বাংলাদেশ নিজেদের সুবিধামতো পিচ বানিয়ে বড় দলকে হারায়
ঘরের মাঠে বাংলাদেশ বাঘ। নিজেদের কন্ডিশনে নিজেদের মতো করে পিচ বানিয়ে এক একটি পরাশক্তিতে ঘায়েল করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডকে আমন্ত্রণ জানিয়ে ঘায়েল করেছিল। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তাই বেশ সমীহ জাগানো দল ছিল বাংলাদেশ।
কিন্তু বিশ্বকাপে গিয়ে ঘরের মাঠের সাফল্য আর থাকেনি। বুমেরাং হয়ে যায়। কোনোরকমে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে। কিন্তু পরে আর কোনো জয় পায়নি। খুব বাজেভাবে হারে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে পাকিস্তান ছিল অপ্রতিরোধ্য। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর ২ টেস্টের সিরিজেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরাসরি বাংলাদেশে এসে এ রকম সাফল্যকে অনেক বড় সাফল্য হিসেবে দেখছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সাবেক ক্রিকেটারার রমিজ রাজা। বাংলাদেশ সফরে গিয়ে খেলা কঠিন উল্লেখ করেন তিনি। উচ্ছ্বাসিত কন্ঠে বাবর আজম বাহিনীর প্রশংসাও করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ কঠিন এক জায়গা। তারা নিজেদের মতো করে পিচ বানায়। তাদের স্পিন বিভাগ বেশ ভালো। এমন উইকেটে তারা নিয়মিত খেলে। ফলে অনেক বড় দলের জন্য ভালো খেলা কঠিন হয়ে পড়ে। বড় দলকে হারিয়ে দেয়। পাকিস্তানকে অভিনন্দন। গোটা সিরিজে তারা অসাধারণ খেলেছে।’
বাংলাদেশ টানা টি-টোয়েন্টি ম্যাচ খেলায় ছিল বলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করতে পারেনি বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। কিন্তু এখানে ব্যতিক্রম ছিল পাকিস্তান। তারাও টানা টি-টোয়েন্টি ম্যাচ খেলায় ছিল। কিন্তু টেস্ট ক্রিকেটে ঠিকই মানিয়ে নিতে পেরেছে বলে বাংলাদেশকে বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল বলে জানান রমিজ রাজা। তিনি বলেন, ‘টানা টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরও পাকিস্তান যেভাবে টেস্টে মানিয়ে নিয়েছে আমাকে মুগ্ধ করেছে। দ্বিতীয় টেস্ট জেতার মানসিকতায় আমি মুগ্ধ হয়েছি। দ্বিতীয় টেস্ট আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে।’ এ জন্য তিনি আলাদা করে দলপতি বাবর আজমেরও প্রশংসা করেন।
এমপি/এএন