দুই নারী ক্রিকেটারের করোনা পজেটিভ
জিম্বাবুইয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় করোনা পজেটিভ বলে জানিয়েছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস।
প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করে দেশে ফিরেছে নারী ক্রিকেট দল। নিয়ম অনুযায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেনটিনে হোটেল সোনারগাঁওয়ে আছেন সালমা-জাহানারারা।
এই দলের দুই ক্রিকেটারের করোনা পজেটিভ হয়েছে বলে জানান বিসিবির পরিচালক জালাল ইউনুস। তাদের নাম বলেননি তিনি।
জানা গেছে, তাদের মধ্যে একজন সিনিয়র ও একজন জুনিয়র ক্রিকেটার। দেশে ফিরে আসার পর সোমবার (৬ ডিসেম্বর) বিসিবি সভাপতি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু করোনা পজেটিভের খবর জানার পর দেখা না করেই ফিরে আসেন। বর্তমানে সেই দুই ক্রিকেটার আইসোলেশনে রয়েছেন। করোনা পজেটিভ হওয়ার পর আবার তাদের নমুনা নেওয়া হয়েছে। সেই ফলাফলের অপেক্ষায় রয়েছে বিসিবি। দুই ক্রিকেটারের করোনা ‘অমিক্রন’ কি না তা জানা যায়নি।
বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গিয়েছিল জিম্বাবুয়েতে। কিন্তু সেখানে করোনার তৃতীয় ঢেউয়ে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন যোগ হয়েছে। যে কারণে আইসিসি মেয়েদের বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ শেষ না করেই আসরের ইতি টানে। আর র্যাঙ্কিংয়ে পাঁচে থাকার সুবাদে বাংলাদেশ দলও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নেয়। তারপর দুই দিনেরও বেশি সময় নিয়ে নামিবিয়া ও থাইল্যান্ড হয়ে দেশে আসে মেয়েরা। আফ্রিকা থেকে আসার কারণেই তাদের ফ্লাইট পেতে ঝামেলা হচ্ছিল। আবার অনেক ঘুরেও আসতে হয়েছিল। দেশে আসার পরই আফ্রিকা থেকে আসার কারণে তাদের প্রাতিষ্ঠানকি কোয়ারেনটিনে রাখা হয়। আর সেখানেই ধরা পড়ে দুইজনের করোনা পজেটিভ।
সোমবার তাদের কোয়ারেনটিন শেষে নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার কথা ছিল। সেজন্য সবারই নমুনা নেওয়া হয়েছিল। বিসিবি সভাপতিও গিয়েছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। কিন্তু দুইজন করোনা পজেটিভ হওয়ায় বিসিবি সভাপতি দেখা করেননি। ঘরে ফেরা হয়নি ক্রিকেটারদেরও। দুই ক্রিকেটারকে আইসোলেশনে রাখা ছাড়াও বাকি ক্রিকেটারদের আলাদা রাখা হয়েছে।
এমপি/এসএন