রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ | ১৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ভিনিসিয়ুস কাণ্ডে ব্যালন কর্তৃপক্ষের উপর ক্ষোভ ঝাড়লেন রোনালদো

ছবি: সংগৃহীত

চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হয়েছে গত ২৮ অক্টোবর। ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি ব্যালন ডি'অর পুরস্কারের ক্ষেত্রে তার যথাযথ মূল্যায়ন না হওয়ার বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

সম্প্রতি ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের প্রতি সংহতি জানিয়ে, রোনালদো বললেন, "এটি একেবারে অনুচিত এবং খুবই হতাশাজনক যে, ব্যালন কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ভিনিসিয়ুসের মতো এক তারকাকে উপযুক্ত সম্মান দেয়নি।"

গতকাল (শুক্রবার) দুবাইয়ে ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমান দুই তারকা। যেখানে ভিনিসিয়ুস বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সেখানেই ওঠে ব্যালন ডি’অর ২০২৪ পুরস্কারের বিষয়টি। এ সময় রোনালদো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিই ব্যালন প্রাপ্য ছিলেন বলে মন্তব্য করেছেন। এর আগে আগেভাগেই মর্যাদাপূর্ণ পুরস্কারটি কে পাচ্ছেন সেটি ফাঁস হয়ে যাওয়ায় ব্যালন প্রদান অনুষ্ঠান বয়কট করে পুরো রিয়াল কর্তৃপক্ষ।

ভিনিসিয়ুসের পুরস্কার না পাওয়া প্রসঙ্গে রোনালদো বলেন, ‘আমার মতে সে–ই (ভিনিসিয়ুস) গোল্ডেন বলটি (ব্যালন) বেশি প্রাপ্য ছিল। তার সঙ্গে অবিচার করা হয়েছে বলে মনে করি। আমি সবার সামনেই বিষয়টি বলছি যে, তারা রদ্রিকে পুরস্কারটি দিয়েছে, সেও পাওয়ার যোগ্য ছিল ঠিক আছে, কিন্তু তাদের এটি ভিনিসিয়ুসকেই দেওয়ার উচিত ছিল। কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, গোল করেছে ফাইনালে।’

এমনকি ব্যালনের চেয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডকে বেশি স্বচ্ছ বলেও মন্তব্য করেন এই আল–নাসর তারকা, ‘আপনারা জানেন যে, এই গালা অনুষ্ঠানে সবসময়ই একই কাজ করা হয়। সে কারণে আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডকে পছন্দ করি, তারা অন্তত সৎ।’ বলে রাখা ভালো, ইউরোপীয় ক্লাবে থাকাকালে লিওনেল মেসির সঙ্গে ব্যালন পাওয়ার দৌড়ে প্রায় প্রতিবারই লড়েছেন রোনালদো। এই পর্তুগিজ ফরোয়ার্ড দ্বিতীয় সর্বোচ্চ ৫টি ব্যালনও জিতেছেন। রেকর্ড সর্বোচ্চ ৮টি পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

গতকাল গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার’-এর পুরস্কার জিতেছেন রোনালদো। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেন। এরপর থেকে তিনি সৌদি ক্লাবটির জার্সিতে ৮৩ ম্যাচে ৭৪ গোল করেছেন। যদিও এখন পর্যন্ত আল-নাসরকে লিগ টাইটেল বা সর্বোচ্চ সাফল্য এনে দিতে পারেননি সিআরসেভেন। তিনি কথা বলেছেন সাবেক ক্লাব ইউনাইটেডের দৈন্যদশা নিয়েও।

এরিক টেন হাগকে বদলে রুবেন অ্যামোরিমকে প্রধান কোচ করলেও এখনও ভাগ্যবদল হয়নি ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির। ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে তাদের বর্তমান অবস্থান ১৪তম। চলতি মৌসুমে ১৮ ম্যাচে মাত্র ৬ জয় পাওয়া ইউনাইটেডকে নিয়ে রোনালদো বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের সমস্যা সবসময়ই কোচ হতে পারে না। এটি তারচেয়েও বেশি কিছু। যদি আপনার অ্যাকুরিয়ামে অসুস্থ মাছ থাকে, তাকে সরিয়ে আপনি সমস্যা সমাধান করতে পারেন। কিন্তু আপনি আবারও তাকে অ্যাকুরিয়ামে ফিরিয়ে আনলে, আপনি আবারও অসুস্থ হবেন।’

Header Ad
Header Ad

দুদকের মহাপরিচালক হলেন আবু হেনা মোস্তফা জামান

ছবি: সংগৃহীত

জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তাফা জামানকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে পদায়নের জন্য তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Header Ad
Header Ad

থার্টি ফার্স্ট নাইটে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত ঢুকতে মানা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে ‘থার্টি ফাস্ট নাইট’ উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে পরবর্তী দিন ১ জানুয়ারি সকাল ৫টা পর্যন্ত ঢাবি প্রবেশপথগুলোতে গাড়ি প্রবেশ সীমিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবা ছাড়া অন্য কোনও গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) প্রক্টর অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘থার্টি ফাস্ট নাইট’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে পরবর্তী দিন (১ জানুয়ারি, ২০২৫) সকাল ৫টা পর্যন্ত ঢাবি প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুল্যান্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ছাড়া অন্য কোনও যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জায়গায় কোনও ধরনের আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো যাবে না।

Header Ad
Header Ad

রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানাল জামায়াত

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাম্প্রতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

রোববার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন- ‘ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত’—তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, রিজভী তার বক্তব্যে জামায়াতের দিকে ইঙ্গিত করে ‘রগ কাটা’, ‘ঘোলা পানিতে মাছ শিকার’ এবং ‘একাত্তরের বিরোধিতাকারী’ এমন কিছু অভিযোগ করেছেন, যা জনগণ বহু আগেই প্রত্যাখ্যান করেছে। তিনি প্রশ্ন তোলেন, এসব ভিত্তিহীন কথা বলে রিজভী কী অর্জন করতে চান? জামায়াত কখনোই রগ কাটার রাজনীতি করেনি, বরং দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন লড়াই করেছে।

রিজভীর বক্তব্যের জবাবে রফিকুল ইসলাম খান বলেন, “জামায়াত ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে। জামায়াতের বিরুদ্ধে ‘মোনাফেকি’ করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং যারা ভিন্ন মতের লোকদের সাথে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য নিজেদের আদর্শের সাথে আপস করেছে, তাদেরই আত্মসমালোচনা করা উচিত।”

তিনি আরও বলেন, “রিজভীর বক্তব্যে ভারত সফরের প্রসঙ্গ উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। জনগণ জানে, কারা দলীয় টিম নিয়ে ভারতের সাথে সখ্যতা করার চেষ্টা করেছে।”

বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, জামায়াতে ইসলামী কখনো ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদকে সমর্থন করেনি বরং এর বিরুদ্ধে সবসময় আপসহীন অবস্থান নিয়েছে। তিনি রিজভীর মন্তব্যকে গাত্রদাহের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন এবং বিভ্রান্তিমূলক রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দুদকের মহাপরিচালক হলেন আবু হেনা মোস্তফা জামান
থার্টি ফার্স্ট নাইটে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত ঢুকতে মানা
রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানাল জামায়াত
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই
৩১ ডিসেম্বর কি নতুন বাংলাদেশের সূচনা?
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮
গয়েশ্বর রায়ের স্ত্রীর মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ
ভোটার তালিকায় যুবকদের আনতে চাই; সিইসি  
মারা গেছেন বিএনপি নেতা গয়েশ্বরের স্ত্রী ঝর্ণা রায়
মুজিবকোট পুড়িয়ে আ.লীগ থেকে পদত্যাগের ঘোষণা
ময়মনসিংহে মহুয়া ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সাথে ২ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ
কয়েক ঘন্টার ব্যবধানে তিনটি বিমান দুর্ঘটনা বিমানযাত্রায় বড় আতঙ্ক
কনসার্ট নয়, ক্রিকেটে বিনিয়োগ করতে হবে : তামিম ইকবাল
মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ২ লাখ টাকায় কমলা কিনে প্রশংসায় ভাসছে এক প্রবাসী  
১৭৯ যাত্রীর প্রাণহানি: মাথা নুইয়ে জেজু এয়ারের সিইওর ক্ষমা প্রার্থনা
কখন কোথায় ও কীভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট?
আশ্বাসে জাহাঙ্গীর গেট থেকে সরে গেলেন চাকরিচ্যুত সেনা সদস্যরা  
ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবার: গভর্নর
ব্যাংক লুট করছে একটি ইসলামি দল: রিজভী
পরপর তিন কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারলো স্বামী