একপেশে ম্যাচে রাজশাহীকে উড়িয়ে প্রথম জয় চট্টগ্রামের
ছবি: সংগৃহীত
উসমান খানের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে বিপিএলের এবারের আসরে প্রথম জয় পেয়েছে চিটাগং কিংস। রাজশাহীর বিপক্ষে ব্যাট হাতে রেকর্ড ২১৯ রান তোলার পর বল হাতে অসাধারণ পারফর্ম করে তারা ম্যাচটি ১০৫ রানে জিতে নেয়।
চট্টগ্রামের ইনিংস শুরুতে তাসকিন আহমেদের প্রথম ওভারেই পারভেজ হোসেন ইমন (০) ফিরে গেলে চাপ পড়ে দলের ওপর। তবে উসমান খান ও গ্রাহাম ক্লার্ক মিলে ৬৩ বলে ১২০ রানের বড় জুটি গড়ে সেই চাপ সামাল দেন। ক্লার্ক ২৫ বলে ৪০ রান করে আউট হলেও উসমান থামেননি। ১৩ চার ও ৬ ছক্কায় ৬২ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে চিটাগংয়ের স্কোর নিয়ে যান ২১৯-এ।
২২০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে রাজশাহী। ওপেনার সাব্বির হোসেন ও অধিনায়ক এনামুল হক বিজয় দ্রুত আউট হন। যদিও মোহাম্মদ হারিস ১৫ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন, তবে বাকিরা ছিলেন ব্যর্থ। আকবর আলি কিছুটা লড়াই করলেও রাজশাহী পুরো ইনিংসে থামে মাত্র ১১৪ রানে।
চিটাগংয়ের স্পিনার আরাফাত সানি ও আলিস আল ইসলাম রাজশাহীর ব্যাটারদের বিপাকে ফেলেন। দু’জনই নেন ৩টি করে উইকেট। পেসার শরিফুল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র নেন বাকি ৪ উইকেট।
এই জয়ে চিটাগং কিংস এবারের বিপিএলে নতুন উদ্দীপনায় এগিয়ে যাওয়ার বার্তা দিল।