রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ | ২১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সাজিদ বিষে নীল বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ের ভয়াবহতা থেকে বের হয়ে আসতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে কিছুটা প্রতিরোধ গড়তে পারলেও ঢাকা টেস্টে বালির বাঁধের মতো ভেঙে পড়েছে। পাকিস্তানের ৪ উইকেটে পাক্কা ৩০০ রানে ইনিংস ঘোষণার পর মাত্র ২৬ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়ে প্রচণ্ড ধুঁকছে বাংলাদেশ।

খেলা হওয়ার কথা ছিল ৫০ ওভার। কিন্তু আলো স্বল্পতার কারণে তা আর সম্ভব হয়নি। তা না হলে যেভাবে ধুঁকছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, তাতে অলআউট হওয়া ছিল সময়ের ব্যাপার!আলোর স্বল্পতার কারণে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে ৭ উইকেট হারিয়ে রান করেছে মাত্র ৭৬। স্পিনার সাজিদ খান একাই তুলে নেন ৬ উইকেট। এটি তার ক্যরিয়ারে প্রথমবারের মতো ইনিংসে ৫ বা ততোাধিক উইকেট সংগ্রহ। অপর উইকেটটি ছিল রান আউট।

বুধবার (৮ ডিসেম্বর) খেলার শেষ দিন। যেভাবে স্পিনাররা সুবিধা পাচ্ছেন,সেখানে আবার কাল সকালে যোগ হবে পেসারদের গতি। এ দুই মিলে বাংলাদেশের জন্য এখন টেস্ট বাঁচানোই সত্যিকার অর্থে কঠিন হয়ে পড়েছে? আগামীকাল খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। খেলা হবে ৯৮ ওভার।

বাংলাদেশ ও পাকিস্তানের ঢাকা টেস্টের প্রথম তিন দিনের দুই দিনেরও বেশি সময় খেলাই হয়নি বৃষ্টি ও আলোর স্বল্পতার কারণে। চতুর্থ দিনও এক ঘণ্টা ২০ মিনিট নষ্ট হয়েছে ভেজা আউট ফিল্ডের কারণে। এ রকম অবস্থায় টেস্টের কোনো প্রাণই থাকে না। গতিপথ ড্র-ই লেখা হয়ে যায়। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়াতে পাকিস্তান ফলাফলের দিকে নজর দিয়েছে। যে কারণে মঙ্গলবার পাকিস্তান খুব বেশি সময় ব্যাট করেনি। চা বিরতির আগেই ৪ উইকেটে ৩০০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। যার পুরো ফায়দাই তারা তুলে নিয়েছে। ম্যাচ এখন পুরোটাই তাদের নিয়ন্ত্রণে।

কন্ডিশনের কথা বিবেচনা করলে পেসারদের ফায়দা পওয়ার কথা। কিন্তু সেখানে পাকিস্তানের স্পিনাররা রাজত্ব করেছেন একাই। আলোর স্বল্পতার কারণে ফ্লাড লাইট জ্বালানো হয়। কিন্তু তাতেও পেস বোলারদের বল খেলা সম্ভব নয়। পাক দলপতি বাবর আজম শুধু স্পিনার দিয়ে বোলিং শুরু করেন। আর এর ফায়দা তুলে নেন পুরোটাই। যে ২৬ ওভার খেলা হয়েছে, সেখানে শুধু শাহীন শাহ আফ্রিদী প্রথম ওভার করেছিলেন। এরপর সাদিজ খান ও নোমান আলী মিলে করেন ১২ ওভার করে। সাজিদ খান ৩৫ রানে ৬ উইকেট নেন। নোমন আলী ৩৩ রান দিয়ে কোনো উইকেট না পেলেও বেশ ভুগিয়েছেন। উইকেট স্পিন ধরছে দেখে বাবর আজম ৩৬ টেস্টের ক্যারিয়ারে প্রথমবারের মতো বল হাতে তুলে নেন দিনের শেষ ওভারে। ওই এক ওভারেই তিনি ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন।

সাজিদ খান উইকেট পেয়ে কী আসলেই খুব বেশি ভীতি ছড়িয়েছেন? তার বিষেই বাংলাদেশের ব্যাটসম্যানেরা নীল হয়েছেন? আসলে কিন্তু তা নয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বড় যে সমস্যা ‘ধৈয্যের অভাব, তা আরো প্রকটভাবে উঠেছে এ ইনিংসে। যেন সবার ভীষণ তাড়া ছিল। উইকেটে এসেই অবস্থা বিবেচনা না করেই সবাই মেরে খেলার প্রতিযোগিতায় লিপ্ত হন! একমাত্র অভিষিক্ত মাহমুদুল হাসান জয় ছাড়া সবাই উইকেট বিলিয়ে দিয়ে আসার প্রতিযোগিতায় নামেন।

সাজিদের প্রথম শিকার হয়ে অভিষেকেই শূন্য রানে ফিরে যান এ তরুণ। সাদমান ইসলাম (৩) অফ স্ট্যাম্পের বাইরের বল কাট করতে গিয়ে পয়েন্টে হাসান আলীর হাতে ক্যাচ। মুশফিকুর রহিমের (৫) মতো অভিজ্ঞ ব্যাটসম্যানও পরিস্থিতি বুঝার চেষ্টা করেননি। সাজিদের আগের বলে কাট করে চার মারার পরের বল সুইপ করতে গিয়ে শর্ট মিড উইকেটে ফাওয়াদ আলমের হাতে বন্দি।

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকানো লিটন দাস (৬) এসেও ছটফট করতে থাকেন। যার মাশুলও দেন। উইকেট ছেড়ে বের হয়ে খেলতে এসে সাজিদের বলে তার হাতেই ধরা পড়েন। এক প্রান্ত আগলে রাখা নাজমুল হোসেন শান্ত ৩০ রানে আউট হওয়ার আগে বেশ কয়েকবার রক্ষা পেয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। সাজিদের টার্ন করা বলে শান্ত পরাস্ত হলে এলবিডব্লিউয়ের শিকার হন।

মিরাজ অহেতুক স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন। বাকি থাকলেন দলপতি মুমিনুল। তিনি রান আউটের শিকার হন অহেতুক ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে। এ রান তিনি নাও নিতে পারতেন। ২৩ রানে অপরাজিত থাকা সাকিব যে এখনও উইকেটে আছেন এটিই রাজ্যের বিস্ময়। কারণ তিনি প্রচণ্ড ছটফট করছেন। বেশ কয়েকবার উইকেট ছেড়ে বের হয়ে এসে শট খেলেছেন। একবার রান আউটের হাত থেকে বেঁচে গেছেন। তার সঙ্গে কোনো রান না করে অপরাজিত আছেন তাইজুল।

দিনের শেষ বেলা ম্যাচের যে চিত্র,তা কিন্তু দিনের শুরুতে মোটেই আন্দাজ করা যায়নি। কারণ চতুর্থ দিন বৃষ্টি না হলেও ভেজা আউট ফিল্ডের কারণে ১ ঘণ্টা ২০ মিনিট দেরি। পাকিস্তান ইনিংস ঘোষণা করেছে ৩০০ রানের পাশাপাশি ফাওয়াদ আলমের ফিফটির সঙ্গে সঙ্গে। খালেদের করা ইনিংসের ৯৮ ওভার ৩ বলের সময় ফাওয়াদ ১ রান নিয়ে নিজের হাফ সেঞ্চুরি করেন। একই সঙ্গে পাকিস্তানের ৪ উইকেটে ৩০০ রানও পূর্ণ হয়। এরপরই পাক দলপতি বাবর আজম ইনিংস ঘোষণা করেন।

এ দিন পাকিস্তান ৩৫ ওভার ১ বল খেলে রান যোগ করে ১২২। ফাওয়াদ আলম ৫০ ও মোহাম্মদ রিজওয়ান ৫৩ রানে অপরাজিত থাকেন। চর্তুথ দিন এবাদত ও খালেদ একটি করে উইকেট নেন। প্রথম দিন দুইটি উইকেট পেয়েছিলেন স্পিনার তাইজুল।

চতুর্থ দিন পাকিস্তানের ব্যাটিং ছিল অনেকটা প্রথম দিনের কার্বন কপি। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামার পর প্রথম সেশনেই ২ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপে রেখেছিল বাংলাদেশ। পরে দলপতি বাবার আজম ও আজহার আলী হাল ধরে আর কোনো উইকেটের পতন হতে দেননি প্রথম সেশনে।

এ জুটি দ্বিতীয় সেশনেও কোনো উইকেট পড়তে দেয়নি। আজ চতুর্থ দিনও পাকিস্তান প্রথম সেশনেই হারায় আগের দিনের অপরাজিত ২ ব্যাটসম্যানকে। বাবার আজম ৭৬ ও আজহার আলী ৫২ রানে ফিরে যান। এরপর ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান জুটি বেঁধে প্রথম সেশনে কোনো উইকেট পড়তে দেননি। এমনকি ইনিংস ঘোষণার আগ পর্যন্তও তারা ছিলেন অবিচ্ছিন্ন।

এমপি/এসএন

Header Ad
Header Ad

সেই পানামা ফারুকের মেয়ে রোজাকেই বিয়ে করলেন তাহসান

ছবিঃ সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে। তবে কনে রোজার বাবা তাহসানের শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে। নেটিজেনরা বলছেন, রোজার বাবা বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক। যিনি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সেই সময়ে বরিশাল নগরে গড়ে ওঠা ‘আট বাহিনীর’ একটির প্রধান ছিলেন ফারুক। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এলে এসব শীর্ষ সন্ত্রাসী বিদেশে পালিয়ে যান। ২০০৮ সাল পর্যন্ত ফারুক ও তার বাহিনীর সদস্যরা দেশের বাইরে পলাতক ছিলেন।

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেও তাকে ওইভাবে স‌ক্রিয় হতে দেখা যায়‌নি। তবে ২০১৩ সা‌লের দিকে নি‌জের অবস্থান জানান দিতে গিয়ে আলোচনায় আসেন পানামা ফারুক।

তৎকালীন র‌্যাব সদস‌্যরা জা‌নিয়ে‌ছিল, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশাল নগরীর চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র‌্যাবের সদস্যরা। ভোর সোয়া ৬টার দিকে ওই এলাকা দিয়ে ছয়-সাতজনের একটি দল যাচ্ছিল। তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে। র‌্যাবের ডিএডি নাজির আহম্মেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেনি। এক পর্যায়ে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে নাজির আহম্মেদ আহত হন। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। দুই পক্ষে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মারা যান ফারুক আহম্মেদ।

তাহসানের বিয়ের খবরে ১০ বছর পর আবারও আলোচনায় এলেন সেই পানামা ফারুক। শোনা যাচ্ছে, তার মেয়ে রোজাকেই বিয়ে করেছেন তাহসান। তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।

ক‌থিত বন্ধুকযুদ্ধে নিহত ফারুক আহম্মেদের ভাই মনা আহম্মেদ রাতে জানান, শুক্রবার রাতে ঢাকায় বিয়ের অনুষ্ঠান‌টি হয়েছে। রোজার প‌রিবার ও স্বজনদের অনেকেই সেখানে ছিলেন।

 

Header Ad
Header Ad

যুক্তরাষ্টের সর্বোচ্চ বেসামরিক পদক পাচ্ছেন মেসি  

লিওনেল মেসি। ছবিঃ সংগৃহীত

বেশ কয়েকবছর ধরেই যুক্তরাষ্ট্রের ফুটবলে অসামান্য অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির জার্সিতে খেললেও দেশটিতে অজনপ্রিয় ফুটবলকে নতুন করে চিনিয়েছেন আর্জেন্টাইন এই অধিনায়ক। সেই প্রেক্ষিতে এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মননা ‘প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম’ পেতে যাচ্ছেনে এই ফুটবল জাদুঘর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে এ পুরস্কার নেবেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

মেসি ও এনবিএ কিংবদন্তি ম্যাজিক জনসনসহ এবার আরও ১৭ জনকে দেয়া হবে প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম সম্মাননা। উল্লেখযোগ্যদের মধ্যে অন্যরা হলেন- হিলারি ক্লিনটন, শনিবার (৪ জানুয়ারি) হোয়াইটহাউজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ১৯ জন আমেরিকানস মহান নেতা। তারা আমেরিকাকে আরও ভালো স্থান বানিয়েছেন। তারা মহান, কারণ তারা দেশ ও বিদেশে তারা অসামান্য অবদান রেখেছেন।’

এই সম্মাননা দেয়া হয় যুক্তরাষ্ট্র কিংবা বিশ্বব্যাপী শান্তি, সংস্কৃতি, উন্নয়ন ও নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের। ক্রীড়াঙ্গনের তারকাদের মধ্যে গত বছর এই পুরস্কার পেয়েছিলেন সাঁতারু কেটি লিডেকি। অলিম্পিকে ৯টি স্বর্ণপদক জিতেছেন এই অ্যাথলেট।

মেসি প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম সম্মাননা পাচ্ছেন বিশ্বব্যাপী স্বাস্থ্য ও শিক্ষাখাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ। বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর। লিও ফাউন্ডেশনের মাধ্যমে এই তারকা বিশ্বব্যাপী শিশুদের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষাখাত নিয়ে কাজ করছেন।’

উল্লেখ্য, ২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান মেসি। দলের হয়ে তিনি জিতেছেন প্রথম বার আয়োজিত হওয়া লিগস কাপ শিরোপা। দ্বিতীয় মৌসুমে ইন্টার মায়ামি শোকেসে তুলেছে সাপোর্টার্স শিল্ড। মেসি হয়েছেন দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়।

Header Ad
Header Ad

গাজার ইসরায়েলের হামলা, একদিনেই শিশুসহ নিহত ৭০

ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা যেনও থামছেই না। এক দিনেই দেশটির হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা সাড়ে ৪৫ হাজার ছাড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার(৪ জানুয়ারি) অন্তত ৩০টি স্থানে ইসরায়েলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন। তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

দখলদার দেশটির নিরলস হামলা এখন পর্যন্ত ৪৫ হাজার ৬০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ আট হাজার পাঁচ শর বেশি ফিলিস্তিনি।

গাজায় ক্রমবর্ধমান মৃতের সংখ্যা নিয়ে ব্যাপক সমালোচনা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অফিস ছাড়ার মাত্র দুই সপ্তাহ আগে ইসরায়েলের জন্য আট বিলিয়ন অস্ত্র বিক্রির প্রস্তাব করেছেন।

ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিশ্চিত করেছেন যে গাজায় বন্দিদের ফিরিয়ে আনার জন্য কাতারে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সেই পানামা ফারুকের মেয়ে রোজাকেই বিয়ে করলেন তাহসান
যুক্তরাষ্টের সর্বোচ্চ বেসামরিক পদক পাচ্ছেন মেসি  
গাজার ইসরায়েলের হামলা, একদিনেই শিশুসহ নিহত ৭০
৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ জনকে নিয়ে মুখ ঢেকে কেক কাটলেন ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক  
গুচ্ছ পদ্ধতি ও পোষ্য কোটা বাতিলের দাবিতে কুবি প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম 
বাংলাদেশি হামজাকে দলে চায় শেফিল্ড ইউনাইটেড
  যশোরে আজহারীর মাহফিল শেষে থানায় ৩ শতাধিক জিডি
ভারত সেভেন সিস্টার্সের জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে: সারজিস
নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটা সংস্কার চায় তার ওপর: প্রধান উপদেষ্টা  
রমজানে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ
হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির এখনো জবাব দেয়নি দিল্লি  
নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে : রূপা হককে প্রধান উপদেষ্টা  
কানাডায় নেওয়া যাবে না বাবা-মা ও দাদা-দাদিকে, স্পনসরশিপ বন্ধ ঘোষণা  
ইউরোপের ৮ দেশের ভিসা দিচ্ছে ঢাকার সুইডিশ দূতাবাস  
সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাখ্যানের ঘোষণা শিক্ষার্থীদের  
পূর্ব শত্রুতা জেরে ৩০০ মাল্টা গাছ কেটে বিনষ্ট, হাউ মাউ করে কাঁদছেন চাষী
  অবশেষে বিয়ের গুঞ্জনে সীলমোহর দিলেন তাহসান
ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংককে শেষ করে দিয়েছে: শফিকুর রহমান
টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের সভাপতির উপর আ’লীগ সমর্থকদের হামলার অভিযোগ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা