চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন সাইফউদ্দিন

নিজেকে পরিপূর্ণ ভাবে সুস্থ করে তুলতে বৃহস্পতিবার রাতে লন্ডন যাচ্ছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সেখানে তার চিকিৎসা করবেন বিশেষজ্ঞ চিকিৎসক ড্যামিয়েন ফাই।
সাইফউদ্দিন ভুগছেন কোমরের ইনজুরিতে। এই ইনজুরির কারণে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে দল থেকে ছিটকে গিয়েছিলেন।
প্রাথমিক রাউন্ডের তিনটি ম্যাচ খেলতে পারলেও চূড়ান্ত পর্বের আগেই দল থেকে ছিটকে পড়েন। একই কারণে তিনি ঘরের মাঠে বিসিএল চারদিনের ও একদিনের আসর খেলতে পারেননি। তা না খেলাটা দীর্ঘায়িত হয় বিপিএলেও। এটি হতে যাচ্ছে ঘরের মাঠে আগানিস্তানের বিপক্ষে হোম সিরিজেও। চিকিৎসা শেষে তার ৭ ফেব্রুয়ারি দেশে ফিরে আসার কথা রয়েছে।
মোহাম্মদ সাইফউদ্দিন জাতীয় দলের হয়ে ২৯টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়ানডেতে তার উইকেট ৪১টি, টি-টোয়েন্টিতে ৩১টি। ব্যাট হাতে ওয়ানডেতে ৩৬২ রান ও টি-টোয়েন্টিতে ১৯৬ রান করেছেন।
এমপি/এমএমএ/
