বুধবার, ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক জস ইংলিস

জস ইংলিস। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক পেল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন নতুন অধিনায়ক। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মিচেল মার্শকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। বেশ কিছুদিন আগেই টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে দলটি। তবে এই সিরিজে দলের অধিনায়কত্ব কে করবেন সেটা তখন জানায়নি তারা। এবার জানা গেল আসন্ন এই সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন জস ইংলিস।

আগামী নভেম্বরের শেষের দিকে ঘরের মাঠে বোর্ডার-গাভাস্কার সিরিজে ব্যস্ত থাকবে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটাররা। এই সিরিজের অস্ট্রেলিয়া দলে তাই টেস্ট ক্রিকেটারদের রাখা হয়নি। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, ট্রাভিস হেড, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিনদের কেউই এই সিরিজে নেই।

টি-টোয়েন্টির বর্তমান অধিনায়ক মার্শ এবং হেড বর্তমানে পিতৃত্বকালীন ছুটিতে আছেন, সিরিজ চলাকালেও থাকবেন। এ ছাড়া মেরুদণ্ডের নিচের অংশে অস্ত্রোপচার করিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় সময় কাটাচ্ছেন গ্রিন। তাদের অনুপস্থিতিতে দলে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যাডাম জাম্পারা।

জস ইংলিস। ছবি: সংগৃহীত

ম্যাক্সওয়েল, স্টইনিসের মতো অভিজ্ঞরা থাকার পরও অজিদের নেতৃত্ব দেয়ার দায়িত্ব পেলেন ইংলিস। দলটিতে নেতৃত্ব পাওয়ার দৌড়ে যারা ছিলেন তাদের মধ্যে ম্যাক্সওয়েল ও শর্টেরই কেবল ঘরোয়া পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে।

বিগ ব্যাগ লিগে মেলবোর্ন স্টার্সকে কয়েক মৌসুম যাবত নেতৃত্ব দিয়ে আসছেন ম্যাক্সওয়েল। এদিকে গত মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের অধিনায়ক ছিলেন শর্ট। তবুও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অধিনায়কত্ব পেলেন ইংলিস।

এই ব্যাপারে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি বলেন, ‘জস ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ অংশ, মাঠে অনেক সম্মানিত। এর আগে অস্ট্রেলিয়া এ দলকে নেতৃত্ব দিয়েছে, এই ভূমিকায় সে কৌশলগত সামর্থ্য ও ইতিবাচকভাবে দায়িত্ব পালন করবে।’

এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে দুই উইকেটে জিতেছে অজিরা। এই সিরিজের তৃতীয় ম্যাচে বিশ্রামে থাকবেন নিয়মিত অধিনায়ক কামিন্সসহ, স্টিভ স্মিথ এবং জস হ্যাজেলউড। এই ম্যাচেও নেতৃত্ব দেবেন ইংলিস।

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি স্কোয়াড:

শন অ্যাবট, জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জস ইংলিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।

Header Ad

ট্রাম্পের দলেও ড. ইউনূসের বন্ধু আছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নতির শিখরে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডেমোক্রেটিক ও রিপাবলিক দুই দলেই ড. ইউনূসের বন্ধু আছে জানিয়ে প্রেস সচিব বলেন, ট্রাম্পের জয়ে সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করি আমরা।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে সমসাময়িক নানা বিষয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে দেওয়া ট্রাম্পের টুইট সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ডোনাল্ড ট্রাম্প যখন বাংলাদেশ ইস্যুতে টুইট করেছেন তখন তিনি প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। আমরা মনে করি, সংখ্যালঘু নির্যাতন নিয়ে উনাকে ভুল তথ্য দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট হয়ে তিনি নিশ্চয়ই এসব খতিয়ে দেখবেন। এ দেশে সংখ্যালঘু নির্যাতনের খবর খুব বেশি অতিরঞ্জিত।

প্রেস সচিব বলেন, ডোনাল্ড ট্রাম্প কেন সেই টুইট করেছেন তা তিনি জানেন। এটা নিয়ে আমরা ইতোমধ্যে বলেছি। আর নতুন করে বলার কিছু নেই।

এদিকে গতকাল রাতে চট্টগ্রামের ইসকনের ঘটনা বিষয়ে প্রেস সচিব জানান, এ বিষয়ে সিএমপি কমিশনারকে জানিয়েছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন।

এসময় প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

Header Ad

সবার আগে দেশ তারপর সেনাবাহিনী, শেষে নিজের স্বার্থ: মেজর জেনারেল মাসীহুর রহমান

ছবি : ঢাকাপ্রকাশ

১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান নবীণ সৈনিকদের উদ্দেশে বলেছেন- ‘সততা মানবজীবনের অন্যতম সম্পদ। জীবনের সকল কাজে তোমরা সততা অবলম্বন করবে। মনে রেখো, জীবনে সৎ হবার জন্য তোমার ইচ্ছাই যথেষ্ট। আরও মনে রাখবে- সবার আগে দেশ তারপর আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী এবং সবার শেষে নিজের স্বার্থ- সৈনিক হিসেবে এটাই আমাদের প্রত্যয়।

বুধবার (৬ নভেম্বর) সকালে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের শহীদ বীর উত্তম সিপাহী (জিডিএ) নুরুল হক প্যারেড গ্রাউন্ডে সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের অন্তর্ভুক্ত আর্মি মেডিকেল কোর সেণ্টার অ্যান্ড স্কুল কর্তৃক পরিচালিত রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

ছবি : ঢাকাপ্রকাশ

মেজর জেনারেল মাসীহুর রহমান বলেন- আমি স্মরণ করছি- মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের। যাদের রক্ত ও ত্যাগে আমরা স্বাধীন দেশের নাগরিক। বিশেষভাবে স্মরণ করছি- আর্মি মেডিকেল কোরের ১৫জন অফিসারসহ ১৩৭জন শহীদ বীরমুক্তিযোদ্ধাদের।

তিনি আরও বলেন- তাদের মহান আত্মত্যাগ এই কোরের গৌরবান্বিত ও মহিমান্বিত করেছে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা এবং শান্তি রক্ষায় যে কোন দুর্যোগ ও মানবতার সেবায় এই কোরের আত্মত্যাগ ও সাহসিকতা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত-নন্দিত।

এরআগে অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান প্রধান অতিথি ও প্যারেড রিভিউইং অফিসার হিসেবে সালাম গ্রহণ করেন।সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন- মেজর আসাদুজ্জামান অনিক।

এতে সার্বিক তত্ত্বাবধানকারী অফিসারের দায়িত্ব পালন করেন- প্রতিষ্ঠানের ডেপুটি কমান্ড্যাণ্ট কর্নেল সৈয়দ হাসান মাহমুদ হোসেন। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লেফটেন্যাণ্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত।

এ সময় সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এবং ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৮১ তম সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজের মাধ্যমে ৪১৮জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি মেডিকেল কোরে নবীণ সৈনিক হিসেবে অন্তর্ভুক্ত হয়। এরমধ্যে এ বছর ১২৯ জন মহিলা রিক্রুট যোগদান করে।

Header Ad

শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আরও চার সদস্য শপথ গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বুধবার (৬ নভেম্বর) তাদেরকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

পিএসসির নতুন চার সদস্য হলেন- মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান এবং ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঁঞা। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ অক্টোবর সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। এর পরদিন ৯ অক্টোবর পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। একই সঙ্গে ওইদিন মো. সুজায়েত উল্লাহ, ড. মো. নাজমুল আমিন মজুমদার, ড. মো. আমিনুল ইসলাম এবং ড. নুরুল কাদির পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান। পরে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি।

Header Ad

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের দলেও ড. ইউনূসের বন্ধু আছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
সবার আগে দেশ তারপর সেনাবাহিনী, শেষে নিজের স্বার্থ: মেজর জেনারেল মাসীহুর রহমান
শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য
ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
পাবনায় শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও হিরো আলম একই মামলায় আসামি
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামকে টকশোতে আমন্ত্রণ, ক্ষেপলেন হাসনাত-সারজিস
প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বরখাস্ত: স্থলাভিষিক্ত হলেন ইসরায়েল কাটজ
পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক জস ইংলিস
'বন্ধু' ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি
প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান
শুক্র ও শনিবারেও পরিবহন সেবা পাবে কুবি শিক্ষার্থীরা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান: ৬টি গোডাউন সিলগালা ও জরিমানা
বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা
ভারতে পালানোর সময় বেনাপোলে ভোলার যুবলীগ নেতা আটক
রিপাবলিকান পার্টির 'নতুন তারকা' ইলন মাস্ক: ট্রাম্প
ঢাকায় রাস্তা ও ফুটপাতে দোকান বসানোর নিষেধাজ্ঞা: চাঁদাবাজি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস
যুক্তরাষ্ট্রের নির্বাচনে টানা চতুর্থবার জয় পেলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী
‘তাপস যদি বিপথগামী হয়েই থাকে তার জন্য শেখ হাসিনা দায়ী’