আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতীয়দের আধিপত্য, নেই বাংলাদেশের কেউ

ছবি: সংগৃহীত
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কোনো ক্রিকেটার আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা না পেলেও, একটি বিস্ময় রয়েছে। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, যদিও তার দল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
এর আগে, আইসিসি বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট দলও প্রকাশ করেছিল, কিন্তু তাতে কোনো বাংলাদেশি ক্রিকেটার জায়গা পাননি।
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে ভারতীয় ক্রিকেটারদের আধিপত্য দেখা গেছে, যেখানে ৪ জন ভারতীয় ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন। তারা হলেন- অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং এবং জাসপ্রিত বুমরাহ।
অন্যদিকে, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের একজন করে ক্রিকেটারও জায়গা পেয়েছেন।
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন-
রোহিত শর্মা (অধিনায়ক, ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ফিল সল্ট (ইংল্যান্ড), বাবর আজম (পাকিস্তান), নিকোলাস পুরান (উইকেটরক্ষক, ওয়েস্ট ইন্ডিজ), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হার্দিক পান্ডিয়া (ভারত), রশিদ খান (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), অর্শদীপ সিং (ভারত) ও জাসপ্রিত বুমরাহ (ভারত)।
