মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্বার রাজশাহীকে হারাল ফরচুন বরিশাল
ছবি: সংগৃহীত
বড় লক্ষ্য তাড়া করতে নেমে যখন ৫১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ফরচুন বরিশাল, তখন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ এবং পাকিস্তানের ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১১ বল হাতে রেখে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে দুর্বার রাজশাহীকে।
সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান। রাজশাহীর হয়ে ইনিংসের শুরুতে এনামুল হক বিজয় ও ইয়াসির রাব্বি দুর্দান্ত ব্যাটিং করেন। বিজয় ৫১ বলে ৬৫ রান করেন, আর ইয়াসির রাব্বি ৪৭ বলে অপরাজিত ৯৪ রান করে দলের সংগ্রহ ৩ উইকেটে ১৯৭ রানে নিয়ে যান।
১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের শুরুর ব্যাটিং লাইন-আপ তাসকিন আহমেদের দাপটে ভেঙে পড়ে। তামিম ৭, কাইল মায়ার্স ৬, মুশফিকুর রহিম ১৩, আর নাজমুল হোসেন শান্ত শূন্য রানে আউট হন।
এরপর তাওহিদ হৃদয় ২৩ বলে ৩২ রান করে দলের হাল ধরার চেষ্টা করলেও ৬১ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে। শাহীন আফ্রিদি কিছুটা প্রতিরোধ গড়ে ১৭ বলে ২৭ রান করেন। কিন্তু ১১২ রানে তার বিদায়ের পর দলের দায়িত্ব নেন মাহমুদউল্লাহ।
শেষ ৫ ওভারে বরিশালের প্রয়োজন ছিল ৫৮ রান। ক্রিজে থাকা মাহমুদউল্লাহ এবং ফাহিম আশরাফ শুরু করেন আক্রমণাত্মক ব্যাটিং। দুজনেই অসাধারণ ফিফটি তুলে নেন। মাহমুদউল্লাহ ২৬ বলে ৫৬ এবং ফাহিম ২১ বলে ৫৪ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বরিশালের এই জয় ছিল বিশেষভাবে মাহমুদউল্লাহ-ফাহিমের ব্যাটিং নৈপুণ্যের প্রদর্শনী। তাদের গড় তাণ্ডবে শেষ পর্যন্ত ১১ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।
রাজশাহীর পক্ষে তাসকিন আহমেদ ছিলেন বোলিংয়ে সফল। তিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বরিশালকে শুরুতে চাপে ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ ও ফাহিমের ধৈর্য এবং আগ্রাসী ব্যাটিং রাজশাহীর জয়ের স্বপ্ন ভেঙে দেয়।
এই জয় বরিশালের শিরোপা ধরে রাখার মিশনকে আরও শক্তিশালী করে তুলল।