রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ | ২১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নাজমুল মানছেন না আগ্রাসী ব্যাটিংয়ের কথা!

চার উইকেটে ৩০০ রান করে ইনিংস ঘোষণা পাকিস্তান অথচ বাংলাদেশ দল সেখানে ধুঁকছে ফলোঅন বাঁচাতে। কতোটা বাজে ব্যাটিং করলে দলের এ রকম অবস্থা হতে পারে তার যেন এক করুণ চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের খেলায়।  

চতুর্থ দিন শেষে বাংলাদশেরে সংগ্রহ ৭ উইকেটে মাত্র ৭৬। এখনো ফলোঅন এড়াতে হলে করতে হবে আরো ২৫ রান। উইকেটে সাকিব থাকায় হয়তো শেষ পর্যন্ত সেটা এড়ানো সম্ভব হবে। কিন্তু হারের শঙ্কাও যে জেগে আছে? সেখানে কী হবে। 

এর জন্য দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করার প্রয়োজনীয়তার কথা বলেছেন টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। চতুর্থ দিনের খেলা শেষে তিনি বলেন, ‘আমার মনে হয় কালকের দিনটা খুব ইর্ম্পট্যান্ট। সাকিব ভাই ও তাইজুল ভাই যদি পার্টনারশিপ করতে পারে, তাহলে একটা ভালো অবস্থানে যাব। কাল আবার ব্যাটিংয়ের সুযোগ আছে। খুব ভালো ব্যাটিং করতে হবে। খেলায় হেরে গেছি এরকম কিছু না। এখান থেকে ম্যাচ বাঁচানো সম্ভব। ভালো অবস্থায় যেতে পারব না এমন কিছু না।’

কিন্তু কেন বাংলাদেশ দলের ব্যাটিংয়ের এই করুণ অবস্থা?  যেভাবে টেস্ট ম্যাচকে টি-টোয়েন্টি ম্যাচ বানিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন, তা দেখে যে কেউ বিভ্রান্ত হতে পারেন?

নাজমুল হোসেন শান্ত দেখছেন তাদের এক্সিকিউশনটা ফেইল করেছে। তিনি বলেন,‘এক্সিকিউশন একদিন হবে, একদিন হবে না। যত বেশি হবে সাফল্যের পরিমাণ তত বেশি থাকবে। আজকে হয়নি, হয়ত পরের ইনিংসে হবে। এমন না যে, আমরা পারি না বা আমরা এর আগে করিনি। আজকে হয়ত হয়নি।’

আজকের(মঙ্গলবার) বাংলাদেশ অনেক ভালো খেলেছে জানিয়ে নাজমুল বলেন, ‘আমরা এর থেকেও ভালো ক্রিকেট খেলেছি। আগের ২-৩টি ম্যাচে আমরা ৩০০-৪০০ রান করেছি। এমনকি শ্রীলঙ্কায় ৫০০ রানও করেছি। আগের চেয়ে আমাদের ধারাবাহিকতা বেড়েছে। এমন নয় যে, এই ম্যাচ বা গত ম্যাচের মত। আজকের দিনটা খারাপ ছিল, ভালো করতে পারিনি। তার মানে এই নয় আমাদের সামর্থ্য এতটুকুই। আমরা এর থেকে বড় বড় রানও করে এসেছি।’

সাজিদ খানের কাছে সবাই উইকেট দিয়ে আসলেও পাকিস্তানের স্পিন আক্রমণকে শক্তিশালী মানতে নারাজ শান্ত। একই সাথে নিজেরা আগ্রাসী ব্যাটিংও করেননি জানিয়ে বলেন,‘না এতটা ভয়ংকর না। আর সবাই অনেক বেশি আগ্রাসী খেলেছি তা কিন্তু না। যে যে শট পারে সেটা খেলতে গিয়ে হয়ত বাস্তবায়ন হয়নি। এমন নয় যে সবাই অনেক বেশি আগ্রাসী খেলেছে। ’

বাংলাদেশের ব্যাটসম্যানরা সুইপ খেলতে গিয়েই বেশি আত্মাহুতি দিয়েছেন। কিন্তু এখানেও দ্বিমত নাজমুলের। তিনি বলেন, ‘টার্নিং উইকেটে এলবিডাব্লিউ হওয়ার সম্ভাবনা খুবই কম। এমন উইকেটে সবাই সুইপের ওপরেই বেশি আস্থা রাখে। এজন্যই সবাই সুইপ খেলার পরিকল্পনা করেছে।’

এমপি/এএস

Header Ad
Header Ad

টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ভারতের বিদায়, ফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া  

ভারতকে হারিয়ে ৩-১ হারিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। ছবিঃ সংগৃহীত

ভারতের বিপক্ষে দীর্ঘ ১০ বছরের আক্ষেপ ঘুচিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতলো অস্ট্রেলিয়া। রোববার (৫ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনেই জয় নিশ্চিত করে প্যাট কামিন্সের দল। এই জয়ে আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো অজিরা।

জুনের ১১ তারিখে লর্ডসে শুরু হবে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অবশ্য অস্ট্রেলিয়ার আগে সেই ফাইনালের একটি স্লট বুকিং করে ফেলেছিলো দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের সাথে চলমান সিরিজের প্রথম টেস্টে জয়ের পর ফাইনালিস্ট হিসেবে সেখানে নাম লেখায় তারা।

অন্যদিকে গত বছর পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে এ বছরের ১১ জুন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। এবারই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে প্রোটিয়ারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রলিয়া।

এবারের মৌসুমে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই কোনো দ্বিপাক্ষিক সিরিজ ছিলো না অস্ট্রেলিয়ার। ফাইনালে অবশ্য সেই অপূর্ণতা মিটতে যাচ্ছে ক্রিকেট ভক্তদের।

উল্লেখ্য, এখন পর্যন্ত দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২০১৯-২১ ও ২০২১-২৩ মৌসুমে এই ফাইনাল জেতে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুইবারই রানার্সআপ হয় ভারত।

Header Ad
Header Ad

বাইডেনের স্ত্রীকে হীরা উপহার দিয়েছেন মোদি  

বাইডেনের স্ত্রী জিল ও মোদি। ছবিঃ সংগৃহীত

পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে অনেক রকমের উপহার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবার। তবে ২০২৩ সালে সবচেয়ে মূল্যবান উপহারটি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাইডেনের স্ত্রী জিলকে দেয়া ওই উপহার একটি হীরা। যেটির দাম ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ২৪ লাখ টাকার বেশি)।

শনিবার (০৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফরের বার্ষিক আর্থিক বিবরণীতে উঠে এসেছে এ তথ্য। দেশটির জাতীয় নীতি অনুযায়ী, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাবস্থায় ৪ বছরে জিল বাইডেন ভিনদেশি নেতাদের কাছ থেকে কী কী উপহার পেয়েছেন, তার নথি প্রকাশ করার নিয়ম রয়েছে।

র্স্ট লেডি ২০২৩ সালে সাড়ে ৭ ক্যারেটের যে ডায়মন্ড পেয়েছেন, সেটাই সবচেয়ে ব্যয়বহুল। এছাড়াও ইউক্রেনের কাছ থেকে পেয়েছেন ১৪ হাজার ডলারের ব্রোচ।

এছাড়াও, দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের দেওয়া একটি স্মারক ছবির অ্যালবাম। সেটির দাম ৭ হাজার ১০০ ডলার। ৩ হাজার ৪৯৫ ডলার দামের মোঙ্গলিয়ার যোদ্ধাদের ভাস্কর্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ব্রুনাইয়ের সুলতান দিয়েছেন ৩ হাজার ৩০০ ডলারের একটি রুপার পাত্র। ইসরায়েলের প্রেসিডেন্ট দিয়েছেন ৩ হাজার ১৬০ ডলারের একটি রুপার ট্রে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে বাইডেন পেয়েছেন বিভিন্ন ছবি দিয়ে তৈরি একটি শিল্পকর্ম। সেটির দাম ২ হাজার ৪০০ ডলার।

Header Ad
Header Ad

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

কয়েক বছর ধরে বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। গত নভেম্বরে দেশে মূল্যস্ফীতির হার ছিল ১১.৩৮ শতাংশ। এ সময় গড় মূল্যস্ফীতির চেয়ে খাদ্য মূল্যস্ফীতির হার আরও বেশি চড়া, যা ছিল প্রায় ১৪ শতাংশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ। এরমধ্যে অন্তর্বর্তী সরকার ভ্যাট বাড়ানোর পরিকল্পনা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। এদিকে আইএমএফের শর্তে ভ্যাটের হার ১৫ শতাংশ করার উদ্যোগ নিয়েছে সরকার।

বিবিএসের সর্বশেষ তথ্যে দেখা যায়, গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮০ শতাংশ। যদিও জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪.১০ শতাংশ, নভেম্বরে তা কিছুটা কমেছে, তবে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে ১১.৩৮ শতাংশে পৌঁছেছে। এর মানে গত ২০২৩ সালের নভেম্বরে ১০০ টাকায় যা কেনা যেতো, ২০২৪ সালের নভেম্বরে সেই একই পণ্য বা সেবা কিনতে ভোক্তাকে ১১১ টাকা ৩৮ পয়সা খরচ করতে হয়েছে।

জানা গেছে, ডলারসহ অর্থনৈতিক সংকটের প্রভাবে উচ্চ মূল্যস্ফীতির দেশগুলোর একটি ছিল শ্রীলঙ্কা। দুই বছর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটির মূল্যস্ফীতির হার ঠেকে ৭০ শতাংশে। বৈদেশিক দায় পরিশোধে ব্যর্থতায় নিজেদের দেউলিয়া ঘোষণা করা দেশটির মূল্যস্ফীতি এখন ১ শতাংশেরও নিচে। দেশটির গণমাধ্যম বলছে, গত আগস্টে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল ০.৫ শতাংশ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে মূল্যস্ফীতির হার দীর্ঘদিন ধরেই ছিল দুই অঙ্কের ঘরে। অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাওয়া দেশটির মূল্যস্ফীতির হারও এরইমধ্যে এক অঙ্কের ঘরে নেমে এসেছে। গত মাসে দেশটিতে মূল্যস্ফীতি ছিল ৯.৬৪ শতাংশ। যদিও এক বছর আগে ২০২৩ সালের আগস্টে দেশটিতে মূল্যস্ফীতি ছিল ২৭ শতাংশেরও বেশি।

বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান। এ সাত দেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ অঞ্চলে সবচেয়ে কম মূল্যস্ফীতি এখন শ্রীলঙ্কায়। আগস্টে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতির হার ছিল মাত্র ০.৫ শতাংশ। দ্বিতীয় সর্বনিম্ন ১.৪ শতাংশ মূল্যস্ফীতি রয়েছে মালদ্বীপে। ভুটানে ২.০৪, নেপালে ৩.৫৭ ও পাকিস্তানে ৯.৬৪ শতাংশ মূল্যস্ফীতি বিরাজ করছে। ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী ভারতের সাড়ে ৫ শতাংশের বিরাজ করছে। এরমধ্যে মালদ্বীপ, নেপাল ও ভুটানে মূল্যস্ফীতির তথ্য জুলাই পর্যন্ত হালনাগাদকৃত।

গত বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। তবে ৪৩টি পণ্যের উপরে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের ওপরে প্রভাব পড়বে না।

গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গভর্নর হিসেবে অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি নীতি সুদহার (রেপো রেট) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশে উন্নীত করেন। এরপরও মূল্যস্ফীতি না কমলে নীতি সুদহার ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর আভাস দিয়েছেন গভর্নর। বর্তমানে দেশের ব্যাংকগুলোয় ঋণের সুদহার ১৬-১৭ শতাংশ পর্যন্ত উঠেছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। এ কারণে দেশের বৈদেশিক মুদ্রাবাজার কিছুটা স্থিতিশীল হয়ে এসেছে। ব্যাংক খাতের সঙ্গে খুচরা বাজারের বিনিময় হারের ব্যবধান ১ শতাংশে নেমেছে। বর্তমানে দেশের ব্যাংকগুলোয় প্রতি ডলার লেনদেন হচ্ছে সর্বোচ্চ ১২০ টাকায়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ভারতের বিদায়, ফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া  
বাইডেনের স্ত্রীকে হীরা উপহার দিয়েছেন মোদি  
দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ
সহজ জয়ে বছর শুরু বার্সেলোনার  
১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারল ভারত
সেই পানামা ফারুকের মেয়ে রোজাকেই বিয়ে করলেন তাহসান
যুক্তরাষ্টের সর্বোচ্চ বেসামরিক পদক পাচ্ছেন মেসি  
গাজার ইসরায়েলের হামলা, একদিনেই শিশুসহ নিহত ৭০
৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ জনকে নিয়ে মুখ ঢেকে কেক কাটলেন ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক  
গুচ্ছ পদ্ধতি ও পোষ্য কোটা বাতিলের দাবিতে কুবি প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম 
বাংলাদেশি হামজাকে দলে চায় শেফিল্ড ইউনাইটেড
  যশোরে আজহারীর মাহফিল শেষে থানায় ৩ শতাধিক জিডি
ভারত সেভেন সিস্টার্সের জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে: সারজিস
নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটা সংস্কার চায় তার ওপর: প্রধান উপদেষ্টা  
রমজানে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ
হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির এখনো জবাব দেয়নি দিল্লি  
নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে : রূপা হককে প্রধান উপদেষ্টা  
কানাডায় নেওয়া যাবে না বাবা-মা ও দাদা-দাদিকে, স্পনসরশিপ বন্ধ ঘোষণা  
ইউরোপের ৮ দেশের ভিসা দিচ্ছে ঢাকার সুইডিশ দূতাবাস  
সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাখ্যানের ঘোষণা শিক্ষার্থীদের