খেলোয়াড় কিনতে বিপিএলের ড্রাফটে এলেন শাকিব খান
বিপিএলের ড্রাফটে শাকিব খান। ছবি: সংগৃহীত
চলছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। আজ সোমবার ঢাকার এক পাঁচতারকা হোটেলে বসেছে এবারের মৌসুমের জন্য উল্লিখিত প্লেয়ার্স ড্রাফট। প্রথমবারের মতো বিপিএলে ঢাকা ক্যাপিটালস’র হয়ে দল কিনেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।
তাই প্লেয়ার্স ড্রাফটেও উপস্থিত হয়েছেন এই তারকা। শাকিবের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের টেবিলে রয়েছেন আরেক অভিনেতা মামনুন ইমন।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সকাল থেকে শুরু হয়েছে বিপিএলের প্লেয়ার ড্রাফট। যেখানে নিজের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হাজির হয়েছেন শাকিব খান নিজেও। প্রথমবারের মতো ড্রাফট অনুষ্ঠানে থেকে দল গোছানোর ভূমিকায় দেখা যাবে এই নায়ককে।
শাকিবের ঢাকা ক্যাপিটালসে কোন খেলোয়াড়রা জায়গা পাবে সেটা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে এ জন্য বিকেল অবধি ভক্তদের অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, বিপিএলে খেলার জন্য প্লেয়ার্স ড্রাফটে ৪৪০ বিদেশি ক্রিকেটার নাম দিয়েছেন। যার মধ্যে এরই মধ্যে সরাসরি চুক্তিতে নাম লিখিয়ে ফেলেছেন ছয় ক্রিকেটার। প্লেয়ার্স ড্রাফটে ডাকা হবে বাকি ৪৩৪টি নাম।