অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক হোসেন
মোসাদ্দেক হোসেন। ছবি: সংগৃহীত
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে অবশেষে দল পেয়েছেন ডানহাতি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তাকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ সোমবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন মোসাদ্দেক।
ঢাকা ক্যাপিটালসের হয়ে সিলেট পর্ব থেকেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে মোসাদ্দেকের। এই পর্বে মোট চারটি ম্যাচ খেলবে ঢাকা। তবে আসিফ হাসানের বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত হলেও, একাদশে তাকে কীভাবে ব্যবহার করা হবে, সেটিই এখন দেখার বিষয়।
এর আগে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে মোসাদ্দেককে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এমনকি গত ডিসেম্বরে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বাংলা টাইগার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেও তার প্রতি মনোযোগ দেয়নি কোনো দল। ফাইনালে জাফনা কিংসের বিপক্ষে একাদশে না থাকলেও, দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন মোসাদ্দেক।
ঢাকা ক্যাপিটালসের দলে আরও আছেন সাব্বির রহমান। এলপিএলের ফাইনালে সাব্বিরকে একাদশে খেলানো হলেও, তিনি মাত্র ৮ বলে ১৬ রান করে আউট হন। বিপিএলে ঢাকার হয়ে তিনটি ম্যাচ খেলে ফেললেও এখন পর্যন্ত একাদশে জায়গা হয়নি সাব্বিরের।
তিন ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের নিচ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ক্যাপিটালস। সবার নিচে আছে সিলেট স্ট্রাইকার্স, যারা মাত্র একটি ম্যাচ খেলেছে। সিলেট পর্বে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মরিয়া ঢাকার দলটি।
ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা রয়েছে দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খানের হাতে। অন্যদিকে কোচ হিসেবে রয়েছেন খালেদ মাহমুদ সুজন। একাদশকে ঢেলে সাজিয়ে সিলেট পর্বে সফলতা পাওয়ার জন্য কোচের ওপর চাপ রয়েছে। মোসাদ্দেক ও সাব্বিরকে একাদশে কোন কৌশলে ব্যবহার করা হবে, সেটি এখন টিম ম্যানেজমেন্টের অন্যতম বড় প্রশ্ন।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমার হিসেবে পরিচিত মোসাদ্দেকের সংযোজন ঢাকার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। ব্যাট হাতে আক্রমণাত্মক খেলার পাশাপাশি তার নেতৃত্বের অভিজ্ঞতাও দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এখন দেখার বিষয়, সিলেট পর্বে তিনি কতটা প্রভাব রাখতে পারেন।