মুশফিকের চোট নিয়ে আরও এক দুঃসংবাদ পেল বাংলাদেশ
মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত
আঙুলে চোট পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আর খেলা হচ্ছে না আর মুশফিকুর রহিমের। তা আগেই জানা গিয়েছিল তবে এবার জানা গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও অনিশ্চিত তিনি। আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। যার ফলে সিরিজের পরের দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। এবার এই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে আরও এক দুঃসংবাদ পেল টাইগাররা।
আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও থাকছেন না মুশফিক। আজ (শুক্রবার) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই তথ্য জানিয়েছেন জাতীয় দলের এক নির্বাচক।
মুশফিকের চোট নিয়ে ক্রিকবাজকে সেই নির্বাচক বলেন, মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে খেলবে না, যেহেতু তার সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। সেই সফরে ওয়ানডেতে খেলবে কি না, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। হাতে সময় আছে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ছাড়াও তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজের পরই শুরু হবে সাদা বলের লড়াই। তাই টেস্ট সিরিজ শেষ হওয়ার আগে সুস্থ হয়ে উঠলে ওয়ানডেতে খেলতে পারেন মুশফিক।
এদিকে, অভিজ্ঞ এই ক্রিকেটারের ছিটকে যাওয়া নিয়ে আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। তার ভাষ্য, মুশফিক ভাইয়ের বিষয়টা দুঃখজনক, ইনজুরি হয়েছে। মুশফিক ভাই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। কারণ সে যেভাবে ক্রিকেট খেলে, সার্ভিস দিয়ে গেছে অসাধারণ ছিল।
এর আগে এক বিবৃতিতে বিসিবির ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষের দিকে, কিপিং করতে গিয়ে মুশফিকের বাম তর্জনীর ডগায় আঘাত পেয়েছেন মুশফিক। ম্যাচের পরে এক্স-রের ফলাফল থেকে আঙ্গুলে ফ্র্যাকচারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তিনি পুনর্বাসন ব্যবস্থাপনার অধীনে আছেন।