১ দিনে ৩ হার, ভারতের মন খারাপ; বাংলাদেশে শিরোপার উল্লাস
ছবি: সংগৃহীত
ক্রিকেটে আজকের দিনটি ভারতের জন্য ছিল হতাশার, আর বাংলাদেশের জন্য গৌরবের। ভারতের তিনটি বড় হারের কারণে তাদের ক্রিকেটপ্রেমীদের মন খারাপ।
প্রথমত, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে গোলাপি টেস্টে রোহিত শর্মার দল ১০ উইকেটে হেরে যায়। দ্বিতীয়ত, ব্রিসবেনে অস্ট্রেলিয়ার নারী দলের কাছে ১২২ রানের ব্যবধানে পরাজিত হয় ভারতীয় নারী দল। তৃতীয়ত, দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে ৫৯ রানে হারে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ভারতের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে কলকাতার পত্রিকাগুলোতেও সমালোচনা করা হয়েছে। আনন্দবাজার পত্রিকা লিখেছে, “ক্রিকেট মাঠে এমন রবিবার ভুলতে চাইবেন ভারতীয় সমর্থকেরা।”
অন্যদিকে, বাংলাদেশের জন্য দিনটি ছিল উচ্ছ্বাসে ভরা। অনূর্ধ্ব-১৯ দলের ফাইনালে ১৯৯ রানের লক্ষ্য দিয়ে দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে ১৩৯ রানে ভারতকে গুটিয়ে দিয়ে জয় ছিনিয়ে আনে বাংলাদেশ। ম্যাচের নায়ক ছিলেন পেসার ইকবাল হোসেন ইমন, যিনি ফাইনালে ২৪ রানে ৩ উইকেট নেন এবং পুরো টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে টিম পারফরম্যান্স ছিল অসাধারণ।
এবারের এশিয়া কাপ জয়ের মাধ্যমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শিরোপা ধরে রেখেছে। গত বছরও দুবাইতে একই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ভারতের হতাশার দিনে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা শিরোপা জয়ের আনন্দে ভাসছে। নতুন স্বপ্ন নিয়ে শিরোপা হাতে এশিয়ার চ্যাম্পিয়নরা দেশে ফিরছেন।