রবিবার, ৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

টাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। ৯০ মিনিট শেষে ম্যাচ ১-১ সমতায় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে মেসি পেনাল্টি মিস করলেও বাকি সকলেই জালের দেখা পান। আর ইকুয়েডরের প্রথম দুই ফুটবলার পেনাল্টি মিস করেন।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার আসরে অতিরিক্ত ৩০ মিনিট না থাকায় ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়। সেখানে প্রথম শটই মিস করেন লিওনেল মেসি। পরের দুই শটই ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মেসির ভুল সামলে নেন তিনি। জমে যাওয়া টাইব্রেকারে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জিতে কোপার সেমিফাইনালে উঠে গেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের প্রথম সেরা সুযোগ পায় ইকুয়েডর। অষ্টম মিনিটে মোয়াসেস কাইসেডো বল নিয়ে আর্জেন্টাইন বক্সে ঢুকে পড়েছিলেন। তার শট সোজাসুজি মার্টিনেজের হাতে ধরা পড়ে।

১৫তম মিনিটে আরেকবার আক্রমণে যায় ইকুয়েডর। সারমিয়েন্তোর শট মার্টিনেজ ফিরিয়ে দিলেও বল পড়ে পায়েজের সামনে। তার শট লক্ষ্যে থাকেনি।

ইকুয়েডরের গোল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছিলেন আর্জেন্টিনা কিপার। অন্যদিকে আর্জেন্টাইন আক্রমণ গোলকিপারের কাছে পৌঁছানোর আগেই প্রতিহত করতে থাকে ইকুয়েডরিয়ান রক্ষণভাগ। যদিও শেষ রক্ষা হয়নি।

৩৫ মিনিটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গোল পায়। মেসির কর্নার থেকে ম্যাক অ্যালিস্টার বল ফ্লিক করে দূরের পোস্টে পাঠান। লিসান্দ্রো মার্টিনেজ হেড করে জাল কাঁপান। ইকুয়েডর কিপার ডোমিঙ্গেজ বল পাঞ্চ করলেও ততক্ষণে গোললাইন পেরিয়ে যায়। আর্জেন্টিনার জার্সিতে লিসান্দ্রোর এটি ছিল প্রথম গোল।

৪১ মিনিটে এঞ্জো ফের্নান্দেজ আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। দূরের পোস্টে নেওয়া তার কোনাকুনি শট লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতি থেকে ফিরে ৫৬ মিনিটে ইকুয়েডরের বক্সের মধ্যে লাউতারো বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে শট নেন। কিন্তু তার দুর্বল শট লক্ষ্যে ছিল না।

পরের মিনিটে ইকুয়েডর পরপর দুটি কর্নার পেরেও কাজে লাগাতে পারেনি। ৫৯ মিনিটে কাইসেডো বক্সের মধ্যে সারমিয়েন্তোকে খুঁজে পেয়ে বল তুলে দেন তার কাছে। কিন্তু লিসান্দ্রো সময়মতো হেড করে বল বিপদমুক্ত করেন।

পরের মিনিটে রদ্রিগো ডি পলের ভুলে পেনাল্টি পায় ইকুয়েডর। কর্নার থেকে উড়ে আসা বল বক্সের মধ্যে তার হাতে লাগে। ভিএআর চেক করেও একই সিদ্ধান্ত জানান রেফারি।

সহজ সুযোগ পেয়েও ইকুয়েডর সমতা ফেরাতে পারেনি। ৬২ মিনিটে এনার ভ্যালেন্সিয়ার পেনাল্টি শট মার্টিনেজকে ভুল দিকে পাঠিয়েছিল। কিন্তু বল বাঁ পাশের পোস্টে আঘাত করে তাকে হতাশায় ভাসায়। যদিও কিছুক্ষণের জন্য ইকুয়েডর আশার আলো দেখে, রেফারি ভিএআর চেক করে দেখতে চেয়েছিলেন ভ্যালেন্সিয়া শট নেওয়ার সময় মার্টিনেজের দুটো পা লাইনে ছিল কি না।

বড় বাঁচা বেঁচে গেলেও আর্জেন্টিনা মাত্র এক গোলের লিড নিয়ে বাকি সময় অস্বস্তিতে ছিল। শেষ দিকে ইকুয়েডর চাপ দিয়ে খেলতে থাকে। তাতে ছন্দ হারিয়ে এই টুর্নামেন্টে প্রথম গোল হজম করে আর্জেন্টিনা। ইনজুরি টাইমের প্রথম মিনিটে ইয়েবোয়াহর চমৎকার ক্রসে রদ্রিগেজের হেডে জালে জড়ায় বল। গোল নিয়ে সংশয় থাকায় রেফারি বেশ সময় নিয়ে ভিএআর চেক করেন। তবে গোল বহাল থাকে।

একেবারে শেষ মুহূর্তে ইকুয়েডরের আরেকটি প্রচেষ্টা ভয় ধরিয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে। বাঁ দিক থেকে রদ্রিগেজের ক্রসে কাইসেডো হেড করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

নির্ধারিত সময়ে স্কোর ১-১ এ থাকায় ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়। প্রথম শটেই মেসি ক্রসবারে আঘাত করেন। অ্যাঞ্জেল মিনার শট বাঁ দিকে ঝাঁপিয়ে মার্টিনেজ দারুণ সেভ করে আর্জেন্টিনার আশা জাগান। জুলিয়ান আলভারেজের শক্তিশালী শট থামানোর কোনও সুযোগ পাননি ইকুয়েডর কিপার ডোমিঙ্গেজ। আর্জেন্টিনা কিপার ইকুয়েডরের অ্যালেন মিন্দার দ্বিতীয় শটও রুখে দেন ডানদিকে ডাইভ দিয়ে। ম্যাক অ্যালিস্টার ডানপোস্টের ভেতর দিয়ে জাল কাঁপান। তৃতীয় শটে ইয়েবোহার কিকে ইকুয়েডর প্রথমবার লক্ষ্যভেদ করে। গঞ্জালো মন্তিয়েল জাল কাঁপিয়ে আর্জেন্টিনাকে স্বস্তিতে রাখেন।

Header Ad
Header Ad

চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ ফের উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার পর পাল্টা জবাব দিয়েছে বেইজিং। চীনের পাল্টা শুল্কারোপের ঘোষণার পরদিনই ভয়াবহ ধস নেমেছে মার্কিন শেয়ারবাজারে।

শুক্রবার (৪ এপ্রিল) মার্কিন সময় বিকেলে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রধান সূচকগুলোতে বড় ধরনের পতন দেখা যায়। বিশেষ করে প্রযুক্তি ও শিল্পখাতভিত্তিক কোম্পানিগুলোর শেয়ারে ব্যাপক দরপতনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার দিনটিকে বলা হচ্ছে চলতি বছরের অন্যতম ভয়াবহ দিন মার্কিন স্টক মার্কেটের জন্য।

এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৬ শতাংশ

নাসডাক সূচক কমেছে ৫.৮ শতাংশ

ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ হারিয়েছে ২,২০০ পয়েন্ট, যা প্রায় ৫.৫ শতাংশ পতন।

টানা দ্বিতীয় দিন বড় ধরনের পতন দেখলো মার্কিন বাজার। আগের দিন বৃহস্পতিবারও বাজারে অস্থিরতা বিরাজ করেছিল, যা ২০২০ সালের কোভিড-১৯ মহামারির শুরুর সময়ের পর সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে মনে করা হচ্ছে।

বুধবার (২ এপ্রিল) প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, চীনসহ বেশ কয়েকটি দেশ থেকে আমদানি করা অধিকাংশ পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে চীনের ওপর পূর্বে আরোপিত শুল্কের পাশাপাশি নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়, যা মোট শুল্ক দাঁড়ায় ৫৪ শতাংশ।

শুক্রবার (৪ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় পাল্টা ঘোষণা দিয়ে জানায়, তারা ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র থেকে আসা সব পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করবে। সেইসঙ্গে কিছু বিশেষ পণ্যের ওপর রফতানি নিয়ন্ত্রণও জারি করা হবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আমাদের সার্বভৌম অধিকার রক্ষায় এবং বৈধ স্বার্থ সংরক্ষণে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।”

বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি পদক্ষেপ শুধু যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব ছড়িয়ে পড়বে গোটা বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে বাণিজ্যযুদ্ধের শঙ্কা এখন আরও প্রবল হয়ে উঠেছে।

এদিকে, চীনের ঘোষণার প্রতিক্রিয়ায় ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, “চীন ভুল খেলেছে। তারা আতঙ্কে আছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, তাদের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই।”

এছাড়া ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশসহ কয়েকটি দেশকে উচ্চ হারে শুল্ক আরোপের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তবে এই তালিকা থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Header Ad
Header Ad

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লার চৌদ্দগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের পৈত্রিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ মুজিবুল হকের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির নিচতলার কাঁচের জানালা, আসবাবপত্র, লেপ-তোশক ভাঙচুর করে এবং পরে অগ্নিসংযোগ করে। এছাড়া বাড়ির বাইরে রাখা একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা পুলিশের একটি দল ও যৌথবাহিনী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ বিষয়ে সাবেক মন্ত্রীর ভাতিজা তোফায়েল আহমেদ অভিযোগ করে বলেন, “স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।”

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, “আছরের নামাজের পরপরই ১৫-২০ জন যুবক মুজিবুল হকের বাড়িতে প্রবেশ করে। তারা হঠাৎ করেই ভাঙচুর শুরু করে এবং কিছুক্ষণ পর চিৎকার করতে করতে বেরিয়ে যায়।”

উল্লেখ্য, মুজিবুল হক দীর্ঘদিন রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং চৌদ্দগ্রাম এলাকায় একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত।

Header Ad
Header Ad

পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করতেন অপু বিশ্বাস

অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অঙ্গনের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস ফের আলোচনায়। সম্প্রতি একটি ঈদ-পরবর্তী টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে পরকীয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন এই ঢালিউড তারকা। অনুষ্ঠানের র‌্যাপিড ফায়ার পর্বে তিনি জানান, যদি তার হাতে সুপার পাওয়ার থাকতো, তাহলে পরকীয়া বন্ধে এমন আইন করতেন, যাতে দোষীদের দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হতো।

অপু বিশ্বাস বলেন, "সমাজে এখন পরকীয়ার মাত্রা বেড়ে গেছে। অনেক মেয়ে জেনেও পরের স্বামীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন। এগুলো আগের চেয়ে এখন অনেক বেশি দেখা যাচ্ছে।"

তিনি আরও বলেন, "অনেক নারী প্রলোভনে পড়ে পরকীয়ায় জড়াচ্ছেন। ফেসবুক, মেসেঞ্জারসহ সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এর পেছনে অন্যতম কারণ।"

 

অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত এক অভ্যাসের কথা জানিয়ে অপু বিশ্বাস বলেন, “আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করি, মন খুলে সব কথা বলে ফেলি। এটা আমার একটি দুর্বলতা, যেটা পরিবর্তন করা দরকার।”

র‌্যাপিড ফায়ার পর্বে অন্যান্য তারকাদের সম্পর্কে মন্তব্য করতেও বলা হয় তাকে। শাকিব খানকে তিনি ‘সৃষ্টিশীল ও ব্যবসায়ী’, মৌসুমীকে ‘অ্যাডরেবল হট’ এবং আফরান নিশোকে ‘একটু দাম্ভিক’ বলে অভিহিত করেন।

উল্লেখ্য, অপু বিশ্বাস এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে পরকীয়ার বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন। সমাজে পারিবারিক অবক্ষয়ের অন্যতম কারণ হিসেবে তিনি বরাবরই পরকীয়াকে দোষারোপ করে আসছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করতেন অপু বিশ্বাস
বিএনপির দল পুনর্গঠনে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের অগ্রাধিকার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে: প্রেসসচিব
টাঙ্গাইলে ধান ক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ
বগুড়ার সাতটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি, আহত অন্তত ২০
গত ২৫ বছর ‘জয় বাংলা’ বলিনি, এখন থেকে বলব: কাদের সিদ্দিকী
বিরামপুরে ভয়াবহ আগুনে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে
মোদির প্রতিক্রিয়া শেখ হাসিনার ফেরত নিয়ে নেতিবাচক ছিল না: প্রেস সচিব
নওগাঁ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫
‘বিদেশি কিছু গণমাধ্যম অর্থ উপার্জনের উদ্দেশে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করছে’
সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: মহাপরিচালক
২৭৭ জনকে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড, এইচএসসি পাসেও আবেদন
ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫৪
পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড
স্বর্ণভর্তি ব্যাগ ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত গড়লেন অটোরিকশাচালক খায়রুল