পেসারদের ‘কমন সেন্সের’ অভাব: সুজন
বর্তমানে জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন সুজন
পেস বোলারদের সহায়ক কন্ডিশনকে কাজে লাগিয়ে সুবিধা করতে না পেরে বাংলাদেশের পেসারদের উপর ক্ষোভ ঝেড়েছেন বিসিবির পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বর্তমানে তিনি জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন। ভালো মানের পেসারদের অভাব বোধ করছেন তিনি। এ নিয়ে দীর্ঘশ্বাসও ফেলেন।
অতীতের মতো বর্তমানে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজেও পেসারদের দৈন্যতা ফুটে উঠেছে করুন ভাবে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের পেসাররা বাংলাদেশের পতন হওয়া ২১ উইকেটের ১৩টি নিয়েছেন। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ২০ উইকেটের ২০টি ছিল তাদের দখলে। সেখানে বাংলাদেশের পেসারদের অবদান ছিল মাত্র ২ উইকেট।
এ নিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘এটা (টেস্টে ভালো মানের পেসার) যেদিন আল্লাহ দেয়। এ ছাড়া আর কী বলবো। প্রচুর অনুশীলন করে, ৬ ফিট লম্বা, ১৪০ গতিতে বল করে কিন্তু কোচ তো কাউকে গুলিয়ে খাইয়ে দিতে পারবে না। এটা কমন সেন্সের বিষয়। কোচরা অনুশীলন করায় কিন্তু খাইতে তো হবে আপনার। চিবাইতেতো হবে আপনার। আপনি যদি চিবাতে না পারেন! মাশরাফি কীভাবে উইকেট পেয়েছে? তাপস বৈশ্য কীভাবে উইকেট পেতো?’ মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
বর্তমান জাতীয় দলের পেসারদের নিয়ে খালেদ মাহমুদ সুজনের কন্ঠে ঝরে হতাশা। ফিরে যান অতীতে। বলেন, ‘তখন তো আমরা আরো পারতাম না, আরো জানতাম না। এখন তো আমাদের বোলিং কোচ আলাদা, এই কোচ, ঐ কোচ আলাদা। বোলারদের ভুলটা হলো কমন সেন্স। উইকেটে বল ধরতেছিলো কিন্তু বোলিং কোচের পরিকল্পনা যদি প্রয়োগ করতে না পারে তাহলে কোচকে জিজ্ঞেস করবে। ওদের শক্তির জায়গা কোনটা দুর্বল জায়গা কোনটা তারা জানবে।’