প্রথমবার বিদেশি লিগে খেলার সুযোগ পেলেন পেসার নাহিদ রানা
নাহিদ রানা। ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) ২০২৫-এ গোল্ড ক্যাটাগরি থেকে তাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি।
নিজের প্রথম ড্রাফটে নাম দিয়ে বাজিমাত করেছেন এই টাইগার পেসার। ৫০ হাজার ডলার মূল্যে নাহিদ রানাকে দলে নিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। দলের সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তানে খেলার নতুন মঞ্চে অভিষেক হতে যাচ্ছে তার।
অন্যদিকে, বাংলাদেশের জনপ্রিয় পেসার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান প্লাটিনাম ক্যাটাগরি থেকে অবিক্রিত থাকলেও, ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয় এবং হাসান মাহমুদও দল পাননি। তবে, ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে অবিক্রিত খেলোয়াড়দের দলে নেওয়ার সুযোগ রয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।
জাতীয় দলে অভিষেকের পর থেকেই রানে আলো ছড়াচ্ছেন নাহিদ রানা। গত বছর পাকিস্তানে দুই টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি, যেখানে এক ইনিংসে ৪ উইকেট শিকার করেছিলেন। সেই পারফরম্যান্সই হয়তো পেশোয়ার জালমিকে আকৃষ্ট করেছে।
বর্তমানে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন নাহিদ রানা। ৬ ম্যাচে ২৩ ওভার বল করে ৯ উইকেট শিকার করেছেন, যার গড় ২০ দশমিক ৩৩।