সিলেটকে ৬ রানে হারিয়ে ঢাকা ক্যাপিটালসের রোমাঞ্চকর জয়
ছবি: সংগৃহীত
টানা ছয় ম্যাচে হারের বৃত্তে আটকে থাকা ঢাকা ক্যাপিটালস অবশেষে নিজেদের নবম ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ রানের রোমাঞ্চকর জয়ে লিটন দাস-তামিমের নেতৃত্বাধীন দলটি বিপিএলে আরও একবার নিজেদের প্রমাণ করে। আগে ব্যাট করে ১৯৬ রানের বড় পুঁজি গড়ে ঢাকা, যা সিলেটের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শেষ ওভার পর্যন্ত উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ১৯০ রানে থেমে যায় সিলেটের ইনিংস।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেট শুরুতেই ব্যাকফুটে চলে যায়। ওপেনার জর্জি মানজি মাত্র ৫ বলে ৩ রান করে আউট হন। অপর ওপেনার রনি তালুকদার এবং অ্যারন জোন্স মিলে ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করেন। জোন্স ৩২ বলে ৩৬ রান করে আউট হলেও রনি ৩৩ বলে ফিফটি তুলে নিয়ে আক্রমণ চালিয়ে যান। ৪৪ বলে ৬৮ রানের ইনিংসে রনি আশা জাগালেও থিসারার বলে বোল্ড হয়ে বিদায় নেন। শেষ দিকে জাকের আলী (১৩ বলে ২৮) ও আরিফুল হকের (১৩ বলে ২৯) ঝড়ো ইনিংস সিলেটকে জয় কাছাকাছি নিয়ে এলেও তা যথেষ্ট হয়নি।
ঢাকা ক্যাপিটালসের হয়ে বল হাতে মোস্তাফিজুর রহমান ও থিসারা পেরেরা দুটি করে উইকেট নেন। মোসাদ্দেক হোসেন সৈকত ও মুকিদুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।
ঢাকার ইনিংসে লিটন দাসের ৪৮ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস এবং থিসারা পেরেরার ১৭ বলে ৩৭ রানের ঝড়ো ব্যাটিং দলকে বড় পুঁজি এনে দেয়। তানজিদ তামিমের ১৬ বলে ২২ রান এবং সাব্বির রহমানের ২১ বলে ২৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের সুবাদে ১৯৬ রানে পৌঁছায় দলটি। শেষ দিকে মুকিদুল ও ফরমানুল্লাহর অবদান নিশ্চিত করে ঢাকার লড়াকু সংগ্রহ।
এই জয়ের ফলে ঢাকা ক্যাপিটালস ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে ছয়ে উঠে এসেছে। অন্যদিকে, সিলেট জয়ের কাছে গিয়েও হতাশায় ডুবেছে। ঢাকার এই জয় তাদের আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।