অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন রকিবুল
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বর্তমান শিরোপাধারী বাংলাদেশ দল। বয়সের বাঁধার কারণে পরের আসরে অনেকেই আর খেলার সুযোগ পান না। তারপরও গতবারের শিরোপা জয়ী দলের তিনজনকে নিয়েই আগামী আসরের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। তাদেরই একজন রকিবুল হাসান দলকে দিবেন নেতৃত্ব।
দলের অপর দুই সদস্য হলেন প্রান্তিক নওরোজ নাবিল ও তানজিম হাসান সাকিব। প্রান্তিক নওরোজকে দেয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব।
বিসিবি আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে যখন দলটির মুকুটে শোভা পাচ্ছে ভারতে জেতা তিন দলের আসরের শিরোপা। এই দলেরই প্রায় সবাইকে রেখে দল ঘোষণা করা হয়েছে। ভারতে খেলা দলটি ছিল ১৬ সদস্যের। বিশ্বকাপের দল ১৫ জনের হওয়াতে সেই দল থেকে বাদ পড়েছেন জিশান আলম। জিশান আছেন অবশ্য রিজার্ভ তালিকায়। তার সাথে আছেন আহসান হাবিব লিওনও। এই দলই বিশ্ব্কাপ খেলার আগে খেলবে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ। বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজজে। এশিয়া কাপ অনুষ্ঠিত হবে এ বছরই সংযুক্ত আরব আমিরাতে।
এশিয়া কাপে বাংলাদেশের ‘এ’ গ্রুপে সঙ্গি হয়েছে শ্রীলঙ্কা, কুয়েত ও নেপাল। বিশ্বকাপেও বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৩ ডিসেম্বর নেপালের বিপক্ষে। ২৫ ডিসেম্বর কুয়েত ও ২৮ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। ১ জানুয়ারি ফাইনাল। বিশ্বকাপে ১৬ জানুয়ারি প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। পরের দুই ম্যাচ ২০ জানুয়ারি কানাডা ও ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দল: রকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, মেহেরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাইম, মুসফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, নাইমুর রহমান নয়ন।
রিজার্ভ: আহসান হাবীব, জিশান আলম।
স্ট্যান্ডবাই: মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম, সাকিব শাহরিয়ার, গোলাম কিবরিয়া
এমপি