস এনরিকের স্পেন অবশ্য এদিক থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। গ্রুপের শেষ ম্যাচে জাপানের কাউন্টার অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেনি স্প্যানিশ রক্ষণভাগ। যার পরিণতি ২-১ গোলে হার। জাপানের এই জয়ে জার্মানিকে গোল ব্যবধানে পেছনে ফেলে স্পেন হয় ‘ই’ গ্রুপ রানার্স আপ।
স্পেন যদি গ্রুপের শীর্ষস্থান লাভ করত তবে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হতো ক্রোয়েশিয়া। যে কারণে দ্বিতীয় স্থান পাওয়া অনেকটা সৌভাগ্য বয়ে এনেছে বলে অনেকেই মত দিয়েছে। কিন্তু এনরিকে জানেন কালকের ম্যাচটি তার দলের জন্য কতটা কঠিন।
গত বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল স্পেন। পরপর দুইবার একই স্থানে থেকে বিদায় নেওয়ার কোনো ইচ্ছাই স্প্যানিশদের নেই। গ্রুপ পর্বে ইংল্যান্ডের সমান তারা সর্বোচ্চ ৯ গোল দিয়েছে। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে গ্রুপে পর্বে মরক্কোর মুখোমুখি হয়েছিল স্পেন। ইয়াগো আসপাসের শেষ মুহূর্তের সমতায় ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছিল। নক আউট পর্বে এবার স্পেনের বিরুদ্ধে চমক দেখাতে পারবে মরক্কো?
আরএ/