হতাশ হলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম: তাসকিন
পেসার তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত
বর্তমানে বাংলাদেশের সেরা পেসার হিসেবে খ্যাত তাসকিন আহমেদ। বিপিএলে তার দুর্দান্ত বোলিং পারফরম্যান্স সবার নজর কাড়ছে এবং এবারের আসরের সফলতম পেসারও তিনি। বিশেষ করে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ড্রাফট চলাকালে অনেকেই আশা করেছিলেন যে, তাসকিন পিএসএল-এ খেলার সুযোগ পাবেন। তবে সবাইকে অবাক করে দিয়ে কোনো দলই তাকে নেয়নি।
তবে পিএসএল ড্রাফটে দল না পাওয়ায় তাসকিন হতাশ নয়। সংবাদ সম্মেলনে তিনি জানান, তার জন্য এমন পরিস্থিতি নতুন নয়। তাসকিন বলেন, "নাহ, এটি হতাশাজনক নয়। আমি মনে করি, সবচেয়ে বড় বিষয় হলো আমি নিজের দেশকে ভালোভাবে সেবা দিতে পারি। যেখানেই খেলি, যদি ভালো পারফর্ম করি, সুযোগ অনেক আসবে।"
তিনি আরও যোগ করেন, "এতদিনে যদি হতাশ হতাম, তবে হয়তো গলায় দড়ি দিয়ে মরে যেতাম। তবে আমি একদমই হতাশ নই। আমার ভাগ্যে যেটা আছে, সামনে আরও অনেক সুযোগ আসবে, ইনশাল্লাহ।"
তাসকিন তার ক্যারিয়ারে তিনবার আইপিএল খেলতে পারেননি, যা তার জন্য হতাশার কারণ হতে পারত। কিন্তু সে সময়ও তিনি হতাশ হননি। তবে তিনি এখনো আশা করছেন যে, ভবিষ্যতে যদি কোনো সুযোগ আসে, তিনি তা কাজে লাগাবেন।
এছাড়া, পিএসএলে দল না পেলেও তাসকিন জানিয়েছেন, পরে যদি অন্য কোনো ক্রিকেটারের বদলি হিসেবে খেলার সুযোগ আসে, তবে তিনি তা মেনে নেবেন। তবে এ বিষয়ে তার কোনো নিশ্চিত ধারণা নেই, কারণ এ বিষয়ে তার সাথে কোনো আলোচনা হয়নি।