মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ | ২৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

গভীর রাতে যে নতুন বার্তা দিল বিসিবি

ছবি: সংগৃহীত

জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বিসিবি- এমন খবর চাউর হয়েছিল দিনেই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিক ঘোষণাটা আসতে আসতে ঘড়িতে তখন দিন পেরিয়ে মধ্যরাত। রাত বারোটার পর এক বিজ্ঞপ্তিতে জরুরি বোর্ড সভার বিষয়টি জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ!

অবশ্য এমন কর্মকাণ্ড প্রথম নয়। বিসিবির এমন অপেশাদারি মনোভাব এর আগেও দেখা গেছে। এদিকে গত ৫ আগস্ট সরকার পদত্যাগের পর থেকে একপ্রকার অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের আঙিনা যাদের পদচারণায় মুখরিত ছিল, রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের প্রায় সবাই এখন আড়ালে। কথা চলছে বোর্ড সভাপতির পরিবর্তনের বিষয় নিয়েও। নাজমুল হাসান পাপনও নিজের পদ ছাড়তে রাজি বলে জানা গেছে।

এমন অবস্থায় বুধবার (২১ আগস্ট) জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। সরকার পরিবর্তনের পর এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা।

রাত ১২টা ১১ মিনিটে দেওয়া বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বুধবার সকাল এগারোটায় বিসিবির বোর্ড অব ডিরেক্টরদের জরুরি মিটিং ডাকা হয়েছে। উক্ত মিটিংয়ে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিসিবি।

এছাড়া জরুরি বোর্ড মিটিংয়ে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় সম্পর্কেও বিস্তারিত বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবকের ভূমিকায় এককভাবেই ছিলেন নাজমুল হাসান পাপন। বোর্ডের গঠনতন্ত্র মেনে দুজন সহ-সভাপতি থাকার কথা থাকলেও নিজের মেয়াদে এই পদে কাউকেই নিয়োগ দেননি তিনি। রাজনৈতিক পালাবদলের পর পাপনের অনুপস্থিতিতে তাই ক্রিকেট বোর্ডের কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা।

মিটিংয়ে থাকবেন পাপনও। তবে অনলাইনে থাকতে পারেন তিনি। আর এদিনই সিদ্ধান্ত হতে পারে বিসিবির নতুন সভাপতি কে হবে সেটা নিয়ে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার জন্য কমপক্ষে ৯ পরিচালকের উপস্থিতি আবশ্যক। ক্রিকেট বোর্ডের ভবিষ্যতটা অনেকাংশে এই বৈঠকের ওপর নির্ভর করবে।

Header Ad
Header Ad

ইসরাইলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর

ইসরাইলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর। ছবি: সংগৃহীত

দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি বিমান হামলায় গুরুতর দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর। প্যালেস্টাইন টুডে নিউজ এজেন্সির এই প্রতিবেদক সোমবার রাতে খান ইউনিসের নাসের হাসপাতালের পাশে সাংবাদিকদের অবস্থান করা একটি তাবুতে হামলার শিকার হন।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর আগুনে জ্বলতে থাকা অবস্থায় তাকে দেখা যায় এবং ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানসুর। একই হামলায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আটজন। ইসরাইলি সেনাবাহিনী হামলার দায় স্বীকার করে জানায়, তাদের লক্ষ্য ছিল সাংবাদিক হাসান এলসালাইয়েহ, যিনি তেল আবিবের ভাষ্য অনুযায়ী হামাস সদস্য। তিনি হামলায় আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি অভিযানে এ পর্যন্ত ২১১ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরাইলি বাহিনী ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে তীব্র হামলা শুরু করে, যাতে ইতোমধ্যে প্রায় ১,৪০০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩,৪০০ জনেরও বেশি। এই হামলার ফলে জানুয়ারির যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে পড়েছে।

সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আরও বড় পরিসরে হামলার ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপের পেছনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা রয়েছে, যেখানে ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়নের ইঙ্গিত দেওয়া হয়।

স্থানীয় হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫০,৭০০ জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গত নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, গাজায় সংঘটিত ঘটনার জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এ গণহত্যার মামলাও চলমান।

Header Ad
Header Ad

২৯ এপ্রিল থেকে ২০২৫ সালের হজ ফ্লাইট শুরু

ছবি: সংগৃহীত

আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের পবিত্র হজ ফ্লাইট। প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই ফ্লাইট উদ্বোধন করবেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানানো হয়।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, অনলাইন প্লাটফর্মে বাড়িভাড়ার রিকোয়েস্ট সাবমিট ও উক্ত রিকোয়েস্ট অনুমোদন না হওয়ায় ১০ হাজার ৪৮৭ জন হজ যাত্রী যেতে না পারার শঙ্কায় ধর্ম মন্ত্রণালয়। তবে কোনো এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে হজযাত্রী না যেতে পারলে সেই দায় এজেন্সির।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫,২০০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন।

চলতি বছর হজের খরচ গত বছরের তুলনায় ১ লাখ টাকার বেশি কমানো হয়েছে। সরকার দুটি প্যাকেজ ঘোষণা করেছে: প্যাকেজ-১: মসজিদুল হারাম থেকে ৩ কিমি দূরত্বে আবাসন খরচ: ৪,৭৮,২৪২ টাকা। প্যাকেজ-২: মসজিদুল হারাম থেকে ১.৫ কিমি দূরত্বে আবাসন। খরচ: ৫,৭৫,৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৪,৮৩,১৫৬ টাকা।

এবারের হজ প্যাকেজ নির্ধারণে সৌদি রিয়ালের মান ধরা হয়েছে ৩২.৫০ টাকা, যেখানে গত বছর ছিল ২৯.৭৪ টাকা। ফলে সৌদি অংশের কিছু খরচ বাড়লেও, সামগ্রিকভাবে হজের খরচ কমানো সম্ভব হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার হজ ফ্লাইট ও যাত্রী ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ও সেবা নিশ্চিত করা হয়েছে। জেদ্দা ও মদিনায় এবং ঢাকায় হজ অফিসে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও অন্যান্য ফ্লাইট অপারেটররা নির্ধারিত সময় অনুযায়ী প্রাক-হজ ও পোস্ট-হজ ফ্লাইট পরিচালনা করবে। এ বছর মোট ১,২৭,১৯৮ জন মুসল্লি হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫,০০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১,১২,১৯৮ জন যাবেন।

প্রসঙ্গত, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Header Ad
Header Ad

উত্তাল ভারতে ওয়াকফ বিল আইনে পরিণত, মনিপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

ভারতের বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিতে আইনে পরিণত হয়েছে। মুসলিম সম্প্রদায় এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধিতার মধ্যেই বিলটি কার্যকর হওয়ায় দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মুসলিমদের ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ এনে হাজার হাজার মানুষ রাজপথে নেমে প্রতিবাদ করছেন।

রোববার (৭ এপ্রিল) মনিপুরের থৈবাল জেলার লিলং এলাকায় পাঁচ হাজারের বেশি মানুষ জাতীয় সড়কে অবস্থান নেন। সন্ধ্যায় বিক্ষোভকারীরা বিজেপির সংখ্যালঘু মোর্চার মনিপুর শাখার সভাপতি আসকার আলীর বাড়িতে আগুন দেন। ওয়াকফ সংশোধনী আইনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে তার বাড়িতে হামলা চালানো হয়।

এই ঘটনার পর এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সমাবেশে অংশ নেওয়া সমাজকর্মী সাকির আহমেদ বলেন, “ওয়াকফ সংশোধনী বিল সংবিধানের নীতির পরিপন্থি এবং মুসলিম সম্প্রদায়ের কাছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।”

শনিবার আইন মন্ত্রণালয়ের নোটিশে জানানো হয়, রাষ্ট্রপতি ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫ এবং মুসলমান ওয়াকফ (রহিতকরণ) বিল ২০২৫-এ সম্মতি দিয়েছেন। এর মধ্য দিয়ে দুটি বিলই আইনে পরিণত হয়। এর আগে লোকসভায় বিলটি পাস হয় ২৮৮-২৩২ ভোটে এবং রাজ্যসভায় ১২৮-৯৫ ভোটে।

বিলের প্রতিবাদে উত্তর প্রদেশের মুজফফরনগরে শুক্রবার নামাজে অংশগ্রহণকারীরা কালো ব্যাজ পরে মৌন প্রতিবাদ জানান। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ৩০০ মুসল্লিকে শনাক্ত করে এবং থানায় হাজিরার নোটিশ পাঠায়।

লোকসভায় বিল উত্থাপন করেন কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তীব্র প্রতিক্রিয়ায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ বলেন, “এই বিল সংবিধানের মৌলিক কাঠামোর ওপর আঘাত। এটি সংখ্যালঘুদের মর্যাদা ক্ষুণ্ণ করবে ও সমাজে বিভাজন সৃষ্টি করবে।”

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করে বলেন, “এটি প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ভূমিকা রাখবে।”

এদিকে, বিলের সাংবিধানিক বৈধতা নিয়ে একাধিক মামলা দায়ের হলেও ভারতের সুপ্রিমকোর্ট তা জরুরি ভিত্তিতে শুনতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইসরাইলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর
২৯ এপ্রিল থেকে ২০২৫ সালের হজ ফ্লাইট শুরু
উত্তাল ভারতে ওয়াকফ বিল আইনে পরিণত, মনিপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
মাকে জামায়াত রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেন তুরিন আফরোজ: অভিযোগ মায়ের
ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কূটনীতিক
বিক্ষোভের নামে লুটপাট নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী
ফরিদপুরে বাস দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৫ জন নিহত, আহত অন্তত ৩০
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল
ফেসবুকে লুটের মাল বিক্রির পোস্ট, সিলেটে ১৪ জন আটক
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত
১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ
খুলনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩১ জন
স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করলো বিএনপি
শুল্ক ছাড়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র, চীনের ওপর ট্রাম্পের হুঁশিয়ারি
সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, ‘ক্রিম আপা’র ব্যাখ্যা চেয়েছে প্রশাসন
ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির
সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গায় বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ
সতর্কতার মাত্রা বাড়াল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি