‘ট্রাফিক পুলিশ’ শিক্ষার্থীদের খাবার বিতরণ বিসিবির
‘ট্রাফিক পুলিশ’ শিক্ষার্থীদের খাবার বিতরণ বিসিবির। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের পতন ও পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি ঘোষণা করে। সড়কে নেই ট্রাফিক পুলিশের সদস্যরাও। এ সময়ে রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকগণ।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনায় দারুণ ভূমিকা পালন করায় প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা। জনগণও শিক্ষার্থীদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে। এবার তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের জন্য খাবার বিতরণ করে তারা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে প্রায় আড়াইশ প্যাকেট খাবার বিতরণ করেন মিডিয়া বিভাগের কর্মীরা।
এছাড়া বিসিবিতে নানাভাবে স্মরণ করা হচ্ছে কয়েকদিন আগে হয়ে যাওয়া কোটা সংস্কার আন্দোলনের শহীদদের। একটি বড় ব্যানারও লাগানো হয়েছে। অনুশীলনের আগে নিরবতা পালন ও দোয়া করেছেন ক্রিকেটাররা।