সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

অঘটনে শুরু প্রিমিয়ার লিগ ফুটবল

নবাগত স্বাধীনতা সংঘের কাছে বসুন্ধরার হার

প্রিমিয়ার লিগ ফুটবল মাঠে গড়ানোর আগে ভেন্যু অনেকটা নাটক হয়েছে। সব সমস্যার সমাধান করে বৃহস্পতিবার মাঠে গড়িয়েছে আসর। মাঠে গড়ানোর প্রথম দিনই ছিল চমক। ঘটেছে অঘটন। আর সেই অঘটনের শিকার হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাদের হারিয়ে দিয়েছে নবাগত স্বাধীনতা সংঘ। জয়-পরাজয়ের মাঝে ব্যবধান ২-১। নেদো তুর্কোভিচ ও রাসেল আহমেদের গোলে স্বাধীনতা সংঘ এগিয়ে যাওয়ার পর বসুন্ধরার হয়ে একটি গোল পরিশোধ করেন তৌহিদুল আলম সবুজ।

এবারের মৌসুমের প্রথম আসর স্বাধীনতা কাপে বসুন্ধরা কিংস আবাহনীর কাছে হেরে রানার্সআপ হয়েছিল। ফেডারেশন কাপে কমলাপুর স্টেডিয়ামে না খেলতে চেয়ে আসর থেকে সরে দাঁড়িয়েছিল। এবার প্রিমিয়ার লিগ শুরুই করল হার দিয়ে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারের কারণে এই মাঠে আপাতত বাফুফে কোনো আসর আয়োজন করতে পারছে না। প্রিমিয়ার লিগের জন্য তাই ভেন্যু দুইটি বেছে নিয়েছে ঢাকার বাইরে। একটি মুন্সিগঞ্জে, অপরটি টঙ্গিতে। টঙ্গির আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলে ক্রমেই অপ্রতিদ্বন্দ্বি হয়ে উঠা বসুন্ধরা কিংসের হার ছিল অকল্পনীয়। অবিশ্বাস্য। শক্তিতে কোনো ঘাটতি ছিল না। বিদেশি ফুটবলারও ছিলেন উন্নতমানের। ঘরোয়া ফুটবলারতো ছিলেনই। কিন্তু মাঠে তাদের খোঁজেই পাওয়া যায়নি। শুধু জার্সি নাম্বার দেখে চিনে নিতে হয়েছে। বিপরীতে নবাগত স্বাধীনতা সংঘের ফুটবলাররা খেলেছেন প্রাণবন্ত খেলা। যে খেলার ফসল তারা ঘরে তুলেছেন ২-১ গোলে ম্যাচ জিতে। বসুন্ধরা কিংস এর আগে লিগে হার মেনেছিল গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীর কাছে। ম্যাচের হিসেবে ৬ ম্যাচ আগে।
খেলার প্রথম গোল হয় পেনাল্টি থেকে ২২ মিনিটে। স্বাধীনতার পোলিশ ফরোয়ার্ড রাফায়েল জাবোরোভস্কির ডান দিক থেকে আড়াআড়ি ক্রস করলে আতিকুর রহমান ফাহাদ হাত দিয়ে তা আটকে দেন। এতে রেফারি পেনাল্টি বাঁশি বাজান। কিন্তু রেফারির এই সিন্ধান্ত নিয়ে বসুন্ধরার ফাহাদ, বিশ্বনাথ ঘোষ, খালিশ শাফিই, ভ্রানিয়াসরা রেফারিকে ঘিরে ধরে প্রতিবাদ জানাতে থাকেন এগিয়ে আসেন সনসহকারি রেফারিরা। এ সময় বসুন্ধরার কোনো কোনো খেলোয়াড়[ সহকারি রেফারিকে ধাক্কাও মারেন। কিন্তু রেফারি তার সিদ্ধান্তে অটল থাকেন। বসনিয়া-হার্জেগোভিনার ফরোয়ার্ড তুর্কোভিচ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। গোল হজম করার পর তা পরিশোধ করার জন্য আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বসুন্ধরার খেলোয়াড়রা। ভ্রানিয়াস, রবিনিয়োর চেষ্টাগুলো সফলতার মুখ দেখতে না পারলে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বসুন্ধরা ।

দ্বিতীয়ার্ধে মনে হয়েছিল বসুন্ধরার খেলোয়াড়রা স্বাধীনতার রক্ষণভাগ তছনছ করে দেবে। কিন্তু উল্টো আরো এক গোল হজম করে বেকায়দার পড়ে যায়। ৪৭ মিনিটে জিল্লুর কাছ থেকে বল পেয়ে রাসেল কোনাকুনি শটে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যান। ৬৯ মিনিটে স্বাধীনতা সংঘ ৩-০ গোলে এগিয়ে যেতে পারতো। কিন্তু তুর্কোভিচ গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। তার শট বাইরে দিয়ে চলে যায় । ৭৩ মিনিটে গোল পরিশোধ করে বসুন্ধরা। আরাফাতের লং পাস থেকে সবুজ লাফিয়ে উঠে হেড করে গোল করেন। ৮৩ মিনিটে ব্রাজিলিয়ান রবসনের পাস থকে সবুজের নেয়া শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্বীধনতার ফুটবলার বিজয়ের আনন্দে মেতে উঠেন।

 

এমপি

Header Ad
Header Ad

পুড়ে গেছে ৮ রিসোর্ট

সাড়ে তিন ঘণ্টা পর সাজেকে আগুন নিয়ন্ত্রণে

সাড়ে তিন ঘণ্টা পর সাজেকে আগুন নিয়ন্ত্রণে। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকের রিসোর্টে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে সাজেকের অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে সাজেক অবকাশ, ইকো ভ্যালি ও মেঘছুট রিসোর্ট এবং মনটানা ও মারুয়াতি রেস্টুরেন্টসহ ৮টি রিসোর্ট ও কটেজ পুড়ে গেছে।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জয় বলেন, ‘সাজেক পর্যটন কেন্দ্রের রিসোর্টে ভয়াবহ আগুন লাগে। আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। কতগুলো রিসোর্টে আগুন লেগেছে এই মুহূর্তে বলা সম্ভব নয়।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। খাগড়াছড়ি, দীঘিনালার দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পাশাপাশি খাগড়াছড়ি ও রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও আগুন নেভানোর কাজে যোগ দেয়।

বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আবু নঈম খন্দকার বলেন, ‘এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যাচ্ছে না।’

Header Ad
Header Ad

মুসলিম গণহত্যা: ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা মুসলিম বিক্ষোভকারীদের হত্যার জন্য প্রথমবারের মতো প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। ২০০৪ সালের অক্টোবর মাসে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর ট্রাকে ঠাসাঠাসি করে নেওয়ার সময় শ্বাসরুদ্ধ হয়ে ৭৮ জন মুসলিম বিক্ষোভকারীর মৃত্যু ঘটে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ক্ষমা চেয়ে থাকসিন বলেন, "আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, আমার লক্ষ্য ছিল স্থানীয় জনগণের কল্যাণে কাজ করা। যদি আমার কোনো ভুল বা অযথা অসন্তোষের সৃষ্টি হয়ে থাকে, তবে আমি ক্ষমাপ্রার্থী।"

এই ঘটনা 'তাক বাই গণহত্যা' নামে পরিচিত এবং এর জন্য সাবেক প্রধানমন্ত্রী থাকসিন প্রথমবারের মতো দুঃখ প্রকাশ করলেন। ২০০৪ সালের ২৫ অক্টোবর নারাথিওয়াত প্রদেশের তাক বাই শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়, যার ফলে ৯ জন নিহত হয়। এরপর বিক্ষোভকারীদের হাতে বাধা দিয়ে সেনাবাহিনীর ট্রাকে ঠাসাঠাসি করে নেওয়া হয়, যার ফলে আরও ৭৮ জনের মৃত্যু হয়।

থাই মানবাধিকার সংস্থা "দুয়ে জাই" এর সহ-প্রতিষ্ঠাতা আঞ্চনা হিম্মিনা এএফপিকে বলেছেন, এটি সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথমবারের মতো ক্ষমা চাওয়া। তিনি আরও বলেন, যদি থাকসিন ক্ষমা চাওয়ার ব্যাপারে আন্তরিক হন, তাহলে তার উচিত এই হত্যাকাণ্ডের শিকার পরিবারের কাছে সরাসরি ক্ষমা চাওয়া।

Header Ad
Header Ad

কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত যুবকের পরিচয় মিলেছে

কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলায় নিহত যুবক নাহিদ। ছবি: সংগৃহীত

বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় নিহত যুবকের পরিচয় মিলেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শিহাব কবির নাহিদ। তিনি পেশায় একজন ব্যবসায়ী। নাহিদ কক্সবাজার পিটিআই শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট নাসির উদ্দীন ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমেনা খাতুনের একমাত্র সন্তান।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

নিহত শিহাবের মা আমেনা খাতুন হাসপাতালে আহাজারি করছিলেন। সেখানে তিনি বলছিলেন, বিমান বাহিনী আমার ছেলের মাথায় গুলি করেছে।

স্থানীয় বাসিন্দা মুজাহিদুল ইসলাম জানান, বিমানবন্দর সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণ বিষয়ে বৈঠকে অংশ নিতে এলাকাবাসীর কয়েকজন প্রতিনিধি জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলেন।পথে বিমান বাহিনীর চেকপোস্টে তাদের বহনকারী ব্যাটারি চালিত অটোরিকশা আটকে দেওয়া হয়। এ সময় অটোরিকশায় থাকা জাহেদকে জোর করে তুলে নেওয়া চেষ্টা করা হয়। খবর পেয়ে স্থানীয়রা বিমান ঘাঁটিতে হামলা চালায়। একপর্যায়ে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় বিমান বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছোঁড়ে। এতে কয়েকজন অন্তত হন। স্থানীয়রা আহতদের হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

এর আগে সোমবার দুপুরে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সাড়ে তিন ঘণ্টা পর সাজেকে আগুন নিয়ন্ত্রণে
মুসলিম গণহত্যা: ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী
কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত যুবকের পরিচয় মিলেছে
টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে পড়ে প্রাণ গেল শিশুর
ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি নিয়ে যা বললেন রিজভী
রমজানে সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা
দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করার আহ্বান মির্জা ফখরুলের
সাভারে কাপড়ের কারখানায় আগুন, পুড়ে ছাই কাপড় ও কার্টন
বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন চৌধুরী
রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছে: সিইসি
যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন বিশ্বনবী (স.)
আইনশৃঙ্খলা রক্ষায় যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান
সাজেকে ৭ রিসোর্ট ও কটেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী(ভিডিও)
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার
বাংলাদেশ থেকে আসা বিদ্বেষী বার্তায় অসন্তুষ্ট নয়াদিল্লি: জয়শঙ্কর
কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১
আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল
মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ
এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত
এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জামায়াত আমিরের দায় স্বীকার