টানা পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের
ছবি: সংগৃহীত
টানা ব্যর্থতার বৃত্ত থেকে যেন বের হতে পারছে না শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। চলমান বিপিএলের ঢাকা পর্বে তিনটি ম্যাচ হেরে, সিলেট পর্বে আরও দুই ম্যাচে হারল দলটি। আজ (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে টানা পঞ্চম হারের স্বাদ পেতে হলো তাদের।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের লড়াকু পুঁজি গড়ে ঢাকা। জবাবে চিটাগং কিংস ১৯.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এ জয়ের মাধ্যমে চিটাগং তাদের দ্বিতীয় জয় তুলে নিয়ে ৪ পয়েন্টে পৌঁছেছে, অন্যদিকে টানা পাঁচ হারে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে ঢাকা ক্যাপিটালস।
চিটাগং কিংসের হয়ে ইনিংসের সূচনা করেন পারভেজ হোসেন ইমন ও উসমান খান। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারেই আসে ৫৫ রান। ফরমানুল্লাহ সাফির বলে পারভেজ (১৬ বলে ১৭) ক্যাচ তুলে দিলে ঢাকা কিছুটা স্বস্তি পায়। তবে উসমান খান ২৫ বলে অর্ধশতক পূর্ণ করেন। পরে মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দিয়ে ৩৩ বলে ৫৫ রান করে বিদায় নেন তিনি।
এরপর গ্রাহাম ক্লার্ক (৩২ বলে ৩৯) ও মোহাম্মদ মিঠুন মিলে চিটাগংকে এগিয়ে নেন। গ্রাহামের বিদায়ের পর শামীম হোসেন দুর্দান্ত ব্যাটিং করে ১৯তম ওভারে ১৮ রান তুলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ ওভারে মাত্র ৫ রান প্রয়োজন হলে, ৩ বলেই তা তুলে নেয় চিটাগং। মোহাম্মদ মিঠুন ২২ বলে ৩২ ও শামীম হোসেন ১৪ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।
ঢাকার এই টানা পাঁচ ম্যাচের হার তাদের বিপিএলে টিকে থাকার লড়াইকে কঠিন করে তুলেছে। অন্যদিকে চিটাগং কিংস তাদের জয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।