ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারলো ভারত
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবি: সংগৃহীত
টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল ইংল্যান্ড। তবে শেষ ম্যাচে মান বাঁচানোর সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি জস বাটলারের দল। বুধবার (১২ ফেব্রুয়ারি) আহমেদাবাদে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৪২ রানের বড় ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারতের ব্যাটিং লাইনআপ। শুভমান গিল ১০২ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ১৪টি চার ও ৩টি ছক্কা। তার সঙ্গে শ্রেয়াস আইয়ার ৬৪ বলে ৭৮, বিরাট কোহলি ৫৫ বলে ৫২ ও লোকেশ রাহুল ২৯ বলে ৪০ রান যোগ করলে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। ইংল্যান্ডের বোলারদের মধ্যে লেগ স্পিনার আদিল রশিদ ৬৪ রান খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট নেন, আর মার্ক উড নেন ২ উইকেট।
৩৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। ফিল সল্ট ও বেন ডাকেট ঝোড়ো সূচনা এনে দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ডাকেট ২২ বলে ৩৪ ও সল্ট ২১ বলে ২৩ রান করে আউট হলে চাপের মধ্যে পড়ে যায় ইংলিশরা। এরপর কিছুটা লড়াই করেন টম ব্যান্টন ও জো রুট। তবে ১২৬ রানে ব্যান্টন (৩৮) ও ১৩৪ রানে রুট (২৪) বিদায় নিলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে চলে যায়। শেষদিকে গাস আটকিনসন ১৯ বলে ৩৮ রান করে হারের ব্যবধান কমানোর চেষ্টা করলেও ৩৪.২ ওভারে ২১৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।
ভারতের এই দাপুটে পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য দারুণ ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার দল। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে এই ৩-০ ব্যবধানের জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)