বিশ্বকাপ এমবাপের নেশা
গ্রুপপর্বে শেষটায় হেরেছিল ফ্রান্স। তিউনিশিয়ার বিপক্ষে ওই ম্যাচে বিশ্রামে ছিলেন কিলিয়ান এমবাপে। বেঞ্চ ছেড়ে মাঠে ফিরতেই স্বরূপে ফরাসি ফুটবলের কিং। পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোলে দলকে তুলেছেন কোয়ার্টার ফাইনালে। এরপরই এমবাপে বললেন, বিশ্বকাপ তার নেশা।
রবিবার রাতে ফ্রান্স জিতে ৩-১ গোলে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তিন গোলেই সরাসরি সম্পৃক্ত ছিলেন এমবাপে। প্রথমে গোল করান অলিভিয়ে জিরুকে দিয়ে। তারপর নিজেই জাল খুঁজে নেন দুবার। দলকে শেষ আটে তোলার পর কাতারে প্রথমবার সংবাদকর্মীদের মুখোমুখি হন এমবাপে।
২৩ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘বিশ্বকাপ আমার কাছে নেশা, এটা আমার স্বপ্নের টুর্নামেন্ট। মৌসুম জুড়ে এই আসরের জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত হয়েছি আমি। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু আমরা যে লক্ষ্য স্থির করেছি তার থেকে আমরা এখনো অনেক দূরে।’
কাতারে ইতোমধ্যে পাঁচ গোল করেছেন পিএসজি সুপারস্টার। সেটাও মাত্র চার ম্যাচে। সবমিলে ১১ ম্যাচে ৯ গোল করে বিশ্বকাপে ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন এমবাপে। তার ওপরে আছেন কেবল জাস্ট ফন্টেইন, যিনি সুইডেনে ১৯৫৮ সংস্করণেই করেন ১৩ গোল।
সেটা যাই হোক, ফরাসি ফরোয়ার্ডের দুর্দান্ত পারফরম্যান্সে অনেকেই বলছেন যে এবার গোল্ডেন বল উঠতে পারে এমবাপের হাতে। তবে বিশ্বমঞ্চে ব্যক্তিগত অর্জন নিয়ে কোনো মাথা ব্যথা নেই তরুণ এই ফুটবলারের। তার ধ্যান-জ্ঞান সবটাই কেবল বিশ্বকাপ শিরোপা ঘিরে।
এমবাপে বলেছেন, ‘আমার একমাত্র লক্ষ্য বিশ্বকাপ জেতা, এই মুহূর্তে কোয়ার্টার ফাইনাল জেতা। আমি এই স্বপ্নই দেখছি। আমি এখানে গোল্ডেন বল জিততে আসিনি। আমি এখানে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে এসেছি।’
এমএমএ/