ঢাকার হারের হেক্সা, প্রথম জয় পেল সিলেট
ঢাকার হারের হেক্সা, প্রথম জয় পেল সিলেট। ছবি: সংগৃহীত
বিপিএলের চলতি আসরে জয়ের দেখা পাচ্ছেই না ঢাকা ক্যাপিটালস। আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে লড়াইটা জমে উঠেছিল। লিটন দাস ও মুনীম শাহরিয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে দুইশর কাছাকাছি রান করেছিল ঢাকা।
তবে হারের বৃত্ত থেকে বের হওয়া হয়নি দলটির। চতুর্থ ম্যাচে এসে নিজেদের প্রথম জয় তুলে নিয়ে ঢাকাকে টানা ষষ্ঠ হারের স্বাদ দিয়েছে স্বাগতিক সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ঢাকা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৯৩ রান তোলে তারা। জবাবে ৮ বল ও ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে সিলেট।
টানা পাঁচ ম্যাচে হারা ঢাকার হয়ে ব্যাট হাতে এদিন আলো ছড়িয়েছেন লিটন দাস ও মুনীম শাহরিয়ার। ১০ চার ও এক ছক্কায় ৪৩ বলে ৭৩ রান করেন লিটন দাস। ৭ চার ও এক ছক্কায় ৪৭ বলে ৫২ রান করেন মুনীম। সাব্বির রহমান তিন ছক্কায় ১০ বলে ২৩ রান করেন। ৯ বলে ১৮ রান করেন থিসারা পেরেরা।
সিলেটের রাকিম কর্নওয়েল ৩ উইকেট নেন। তানজিম সাকিব ও রিচি টপলে একটি করে উইকেট নেন।
জবাবে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। ইনিংসের প্রথম বলে কর্নওয়েলের উইকেট হারায় দলটি। ১৯ রানে ফিরে যান জর্জ মুন্সে। এরপর জাকির হাসান হাল ধরেন। ৭ চার ও ২ ছক্কায় ২৫ বলে ফিফটি পূর্ণ করেন। যদিও এরমাঝে আরও দুই ব্যাটারকে হারায় সিলেট। অ্যারন জোন্স ১৪ রানে এবং নাহিদুল ১১ রানে ফিরে যান। দলীয় ১০৯ রানে জাকির ফিরে যান। ৭ চার আর তিন ছক্কায় ২৭ বলে ৫৮ রান করে।
জাকির ফেরার পর ঝড় তোলেন রনি তালুকদার। ১৯ বলে ৩০ রান করে ১৪.৪ ওভারে দলীয় ১৫৮ রানে ফিরে যান। পরের ওভারে জাকের আলি অনিকের উইকেট হারায় সিলেট। একটি চার ও ছক্কায় ১৭ বলে ২৪ রান করেন। পরে তানজিম সাকিবকে নিয়ে সিলেটকে জয়ের বন্দরে পৌঁছান আরিফুল হক। সিলেট অধিনায়ক ১৫ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। তানজিম সাকিব ৭ বলে ৮ রান করেন।
ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন ফারমানউল্লাহ ও শুভম রাঞ্জানে।