বাংলাদেশের ম্যাচ চলাকালে বাবা হলেন শাহিন আফ্রিদি
বাংলাদেশের ম্যাচ চলাকালে বাবা হলেন শাহিন আফ্রিদি। ছবি: সংগৃহীত
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশ। আজ (শনিবার) চলছে চতুর্থ দিনের খেলা। এরই মাঝে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি বড় সুসংবাদ পেয়েছেন। শাহিন ও আনশা আফ্রিদির ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। যদিও এই সময়ে স্ত্রীর পাশে থাকতে পারেননি এই তারকা। পরে চলমান টেস্টের প্রথম উইকেট পেয়ে তিনি সেটি উদযাপনও করেছেন।
জানা গেছে, আফ্রিদি ও আনশার প্রথম সন্তানের নাম আগেই ঠিক করা হয়েছিল। সে অনুসারেই নিজেদের প্রথম সন্তানের নাম রেখেছেন আলী ইয়ার শাহিন আফ্রিদি।
প্রায় দুই বছর আগে বিয়ের কথা পাকা হলেও আনুষ্ঠানিকভাবে গত সেপ্টেম্বরে ঘটা করে বিয়ের অনুষ্ঠান হয়েছে শাহিন ও আনশা আফ্রিদির। আনশা পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ও দেশটির ক্রিকেট আইকন শহীদ আফ্রিদির দ্বিতীয় কন্যা।
সিরিজের আগেই জানা গিয়েছিল এই দম্পতি তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। এ সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নেবেন বলেও শোনা গিয়েছিল। পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পিও বলেছিলেন, ‘বাচ্চার জন্ম উপলক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নাও থাকতে পারে শাহিন। আমরা আপাতত ওকে বিশ্রাম দিচ্ছি, যাতে ততদিন সে স্ত্রীর সঙ্গে থাকতে পারে।’
আজ চা-বিরতির আধঘণ্টা আগে খবর আসে, শাহিন আফ্রিদির একটি পুত্র সন্তান হয়েছে। এবং নাম রাখা হয়েছে আলিয়ার শাহিন আফ্রিদি।
এদিকে মাঠ এখনো হতাশার মধ্যে দিয়ে যেতে হচ্ছে পাকিস্তানকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১৫০ ওভারে ৫০৩ রান তুলে ফেলেছে, লিড ৫৫ রানের।