সোহানের তাণ্ডবে বরিশালকে হারিয়ে রংপুরের টানা ছয় জয়
ছবি: সংগৃহীত
রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানের অবিশ্বাস্য এক ইনিংসে রংপুর রাইডার্স দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে। শেষ ওভারে জয়ের জন্য যখন প্রয়োজন ২৬ রান, তখন সোহান একাই গড়েন ইতিহাস। কাইল মেয়ার্সের করা ওভারে ৩টি ছয় ও ৩টি চার হাঁকিয়ে ৩০ রান তুলে দলকে ৩ উইকেটে জয় এনে দেন। সোহানের এই ৭ বলে ৩২ রানের ইনিংস রংপুরকে রোমাঞ্চকর জয় উপহার দেয়।
টস হেরে ব্যাট করতে নেমে ফরচুন বরিশাল ৪ উইকেটে ১৯৭ রানের বড় সংগ্রহ গড়ে। বরিশালের পক্ষে কাইল মেয়ার্স ঝড়ো ইনিংস খেলেন। তিনি ২৯ বলে ৭ ছক্কা ও ১ চারের মারে অপরাজিত থাকেন ৬১ রানে। এছাড়া নাজমুল হোসেন শান্ত (৪১), তামিম ইকবাল (৪০) এবং ফাহিম আশরাফ (২০) উল্লেখযোগ্য রান করেন।
রংপুরের বোলারদের মধ্যে আকিফ জাভেদ ছিলেন সবচেয়ে মিতব্যয়ী। তিনি ৪ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট নেন। তবে কামরুল ইসলাম ৩ ওভারে ৪৭ রান দিয়ে ২ উইকেট নিলেও ছিলেন খরুচে।
১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের শুরুটা ভালো হলেও মাঝের ওভারে কিছুটা চাপে পড়ে। তবে সোহানের অবিশ্বাস্য ব্যাটিং রংপুরকে জয় এনে দেয়। শেষ ওভারে ২৬ রানের প্রয়োজনীয়তায় সোহান ব্যাট হাতে একাই ম্যাচ ঘুরিয়ে দেন।
সোহানের এই ইনিংস এবং ম্যাচ পরিস্থিতির নাটকীয়তা এ ম্যাচকে স্মরণীয় করে রাখবে।