৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল
ছবি: সংগৃহীত
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগের শীর্ষে থাকা দলটি আরও একবার প্রমাণ করল তাদের সামর্থ্য। রোববার (২২ ডিসেম্বর) রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ৬-৩ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করেছে তারা।
প্রথমার্ধের দাপট:
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। মাত্র ২০ মিনিটের মধ্যেই ৮টি শট নেয় তারা। এর ফল আসে ২৩তম মিনিটে। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের দারুণ ক্রস থেকে ডাইভিং হেডে প্রথম গোলটি করেন লুইস দিয়াস।
৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাক আলিস্তের। অ্যান্ডি রবার্টসনের ক্রসে সোবোসলাই এবং টটেনহ্যামের এক খেলোয়াড়ের মধ্যে গোলমুখে বল আটকে গেলে সেটি জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার।
৪১তম মিনিটে একটি গোল শোধ করে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে টটেনহ্যাম। মাক আলিস্তেরের বল হারানোর সুযোগ নিয়ে দূরপাল্লার শটে ব্যবধান কমান স্বাগতিকদের এক মিডফিল্ডার।
তবে বিরতির আগেই ফের দুই গোলে এগিয়ে যায় লিভারপুল। মাঝমাঠ থেকে সোবোসলাইয়ের সঙ্গে দারুণ সমন্বয়ে গোল করেন হাঙ্গেরির এই মিডফিল্ডার। প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলের ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে আরও রোমাঞ্চ:
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল উৎসবে মেতে ওঠে লিভারপুল। ৫৪তম মিনিটে টটেনহ্যামের ডিফেন্ডারদের ভুলে পাওয়া বল থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। এই গোলের মাধ্যমে চলতি লিগে ১৪ গোল নিয়ে তিনি শীর্ষে উঠে আসেন, পিছিয়ে পড়েন আর্লিং হলান্ড।
এরপর ৬১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সালাহ। সোবোসলাইয়ের দারুণ পাসে বক্সের ফাঁকা জায়গা থেকে অনায়াসে বল জালে পাঠান মিশরের এই তারকা।
টটেনহ্যামও চেষ্টা চালিয়ে যায়। ৭২তম মিনিটে দেইয়ান কুলুসেভস্কির ভলিতে ব্যবধান কিছুটা কমায় তারা। এরপর ৮৩তম মিনিটে ব্রেনান জনসনের পাস থেকে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড সোলাঙ্কি।
তবে লিভারপুলের জয়ের পথে বাঁধা হতে পারেনি স্বাগতিকদের এই দুই গোল। ৮৫তম মিনিটে লুইস দিয়াসের আরেকটি দারুণ গোল নিশ্চিত করে লিভারপুলের জয়।
পয়েন্ট তালিকার অবস্থা:
এই জয়ের ফলে লিভারপুল ১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। চেলসি ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে, আর আর্সেনাল ৩৩ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম রয়েছে ১১ নম্বরে।