বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | ২৮ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ইউরোর সেমিফাইনাল: মুখোমুখি স্পেন-ফ্রান্স, একনজরে দুদলের শক্তি-দুর্বলতা

ইউরোর সেমিফাইনালের লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে স্পেন-ফ্রান্স। ছবি: সংগৃহীত

ইউরো চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন ও দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। একদিকে নিকো-ইয়ামালদের তরুণ ব্রিগেড। অন্যদিকে এখনও গোলের সন্ধানে থাকা এমবাপেরা। শেষ পর্যন্ত শেষ হাসি হাসবেন কারা?

স্পেনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভরসা তাদের তারুণ্য। নিকো উইলিয়ামসরা যে এভাবে দুরন্ত ফুটবল উপহার দেবেন, সেটা হয়তো প্রথম দিকে কেউই ভাবেননি। টুর্নামেন্ট যত গড়িয়েছে, তত উজ্জ্বল দেখিয়েছে তাদের। ১৬ বছরের কিশোর লামিনে ইয়ামাল ৩টে অ্যাসিস্ট করেছেন। মাঝমাঠে রয়েছেন রদ্রি, ফাবিয়ান রুইজরা। সাইডব্যাকে কুকুরেয়ার ফর্ম আশ্বস্ত করবে কোচ ফুয়েন্তেকে। আগুনে ফর্মে আছেন দানি ওলমোও।

তবে দুশ্চিন্তার জায়গাও রয়েছে তার জন্য। এই মুহূর্তে স্পেনের সবচেয়ে বড় সমস্যা চোট-আঘাত আর কার্ড সমস্যা। জার্মানির বিরুদ্ধে চোট পেয়ে বেরিয়ে গিয়েছেন পেদ্রি। ইউরো থেকেই ছিটকে গিয়েছেন ২১ বছরের তারকা। অন্যদিকে কার্ড সমস্যায় নেই ডিফেন্ডার রবিন লে নরম্যান্ড আর দানি কার্ভাহাল। সেক্ষেত্রে নাচোকে সেন্টার ব্যাকে খেলিয়ে বর্ষীয়ান জেসুস নাভাসকে ফুল ব্যাকে নিয়ে আসতে পারেন। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিরুদ্ধে শেষের দিকে একের পর এক আক্রমণে রক্ষণের ফাঁকফোকর চোখে পড়েছে।

সেই তুলনায় অনেক বেশি সমস্যায় ফরাসি কোচ দিদিয়ের দেশ। গোটা টুর্নামেন্টে এখনও পর্যন্ত ওপেন প্লে থেকে গোল করতে পারেননি এমবাপেরা। একটি মাত্র গোল এসেছে পেনাল্টি। বাকিগুলো এসেছে বিপক্ষের আত্মঘাতী গোলের সৌজন্যে। এমবাপেও নিষ্প্রভ। নাকে চোট পাওয়ার পর মাস্ক নিয়ে মহাসমস্যায় তিনি। আক্রমণভাগের অন্য কোনও ফুটবলার সেই জায়গা নিতে পারছেন না। মার্কাস থুরাম, আন্তোনিও গ্রিজমান, অলিভিয়ার জিরু, কোলো মুয়ানি সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে। তাতেও গোল আসেনি।

আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তা থাকলেও ডিফেন্স হতাশ করেনি ফ্রান্সকে। টুর্নামেন্টে শুধু পোল্যান্ডের বিরুদ্ধে একটি গোল খেয়েছে সালিবারা। ডিফেন্সের পাশাপাশি আক্রমণভাগেও ওঠেন সাইডব্যাক থিও হার্নান্দেজ। গোলের নিচে অপ্রতিরোধ্য মাইক মেনিয়। তার সঙ্গে রয়েছে ডিফেন্সিভ মিডফিল্ডার এনগোলো কন্তের অক্লান্ত পরিশ্রম। গোটা মাঠ জুড়ে দাপিয়ে খেলেন তিনি। একাধিক ম্যাচের সেরার তকমাও পেয়েছেন। কিন্তু শেষরক্ষা কি করতে পারবে ফ্রান্স? ইউরোয় পরিসংখ্যান যদিও তাদের পক্ষেই। ইউরোপ সেরা টুর্নামেন্টে ৪টি ম্যাচের মধ্যে ফ্রান্স জিতেছে ২টিতে। একটি জয় স্পেনের। একটি ড্র। এবারও জিতবে কারা? তার উত্তর সময়ই দেবে।

এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ-

স্পেনের সম্ভাব্য একাদশ: উনাই সিমোন, নাভাস, নাচো, লাপোর্তে, কুকুরেলা, ওলমো, রদ্রি, রুইজ, ইয়ামাল, মোরাতা, উইলিয়ামস। নিষিদ্ধ : কারভাহাল, নোরম্যান্ড।

ফ্রান্সের সম্ভাব্য একাদশ: ম্যাগনান, কুন্দে, সালিবা, উপামেকানো, হার্নান্দেজ, কান্তে, চুয়েমেনি, কামাভিঙ্গা, গ্রিজম্যান, মুয়ানি, এমবাপ্পে।

Header Ad

তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি নিয়ে চলছে আলোচনা। হাসিনা সরকার পতনের পর থেকে একরকম লোকচক্ষুর আড়ালে থাকা আফ্রিদির বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিয়েতে আফ্রিদির সঙ্গে রয়েছেন টিকটকার রাইসা, যাঁর সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন এতদিন অস্বীকার করেছিলেন তিনি।

ছবিগুলো থেকে স্পষ্ট নয় বিয়ের নির্দিষ্ট তারিখ বা অনুষ্ঠানের সময়কাল। আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি: সংগৃহীত

জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। অনলাইনে গুঞ্জন রয়েছে যে, দুই পরিবারের সম্মতিতে তাঁদের এই বিয়ে সম্পন্ন হয়েছে।

Header Ad

ভারতে অনুপ্রবেশের সময় শার্শা সীমান্তে ৩ বাংলাদেশী নারী আটক

ছবি : ঢাকাপ্রকাশ

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশী নারীকে আটক করেছে ২১ বিজিবি অধীনস্থ রুদ্রপুর ক্যাম্পের সদস্যরা। বুধবার ভোরে এই তিন নারীকে আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার, নায়েব সুবেদার রবিউজ্জামান জানান, ১৩ নভেম্বর ভোরে ২১ বিজিবির রুদ্রপুর বিওপির মেইন পিলার ১৭/০৭ এস এর কাছাকাছি বাংলাদেশ অভ্যন্তরে ডিপ মেশিন ঘরের কাছে তিন নারীকে ভারত সীমান্তের দিকে অগ্রসর হওয়ার সময় আটক করা হয়। আটক নারীদের মধ্যে আছেন শারমিন আক্তার (৫৩), তার ঠিকানা কুতুবদিয়া, কক্সবাজার; এবং একই এলাকার সানজিদা আক্তার (১৫) ও তানজিনা আক্তার (১৬), যাদের পিতার নাম কামরুল হাসান।

আটককৃত নারীরা বিজিবির কাছে জানান যে, তারা ভালো কাজের সন্ধানে ভারতে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Header Ad

খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন বরুণ

ছবি: সংগৃহীত

চরিত্রের খাতিরে কত কিছুই না করতে হয় তারকাদের। প্রতিটি সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন চরিত্রে তারকারা নিজেদের ভেঙেচুরে দর্শকমহলে উপস্থাপন করে থাকেন। কখনও ক্যামেরার সামনে ঘনিষ্ঠ হতে হয়, কখনও আবার খোলামেলা দৃশ্যে। একটি ম্যাগাজিনের জন্য শুট করতে গিয়ে ক্যামেরার সামনে পোশাক ছাড়া ফটোশুট করেছিলেন রণবীর সিংহ।

সেই সময় নেটিজেনদের একাংশ প্রশংসার পাশাপাশি কটাক্ষ করেছিলেন। এদিকে বরুণ ধাওয়ানও খোলামেলা দৃশ্যে অভিনয় করে রণবীরের পথে পা বাড়ালেন।

সম্প্রতি রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকের পরিচালনায় মুক্তি পেয়েছে ‘সিটাডেল: হানি বানি’। ভারতীয় সংস্করণে নাম ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। ইতোমধ্যেই ‘হানি বানি’ সাড়া ফেলেছে দর্শক মহলে।

বরুণের অভিনয় ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি দর্শকের নজর কেড়েছে অভিনেতার কয়েক সেকেন্ডের খোলামেলা দৃশ্য। যেখানে দেখা যায়, শরীরে কোনো পোশাক নেয়, নিতম্ব উন্মুক্ত।

 

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দৃশ্য দেখে বরুণকে কটাক্ষা করে একজন বলেন, ‘‘সিটাডেল-এ উলঙ্গ ভেড়িয়াকে (বরুণের ছবির নাম) দেখে নিলাম।’ তাতেই বরুণ পালটা জবাব দিয়ে লেখেন, ‘আরে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ভীষণ রকম সৃজনশীলতার সঙ্গে শুট করা হয়েছে।’

প্রসঙ্গত, হলিউডের মূল সিরিজে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, জোনাস এবং রিচার্ড ম্যাডেন। বরুণ একা নন, নিজের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’-তে এমনই সাহসী দৃশ্যে দেখা যায় রণবীর কাপুরকে।

Header Ad

সর্বশেষ সংবাদ

তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
ভারতে অনুপ্রবেশের সময় শার্শা সীমান্তে ৩ বাংলাদেশী নারী আটক
খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন বরুণ
জিয়াউর রহমান ফাউন্ডেশনে নতুন নেতৃত্বে তারেক রহমান, ২৩ সদস্যের কমিটি গঠন
‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক- কেন এত সমর্থন?
মিষ্টি পান চাষে জহুরুলের বাজিমাত, অল্পদিনেই সংসারে ফিরেছে দারুণ স্বচ্ছলতা
ঝুহাইয়ে প্রাইভেটকারের চাপায় ৩৫ জনের মৃত্যু, আহত ৪৩
বশির উদ্দিন ও ফারুকীকে সরাতে আইনি নোটিশ
ঢালাও মামলা আমাদের বিব্রত করে : আইন উপদেষ্টা
বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে : হাসনাত আব্দুল্লাহ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা সাধারণ শিক্ষার্থীদের
টাকার জন্য মাকে হত্যা, লাশ ডিপ ফ্রিজে রেখেছিল ছেলে
মাদক ও বাল্য বিবাহকে না বলে শপথ নিলো ৬শ শিক্ষার্থী
ওমরাহ পালনে সৌদি আরবে সাকিব আল হাসান
‘যুদ্ধ শেষ হয়নি’, আবারও লাল ফেসবুক ওয়াল
সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী বেনু গ্রেপ্তার
পরিবর্তনে খাপ খাইয়ে না চললে আ’লীগের মতো ছিটকে পড়তে হবে : মঈন খান
দুই মাসে তিতাসের অভিযানে ৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৭৯ লাখ টাকা জরিমানা
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশে আসবেন ফিফা প্রেসিডেন্ট