নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাগিনীরা
ছবি: সংগৃহীত
নেপালকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৯ উইকেটের দাপুটে জয়ে ফাইনালে উঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামী রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত অনূর্ধ্ব-১৯ দল। সুযোগটা ছিল নেপালেরও। সমান পয়েন্ট নিয়ে লড়াইতে নেমেছিল দুদল। তবে শেষ হাসিটা হাসল বাংলাদেশ।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি নেমে এসেছিলেন ১১ ওভারে। বাংলাদেশের বোলিং তোপের পরও ৮ উইকেট হারিয়ে নেপাল তুলেছিল ৫৮ রান। ৯ ব্যাটারের মধ্যে মাত্র ওপেনার সাবিত্রি ধামিই পেরেছিলেন দুই অংক ছুঁতে। ছোট লক্ষ্য পেয়ে বাংলাদেশকে ৭ বল বাকি রেখেই জয় এনে দেন ফাহমিদা ছোঁয়া-ইভারা।
রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল দাপুটে। প্রায় জয়ের কাছেই দলকে নিয়ে যায় দুই ওপেনার ফাহমিদা ও ইভা। ৮ম ওভারের দ্বিতীয় বলে কাসুম গোদার শিকার হয়ে ফেরেন ১৮ করা ইভা। ভাঙে ৪৬ রানের জুটি। এরপর সুমাইয়া আক্তার সুবর্ণাকে সঙ্গে নিয়ে জয় তুলে মাঠ ছাড়েন ফাহমিদা। ৩২ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন ফাহমিদা। তার সঙ্গী সুমাইয়া আক্তার ৬ বলে খেলেছেন ১০ রানের জয়সূচক ইনিংস।