জয় দিয়ে শুরু চট্টগ্রাম আবাহনীর

আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাবের পর শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনীও প্রিমিয়ার লিগ ফুটবলে শুভ সূচনা করেছে।
শনিবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে ফেডারেশন কাপ রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটিকে ২-১ গোলে পরাজিত করে চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রাম আবাহনীর পক্ষে পিটার ও রুবেল মিয়া এবং রহমতগঞ্জের পক্ষে ফিলিপ আজহার গোল করেন।
হারলেও প্রথম গোল দিয়েছিল রহমতগঞ্জ। ৪ মিনিটেই পেয়ে যায় গোলের দেখা। ফিলিপ আজহারের গোলে এগিয়ে যায় তারা। ফেডারেশন কাপে রানার্সআপ হওয়াতে খেলার শুরুতেই রহমতগঞ্জের এই গোলে অবাক হওয়ার কিছু ছিল না। এটি তাদের শক্তিমত্তারই পরিচয় ছিল। সেই গোল তারা ধরেও রেখেছিল ৫২ মিনিট পর্যন্ত। কিন্তু এরপর আর পারেনি। চট্টলার দলটি ফিরে পায় নিজেদের। ৫২ মিনিটে পিটারের গোলে সমতায় ফিরে শেখ রাসেল। ২০ মিনিট পর ৭২ মিনিটে রুবেল মিয়া গোল করে দলকে এগিয়ে নিয়ে হতাশায় ডুবান রহমতগঞ্জকে। সেই হতাশা ম্যাচের বাকি সময় আর কাটিয়ে উঠতে পারেনি পুরান ঢাকার ক্লাবটি।
এমপি/এসআইএইচ
