ঢাকার মুখ থেকে অ্যালেক্স হেলস কে কেড়ে নিলো রংপুর রাইডার্স
ফাইল ছবি
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএলের) ১১তম আসরকে ঘিরে আগে থেকেই নিজেদের প্রস্তুতি নিচ্ছেন ফ্র্যাঞ্চাইজি দল গুলো। ড্রাফটের আগেই দেশি-বিদেশি অনেক তারকা ক্রিকেটারকে নিজেদের দলে ভিরিয়েছেন। বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে শুরু থেকেই চমক দেখাচ্ছিলো ঢাকা ক্যাপিটালসও। দলটির পক্ষ থেকে জানানো হয়েছিলো ইংল্যান্ডের তারকা অ্যালেক্স হেলসকে নিজেদের শিবিরে টেনেছেন । কিন্তু গতকাল (রবিবার) বিকেলেই ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয় বিয়ের কারণে বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে বিপিএলে পাচ্ছে না তারা।
বিশ্বকাপ জেতা এই ওপেনারকে দলে নিয়ে বেশ উচ্ছ্বসিতই ছিল ঢাকা। তবে ছিল কিছু বিতর্কও। গুঞ্জন ছিল, চার ম্যাচের জন্য আগেই হেলসকে নিজেদের করে রেখেছিল বিপিএলের আরেক দল রংপুর রাইডার্স।
গতকাল ঢাকা ক্যাপিটালসের আনুষ্ঠানিক বিবৃতির পর চাপা পড়ে যায় সেই আলোচনা। অ্যালেক্স হেলস বিপিএলে আসছেন না এমনটাই ভেবে নিয়েছিলেন সবাই। হেলসকে একপাশে সরিয়ে সবার নজর ছিল সোমবার সকালের বিপিএল ড্রাফটের দিকে। কিন্তু মধ্যরাতে সবাইকে অবাক করে দিয়ে অ্যালেক্স হেলসকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় রংপুরের ফ্যাঞ্চাইজি।
নিজেদের ফেসবুক পোস্টে তারা বিশ্বকাপ জিতে আসা এই ইংলিশ তারকাকে দলে নেয়ার কথা জানায়। এর আগেও রংপুরের হয়ে বিপিএলে খেলেছেন তিনি। সে হিসেবে অনেকটা নিজেদের ঘরের ছেলেকেই নাটকীয়তার মাধ্যমে ধরে রেখেছে রংপুর রাইডার্স।
এর আগে গত শুক্রবার অ্যালেক্স হেলসকে ঢাকাইয়া উল্লেখ করে নিজেদের দলে নেয়ার কথা জানায় ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বেশ জনপ্রিয় এই তারকা ইংলিশদের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তিনি ১১টি টেস্ট, ৭০টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি খেলে সর্বমোট ৫ হাজার ৬৬ রান করেছেন।
এরপর রোববার নিজের বিয়ের কথা বলে আপাতত এই চুক্তি স্থগিত রাখতে অনুরোধ করেন হেলস। ৩৫ বছর বয়েসী এই তারকার অনুরোধ মেনেও নেয় ঢাকা। এক অনুষ্ঠানিক বিবৃতিতে ঢাকা ক্যাপিটালস জানায়, বিবৃতিতে তারা বলছে, ‘তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্তাতার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকল।’
এই ঘোষণার অবশ্য ১০ ঘণ্টাও না পেরুতেই রংপুরের পক্ষ থেকে জানানো হলো এবারের আসরে হেলস তাদের দলের অংশ। ইংলিশ এই তারকা ছাড়াও রংপুর তাদের স্কোয়াডে নিশ্চিত করেছে আরও ৪ খেলোয়াড়কে। ডিরেক্ট সাইনিংয়ে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং পাকিস্তানের খুশদিল শাহ। আর আগের বছর থেকে ধরে রেখেছে শেখ মেহেদি আর অধিনায়ক নুরুল হোসেন সোহানকে।