৭০ রানে গুটিয়ে গেলেও সেমির জন্যই খেলা উচিত ছিল: তামিম
ছবি: সংগৃহীত
সুপার এইটে প্রথম দুই ম্যাচ হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া টানা দুই ম্যাচ হারায় ফের টাইগারদের সামনে আসে শেষ চারে যাওয়ার সুযোগ। আফগানিস্তানের বিপক্ষে গতকাল ১২.১ ওভারে ১১৬ রান তাড়া করে জিততে পারলেই সেমিফাইনালে চলে যেত বাংলাদেশ।
এমন সমীকরণ সামনে রেখে খেলতে নেমে শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারানোর পরই পরিকল্পনা থেকে সরে আসে লাল-সবুজের দল, সেমি নয় বরং ম্যাচটি জেতার জন্য খেলতে থাকে টাইগাররা। তবে ম্যাচটি জেতা নয়, বরং সেমিফাইনালে ওঠার লক্ষ্যে খেলে কম রানে অল আউট হলেও সেটাই করা উচিত ছিল বলে জানিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, ৭০-৮০ রানে অলআউট হলেও সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়েই খেলা উচিত ছিল বাংলাদেশের।
ইএসপিএনক্রিকইনফোকে তামিম ইকবাল বলেছেন, আমার মতে, বাংলাদেশ অনেক হতাশ হবে। বাংলাদেশের রান তাড়া করার পেছনেই ছোটা উচিত ছিল। এমনকি তা করতে গিয়ে যদি ৭০-৮০ রানেও অলআউট হয়ে যেত, আর তারা তো শেষ পর্যন্ত হেরেছেই। বাংলাদেশের সামনে বিশেষ কিছু করার সুযোগ ছিল। এমন সুযোগ খুব বেশি আসে না।
তামিম আরও বলেন, বাংলাদেশের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল, বাংলাদেশ যদি ৩০-৪০ রানে হেরে যেত, অন্তত রান তাড়া করার চেষ্টা করলে সমর্থকেরা অন্তত বুঝত, একটা সুযোগ ছিল, চেষ্টা করেছে কিন্তু পারেনি। এখন সবাই দ্বিধাদ্বন্দ্বে আছে, কারণ আমরা ম্যাচটাও জেতেনি, তাড়া করারও চেষ্টা করিনি। সত্যি বলতে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রথম দুই ম্যাচে হেরে শেষ ম্যাচ জিতে সেমিতে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সেমিতে যাওয়ার জন্য বাংলাদেশের সবকিছু করাই উচিত ছিল বলেও মনে করেন তামিম।
তিনি বলেন, সুপার এইটে কোনো ম্যাচ না জিতে শেষ ম্যাচে আপনার সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ। আপনি সম্ভবত এই লক্ষ্য অর্জনে সবকিছুই করবেন।মাঝেমধ্যে মনে হয়েছে, বাংলাদেশ রান তাড়া করে ফেলবে। এরপর উইকেট গেল, কিছু ওভারে ইন্টেন্ট কম ছিল, যে কারণে বাংলাদেশের জন্য কাজটা কঠিন হয়ে যায়।