মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর-টিকিট বুথে আগুন!
মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর-টিকিট বুথে আগুন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হয়েছে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস–দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল–রংপুর রাইডার্স।
জানা যায়, সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনেন ফায়ার সার্ভিস।
এ ঘটনার পর জায়গাটিতে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বর্তমানে পুলিশের পাশাপাশি সেখানের সেনাবাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে।
এর আগে, গত ৩০ ডিসেম্বর রাজধানীর মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল ম্যাচের টিকিট কেনা নিয়ে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন স্টেডিয়ামের ফটক ভাঙার চেষ্টা করেন। তাঁদের থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। সড়ক অবরোধেরও চেষ্টা করা হয়।