মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ | ২৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

‘ট্রাফিক পুলিশ’ শিক্ষার্থীদের খাবার বিতরণ বিসিবির

‘ট্রাফিক পুলিশ’ শিক্ষার্থীদের খাবার বিতরণ বিসিবির। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতন ও পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি ঘোষণা করে। সড়কে নেই ট্রাফিক পুলিশের সদস্যরাও। এ সময়ে রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকগণ।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনায় দারুণ ভূমিকা পালন করায় প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা। জনগণও শিক্ষার্থীদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে। এবার তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের জন্য খাবার বিতরণ করে তারা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে প্রায় আড়াইশ প্যাকেট খাবার বিতরণ করেন মিডিয়া বিভাগের কর্মীরা।

এছাড়া বিসিবিতে নানাভাবে স্মরণ করা হচ্ছে কয়েকদিন আগে হয়ে যাওয়া কোটা সংস্কার আন্দোলনের শহীদদের। একটি বড় ব্যানারও লাগানো হয়েছে। অনুশীলনের আগে নিরবতা পালন ও দোয়া করেছেন ক্রিকেটাররা।

Header Ad
Header Ad

গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান কর্মসূচি

গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ছবি: ঢাকাপ্রকাশ

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে কুবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সদস্যরা অংশগ্রহণ করেন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।

কর্মসূচিতে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা মুসলিম নিধনের ঘৃণ্য অপচেষ্টা। এই হামলা কোনোভাবেই বেঁচে থাকা মুসলমান মেনে নেবে না। মার্কিন সহায়তায় ইহুদি রাষ্ট্র ইসরায়েল এই গণহত্যা চালাচ্ছে। আমরা ফিলিস্তিন ও আল আকসার জন্য জীবন দিতেও প্রস্তুত। কোটি কোটি মুসলমান আল আকসা রক্ষায় প্রাণ উৎসর্গ করতে দ্বিধা করবে না।”

তিনি আরও বলেন, “অবিলম্বে ইসরায়েলকে এই গণহত্যা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের ভূমি ত্যাগ করতে হবে।” এ সময় তিনি ভারতের সাম্প্রতিক মুসলিম বিরোধী ‘ওয়াক্ফ বিল’-এরও তীব্র নিন্দা জানান এবং মুসলমানদের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান ভারতের পার্লামেন্টের প্রতি।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, “ইহুদি রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিন দখলের ষড়যন্ত্র করছে। আমাদের ভাই-বোনদের ওপর গণহত্যা চালিয়ে ভূমি দখলের এই পরিকল্পনা মুসলিম উম্মাহ কখনো বাস্তবায়ন হতে দেবে না। মুসলিম জাতি হিসেবে আমরা আমাদের ভাই-বোনদের রক্ষায় প্রয়োজনে হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত।”

Header Ad
Header Ad

আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না: আদালতে তুরিন আফরোজ

ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ দাবি করেছেন, তিনি কখনোই ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলেন না। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শুনানির সময় তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা আদালতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের সামনে এই শুনানি অনুষ্ঠিত হয়। রিমান্ড শুনানি চলাকালে তুরিন আফরোজকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এই শুনানিতে তুরিন আফরোজ বলেন, "আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না। আমি ছয় বছর চাকরি থেকে বঞ্চিত ছিলাম। তবে আমি আইনের সঙ্গে সহযোগিতা করব এবং ন্যায়বিচারের প্রত্যাশা করছি।"

এ সময় তিনি আরও বলেন, "৪ আগস্ট আমার টিউমার অপারেশন হয়েছিল এবং আমি এ ব্যাপারে ডাক্তারি রিপোর্ট প্রদান করতে পারব। আমি গত চার বছর ধরে মিডিয়ায় কিছু বলিনি বা লিখিনি।"

তুরিন আফরোজের পক্ষে কোনো আইনজীবী না থাকায়, তিনি নিজেই শুনানি করেন এবং বলেন, "আমি যদি ১০ দিন নয়, ২০ দিন রিমান্ডে থাকি, তাতে কোনো সমস্যা নেই। তবে আমি তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করব।"

শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, সোমবার রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এই মামলায়, ২০১৫ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের শেষ দিনে ৫ আগস্ট, আ. জব্বার নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন, এবং পরবর্তীতে ২৭ মার্চ তিনি তুরিন আফরোজসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তুরিন আফরোজকে এজাহারভুক্ত ৩০ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

Header Ad
Header Ad

প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: পিআইডি

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার একটি বিনিয়োগকারী প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সমস্যা, সম্ভাবনা এবং সম্ভাব্য উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। কোরিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে চলমান চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগের পরিবেশ এবং দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান কর্মসূচি
আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না: আদালতে তুরিন আফরোজ
প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক
টাঙ্গাইলে বিয়ের ১৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
নেতানিয়াহুকে ট্রাম্প বললেন ‘তুরস্কের সঙ্গে যৌক্তিক আচরণ করবেন’
৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তি সই করল বাংলাদেশ
লাইভে এসে ছাত্রদল নেতার বহিষ্কার চাইলেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি
চালু হচ্ছে সরকারি ফার্মেসি, স্বল্পমূল্যে মিলবে ওষুধ
অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ম্যাক্স ও তমা গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেপ্তার
বদলে গেল বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম থানার নাম
ট্রেনের পাওয়ার কারে যাত্রী পরিবহন নিষিদ্ধ, শাস্তির আওতায় আসবে চালকরা
লামায় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ৯ তামাক চাষি অপহরণ
আল্লু অর্জুনের নতুন সিনেমার বাজেট ৮০০ কোটি রুপি, পরিচালনায় অ্যাটলি
ইসরাইলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর
২৯ এপ্রিল থেকে ২০২৫ সালের হজ ফ্লাইট শুরু
উত্তাল ভারতে ওয়াকফ বিল আইনে পরিণত, মনিপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
মাকে জামায়াত রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেন তুরিন আফরোজ: অভিযোগ মায়ের