রক্তপাত বন্ধের আহ্বান হৃদয়-শরিফুলের
ক্রিকেটার তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ যখন উত্তাল, তখন অনেকটাই চুপসে ছিল ক্রীড়াঙ্গন। এবার সেই নীরবতা ভাঙলেন দুই তরুণ ক্রিকেটার। সাহস নিয়ে মুখ খুলেলেন তারা। রক্তপাত নয়, ‘শান্তি’ চেয়ে জানান দিয়েছেন নিজেদের অবস্থান।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শ্রীলঙ্কা আছেন তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। সেখান থেকেই দেশের চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।
চলমান এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলা ডানহাতি ব্যাটসম্যান হৃদয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লিখেছেন, 'সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।'
এদিকে এলপিএল ক্যান্ডি ফ্যালকনসে খেলা বাঁহাতি পেসার শরিফুলেরও একই আর্জি। নিজের ফেসবুক পেজে থেকে তিনি লিখেছেন, 'আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।'
জাতীয় দলে ক্রিকেট খেলার পাশাপাশি লেখাপড়াও করছেন হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত তিনি। জাতীয় দলের হয়ে ৩০টি ওয়ানডে ও ২৯টি টি-টোয়েন্টি খেলা হৃদয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন
এদিকে এই দুই তরুণ ক্রিকেটার মুখ খুললেও এখনো চুপ দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। সরকার দলীয় সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা ও সাকিব আল হাসান তো বটেই, দেশের এমন ক্রান্তিলগ্নে মুখ খুলেননি তামিম ইকবাল, মুশফিকুর রহিমরাও।