সাকিবদের হারিয়ে প্রথম জয় পেল রংপুর রাইডার্স
ছবি: সংগৃহীত
তানজিম সাকিবদের দল গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে ১৫ রানে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে রইল রংপুর রাইডার্স। এর আগে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার কাছে পরপর দুই ম্যাচে হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের রংপুর রাইডার্সের।
ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগের ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচাতে বাংলাদেশ সময় আজ সকালে গায়ানার আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে জিততেই হতো রংপুর রাইডার্সকে। প্রভিডেন্সে স্বাগতিকদের রানে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন সোহানরা।
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ০৫ টায় পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারালে ফাইনালে উঠেও যেতে পারে রংপুর রাইডার্স। শুধু ম্যাচ জিতলেই হবে না, সেই সঙ্গে রান রেটের হিসাবও মেলাতে হবে রংপুরকে।
তবে পাঁচ দলের লিগে শেষ ম্যাচ হওয়ায় রংপুরের সেই হিসাব করতে একটু সুবিধাই হবে। লিগপর্বে আর মাত্র দুটি ম্যাচ বাকি। কোনো দলেরই ফাইনালে ওঠা নিশ্চিত হয়নি। কাগজ-কলমের হিসাবে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে পাঁচ দলেরই।
গায়ানার প্রভিডেন্সে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ১০২ রান করে অলআউট হয়েছে গায়ানা।
১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে গায়ানা। স্লো উইকেটে রান করতে দুই দলের ব্যাটারদেরই রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। ইনিংসের দ্বিতীয় ওভারে গায়ানার তিন ব্যাটারকে সাজঘরে ফেরান কামরুল ইসলাম রাব্বি। ডোয়াইন প্রিটোরিয়াস, মঈন আলি ও শিমরন হেটমায়ার দ্রুত ফিরলে পথ হারায় গায়ানা।
এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। উলটো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ব্যাটারদের আস-যাওয়ার মধ্যেও একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেছনে শাই হোপ। তবে ৪৪ বলে ৩৫ রানের ইনিংস দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না।
রংপুরের হয়ে ১৩ রানে ৪ উইকেট শিকার করেছেন রাব্বি। তাছাড়া ১২ রানে ৩ উইকেট পেয়েছেন হারমিত সিং। আর একটি উইকেট পেয়েছেন রিশাদ হোসেন ও মেহেদি হাসান।