এখনও বৃষ্টি, শঙ্কায় বিপিএলের প্রথম ম্যাচ

সংক্ষিপ্ত সফরে দুই দিনের জন্য রাজধানীতে ফেরা বিপিএলের শেষ দিন আজ (৪ ফেব্রয়ারি)। এদিন প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের। আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও মিনিস্টার গ্রুপ ঢাকা। তবে বেলা সাড়ে ১২টা থেকে শুরু হয় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও আশপাশে বৃষ্টি। সর্বশেষ খবর, বৃষ্টি এখনও হচ্ছে।
খবরে জানা গেছে, হোম অব ক্রিকেটে পিচ ও ৩০ গজ পুরো কভারে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। যদি বৃষ্টির কারণে স্থানীয় সময় বিকেল ৪টা ২৬ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করা না যায় তাহলে ওভার কাটার প্রক্রিয়া শুরু হবে।
এর আগের দিন বৃহস্পতিবারও বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল ৬৪ মিনিট। এদিন সন্ধ্যায় খুলনা টাইগার্স আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ ছিল। পরে ২০ ওভারের ম্যাচ পরিণত হয়ল ১৮ ওভারে।
এসআইএইচ
