শিরোপা জিতলে লঞ্চে বরিশাল যাবেন তামিমরা
ছবি: সংগৃহীত
গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও ফাইনালে জায়গা করে নিয়েছে। দলটির মালিক মো. মিজানুর রহমান আগেই ঘোষণা দিয়েছিলেন, শিরোপা জিতলে পুরো দল ও ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাবেন। যদিও গতবার এটি সম্ভব হয়নি, তবে এবার সেই স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা করছেন তারা।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ফাইনালে চিটাগং কিংসের মুখোমুখি হবে বরিশাল। ট্রফি জিতলে এবার লঞ্চযাত্রা নিশ্চিত করতে চান অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গতবার যেতে পারিনি, কিন্তু এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করেন, তাহলে অবশ্যই ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাব।”
বরিশালের সমর্থকদের উচ্ছ্বাসের কথা উল্লেখ করে তামিম বলেন, “আমরা খুবই ভাগ্যবান যে বরিশালের হয়ে খেলতে পারছি। বিপিএলে প্রতিটি দলের আলাদা সমর্থক গোষ্ঠী রয়েছে, আর বরিশাল সেই জায়গায় সফলভাবে নিজেদের জায়গা করে নিয়েছে। যেখানেই ম্যাচ হোক, বরিশালের দর্শক সবসময় আমাদের পাশে থাকে।”
শিরোপার লড়াই নিয়ে আত্মবিশ্বাসী বরিশালের অধিনায়ক বলেন, “ট্রফি এমন এক জিনিস, যারা পাঁচবার জিতেছে, তারাও আবার চায়। আমরাও চাই ছয়বার জিততে। প্রতিপক্ষও দুর্দান্ত দল, খুলনা শেষদিকে শক্তিশালী হয়েছে। ফাইনাল ম্যাচে নির্দিষ্ট দিনে সেরা পারফরম্যান্স করাই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরিকল্পনা ধরে রাখবো এবং সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো।”
তামিম নিজে চট্টগ্রামের ছেলে হওয়ায় এই ফাইনালে চট্টগ্রামের সমর্থকরা কাকে সমর্থন করবেন, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে এ নিয়ে কোনো সংশয় নেই তামিমের, তিনি বলেন, “চট্টগ্রামের মানুষ চিটাগং কিংসকেই সমর্থন করুক, আমি ব্যাটিংয়ে নামলে হয়তো একটু চিয়ার করতে পারে।”
এবারের বিপিএল ফাইনাল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বরিশাল কি পারবে লঞ্চভ্রমণের স্বপ্ন বাস্তবায়ন করতে, নাকি চট্টগ্রাম শিরোপা হাতছাড়া করবে-সেটি জানা যাবে শুক্রবার রাতে।