প্রথম বাংলাদেশি পেসার হিসেবে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে হাসান মাহমুদ
বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
লড়াইটা চলছিল হাসান মাহমুদ ও নাহিদ রানার মধ্যে। ক্যারিয়ারের প্রথম ফাইফারের জন্য দুজনেরই দরকার ১টি করে উইকেট। কিন্তু পাকিস্তানের তখন শেষ উইকেট। তাই অর্জনটা যেকোনো একজনের-ই হতো। শেষ পর্যন্ত সফল হলেন হাসান। আর তাতেই পাকিস্তানের বিপক্ষে অনন্য কীর্তিতে নাম লেখালেন এ পেসার।
এই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। যে কারণে প্রথম বাংলাদেশী পেসার হিসেবে রাওয়াওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন তিনি। এর আগে, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহীমরা এই কীর্তি গড়লেও পেসার হিসেবে প্রথম টাইগার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।
টেস্টে হাসানের পথচলা শুরু হয়েছে এ বছরই। পাকিস্তানের বিপক্ষে চলমান রাওয়ালপিন্ডি টেস্ট ক্রিকেটের রাজকীয় সংস্করণে হাসানের তৃতীয় ম্যাচ। টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে প্রথমবারের মতো ৫ উইকেট এবার রাওয়ালপিন্ডিতেই পেয়ে গেলেন তিনি। তাতে ‘এক ঢিলে দুই পাখি’ মেরেছেন হাসান। পাকিস্তানের বিপক্ষে তো বটেই, এমনকি পাকিস্তানের মাঠে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে এক ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের পেসার হিসেবে পাকিস্তানের মাঠে সেরা বোলিংয়ের কীর্তি এতদিন ছিল খালেদ মাহমুদ সুজনের। ২০০৩ সালের সেপ্টেম্বরে মুলতানে পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানে নেন ৪ উইকেট।
রাওয়ালপিন্ডিতে গতকাল চলমান দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলেই হাসান নেন ২ উইকেট। ওপেনার আব্দুল্লাহ শফিক ও নাইটওয়াচম্যান খুররম শেহজাদকে ফিরিয়ে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসের শুরুতেই কোণঠাসা করে দেন হাসান। এরপর চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে আরও ৩ উইকেট নিয়ে নিজের পাঁচ পূরণ করেন তিনি।