শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে হাসান মাহমুদ

বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

লড়াইটা চলছিল হাসান মাহমুদ ও নাহিদ রানার মধ্যে। ক্যারিয়ারের প্রথম ফাইফারের জন্য দুজনেরই দরকার ১টি করে উইকেট। কিন্তু পাকিস্তানের তখন শেষ উইকেট। তাই অর্জনটা যেকোনো একজনের-ই হতো। শেষ পর্যন্ত সফল হলেন হাসান। আর তাতেই পাকিস্তানের বিপক্ষে অনন্য কীর্তিতে নাম লেখালেন এ পেসার।

বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

এই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। যে কারণে প্রথম বাংলাদেশী পেসার হিসেবে রাওয়াওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন তিনি। এর আগে, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহীমরা এই কীর্তি গড়লেও পেসার হিসেবে প্রথম টাইগার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।

টেস্টে হাসানের পথচলা শুরু হয়েছে এ বছরই। পাকিস্তানের বিপক্ষে চলমান রাওয়ালপিন্ডি টেস্ট ক্রিকেটের রাজকীয় সংস্করণে হাসানের তৃতীয় ম্যাচ। টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে প্রথমবারের মতো ৫ উইকেট এবার রাওয়ালপিন্ডিতেই পেয়ে গেলেন তিনি। তাতে ‘এক ঢিলে দুই পাখি’ মেরেছেন হাসান। পাকিস্তানের বিপক্ষে তো বটেই, এমনকি পাকিস্তানের মাঠে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে এক ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের পেসার হিসেবে পাকিস্তানের মাঠে সেরা বোলিংয়ের কীর্তি এতদিন ছিল খালেদ মাহমুদ সুজনের। ২০০৩ সালের সেপ্টেম্বরে মুলতানে পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানে নেন ৪ উইকেট।

রাওয়ালপিন্ডিতে গতকাল চলমান দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলেই হাসান নেন ২ উইকেট। ওপেনার আব্দুল্লাহ শফিক ও নাইটওয়াচম্যান খুররম শেহজাদকে ফিরিয়ে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসের শুরুতেই কোণঠাসা করে দেন হাসান। এরপর চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে আরও ৩ উইকেট নিয়ে নিজের পাঁচ পূরণ করেন তিনি।

Header Ad
Header Ad

বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের ঘোষণা ভারতের ব্যবসায়ীদের

ছবি: সংগৃহীত

দিল্লির কাশ্মীর গেটের অটো যন্ত্রাংশ ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের ‘হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা’ এবং মন্দিরে ‘আক্রমণের’ অভিযোগের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।

অটোমোটিভ পার্টস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় নারাং বুধবার (২৭ ডিসেম্বর) জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের জন্য সব ধরনের রপ্তানি বন্ধ থাকবে। এ পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের এসব অভিযোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং প্রতিবাদ জানানো তাদের লক্ষ্য।

বিনয় নারাং বলেন, “বাংলাদেশে যা ঘটেছে, আমাদের মন্দির ধ্বংস করা হয়েছে এবং আমাদের হিন্দু ভাইদের হত্যা করা হয়েছে। এটি খুবই অন্যায়। তাই আমরা ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। গাড়ির যন্ত্রাংশ না পেলে তাদের পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়বে। আমরা চাই, তারা তাদের ভুল বুঝতে পারুক।”

কাশ্মীর গেটের বাজারে প্রায় ২,০০০ দোকান রয়েছে, যা মারুতি, হুন্ডাই, টাটা-সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির যন্ত্রাংশ সরবরাহ করে। বাংলাদেশ এই বাজার থেকে উল্লেখযোগ্য পরিমাণ যন্ত্রাংশ আমদানি করে থাকে। তবে রপ্তানি স্থগিতের ফলে অর্থপ্রদানে বিলম্ব ঘটছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, “জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তিনি এই কঠিন সময়ে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন।”

দিল্লির ব্যবসায়ীদের এই সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক মহলের মানবাধিকার আলোচনা বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক এবং আন্তর্জাতিক অবস্থানের ওপর প্রভাব ফেলতে পারে। এই পদক্ষেপ দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের সৃষ্টি করেছে।

যন্ত্রাংশ রপ্তানি বন্ধের এই ঘোষণা শুধুমাত্র ব্যবসায়িক নয়, বরং রাজনৈতিক ও সামাজিক বার্তাও বহন করে। পরিস্থিতি মোকাবিলায় উভয় দেশের কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকরী পদক্ষেপ প্রয়োজন।

Header Ad
Header Ad

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাংলাদেশি দম্পতি

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ওয়ালপোলের সমুদ্র সৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে ভাটার টানে ডুবে মারা গেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি দম্পতি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। তবে তাদের দুই মেয়ে সুস্থ রয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পার্থ শহরের কাছে ওয়ালপোল নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সমুদ্র সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনাটি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী এবং তাদের সহপাঠী শাফায়েত হোসেন।

শহিদুল হাসান স্বপন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের শিক্ষার্থী। তার স্ত্রী সাবরিনা আহমেদ পাপড়ি একই ডিসিপ্লিনের ০৩ ব্যাচের শিক্ষার্থী। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

জানা গেছে, বড়দিনের ছুটিতে ৪-৫টি পরিবারের সঙ্গে তারা ওয়ালপোল শহরের সমুদ্র সৈকতে ভ্রমণে যান। সেখানে হঠাৎ ভাটার টানে তাদের দুই সন্তান পানিতে তলিয়ে যেতে শুরু করলে স্বপন ও পাপড়ি দ্রুত তাদের উদ্ধার করতে সমুদ্রে নামেন। বাচ্চাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তারা নিজেরা পানিতে তলিয়ে যান।

তাদের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), এবং খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

এই দম্পতির আত্মত্যাগ ও অকাল মৃত্যু তাদের বন্ধু, সহপাঠী এবং পরিচিতজনদের মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে। তাদের দুই মেয়ের নিরাপত্তা এবং ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে, সে জন্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও সহায়তায় এগিয়ে এসেছে।

Header Ad
Header Ad

নগর ভবনে স্থানীয় সরকারের দাপ্তরিক কার্যক্রম শুরু কাল থেকে

ছবি: সংগৃহীত

আগামীকাল রবিবার (২৯ ডিসেম্বর) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের (নগর ভবন) শূন্য কক্ষগুলোতে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার রাজধানীর হেয়াররোডে নিজ বাসভবনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, "মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্যও বন্ধ রাখা হবে না। চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমকে বিঘ্নিত হতে দেওয়া যাবে না। একই সঙ্গে বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাটের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।" তিনি আরও জানান, মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বুধবার গভীর রাতে রাজধানীর প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি মন্ত্রণালয়ের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। আগুনে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে গেছে। দেয়াল ও মেঝেরও বড় ক্ষতি হয়েছে।

এই পরিস্থিতিতে সিদ্ধান্ত হয় যে, পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর কার্যক্রম অন্তর্বর্তীকালীন সময়ে অধীন দপ্তরগুলোর কার্যালয় থেকে পরিচালনা করা হবে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শূন্য কক্ষগুলো নির্ধারণ করা হয়েছে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টরা ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের ঘোষণা ভারতের ব্যবসায়ীদের
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাংলাদেশি দম্পতি
নগর ভবনে স্থানীয় সরকারের দাপ্তরিক কার্যক্রম শুরু কাল থেকে
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু
২০২৫ সালে ১০ লাখেরও বেশি ভারতীয়কে ভিসা দেবে যুক্তরাষ্ট্র
সংস্কার না হলে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে: উপদেষ্টা সাখাওয়াত
আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ: ১৯ পাক সেনা নিহত, উত্তেজনা তুঙ্গে
ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের ঐক্য ধরে রাখতে হবে: মাওলানা মামুনুল হক
ভূঞাপুর থানা ভবন যেনো মরণ ফাঁদ, খসে পড়ছে ভবনের প্লাস্টার
নীতিশের রেকর্ড গড়া সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরলো ভারত  
আগামী নির্বাচনে জনগণ দিনের আলোতে প্রার্থী নির্বাচিত করতে পারবে
মহাখালীর সাততলা বস্তিতে আগুন
সিলেট সীমান্তে ভারতীয়র গুলিতে দুদিনে ২ বাংলাদেশি নিহত
১৭ বছর নয়, ১৮ বছরই সবার কাছে গ্রহণযোগ্য: মির্জা ফখরুল  
৭০ বছর পর বদলে যাচ্ছে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর নাম
সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র কাজে আসবে না: জামায়াত আমির
টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা যানবাহনে ধাক্কা, সেই বাসচালক গ্রেপ্তার  
বিপিএলে রাজশাহীর সহকারী কোচ হলেন পাকিস্তানের ইফতিখার
ওয়াজ মাহফিলের আয়োজনে আওয়ামী লীগের গা জ্বলতো: রাশেদ খান  
প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে আইনি নোটিশ