এশিয়াজয়ী যুবাদের অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
ছবি: সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী বাংলাদেশি যুবাদের জন্য ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পক্ষ থেকে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এক বছর আগে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এবার তারা ভারতকে ৫৯ রানে হারিয়ে ট্রফি জিতেছে।
ক্রিকেট দলের পাশাপাশি ক্রীড়া উপদেষ্টা এর আগে বাংলাদেশ হকি দলকেও বোনাস দিয়েছেন। ওমানে জুনিয়র হকিতে পঞ্চম স্থান অর্জন করে প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। যুব ও ক্রীড়া উপদেষ্টা যুব হকি দলের এই সাফল্যে ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দিয়েছেন।
প্রসঙ্গত, গতকাল দুবাইয়ে হাইভোল্টেজ ফাইনালে প্রথমে ব্যাট করে ১৯৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। মাঝারি সংগ্রহ ডিফেন্ড করতে নেমে শক্তিশালী ভারতকে ১৩৯ রানেই অলআউট করে দেয় বাংলাদেশের বোলাররা। এর আগে ২০২৩ আসরের ফাইনালে স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হয়েছিল যুবা টাইগাররা। তবে প্রতিপক্ষ তুলনামূলক সহজ হওয়ায় ১৯৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল মাহফুজুর রহমান রাব্বির দল।
এশিয়া কাপের শিরোপা নিয়ে আজ আজ (সোমবার) রাতে দেশে ফিরবেন আজিজুল হাকিম তামিমরা। আজ রাত এগারোটায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তারা। এরপর এশিয়ার সেরাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসবি)। পরবর্তীতে ডিনারের ব্যবস্থাও থাকবে।