দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে যা বললেন অধিনায়ক শান্ত
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের লক্ষ্য ছিল গ্রুপপর্ব পার করে সুপার এইটে খেলা। সেই লক্ষ্য বেশ দাপটের সাথেই অর্জন করেছে শান্তর দল। কিন্তু সুপার এইটে আর পেরে ওঠেনি।
প্রথমবারের মতো সেমিতে ওঠার সুযোগ থাকলেও ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সে সেই সুযোগ লুফে নিতে পারেনি বাংলাদেশ। এমন ব্যর্থতার পর দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শেষ ম্যাচে আজ আফগানিস্তানকে ১২.১ ওভারের মধ্যে হারাতে পারলেই সেমিফাইনালে ওঠতো বাংলাদেশ। তবে এ সুযোগ কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল, উল্টো হেরেই গিয়েছে আফগানদের কাছে। এরপর সংবাদ সম্মেলনে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক শান্ত।
১২.১ ওভারের মধ্যে ১১৬ রান করার লক্ষ্যে নেমে দ্রুত কয়েকটি উইকেট হারালেও শেষ পর্যন্ত জয়ের সম্ভাবনা ছিল টাইগারদের। এক পর্যায়ে ১৯ বলে ৪৩ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। তখন ক্রিজে লিটন দাসের সঙ্গী ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এমন অবস্থায় দশম ওভারে নূর আহমেদের প্রথম তিনটি বলই ডট খেলেন রিয়াদ। চতুর্থ বলে একটি চার মারলেও পরের দুইটি বলও ডট খেলেন রিয়াদ। ফলে জয়ের জন্য বাংলাদেশের সমীকরণ নেমে আসে ১৩ বলে ৩৯ রানে। এরপরের ওভারে রশিদ খানের বলে আউট হন রিয়াদ, ফেরার আগে করেন ৯ বলে ৬ রান। একই ওভারে রিশাদও আউট হন। রশিদের সেই ওভার থেকে এসেছে কেবল ৩ রান।
এভাবেই সেমিফাইনালে ওঠার সুযোগ হারায় বাংলাদেশ। এদিকে শেষ চারে যাওয়ার সুযোগ হারানোর পর ম্যাচটি জিততেও পারেনি বাংলাদেশ। হারের পর নিজেদের পরিকল্পনা এবং বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত।
এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। শান্ত বলেন, বিশ্বকাপের পুরো যাত্রা সম্পর্কে বলব, আমরা দল হিসেবে বাংলাদেশের সব সমর্থককে হতাশ করেছি। যারা আমাদের খেলা অনুসরণ করেন, সবসময় অনুসরণ করেন তাদের লেট ডাউন করেছি। আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি।
আফগানদের কাছে হার প্রসঙ্গে শান্তর ভাষ্য, এই হার অনেক হতাশার এবং অনেক কষ্টেরও। এই ম্যাচ খেলতে আসার আগে সবারই পরিকল্পনা ছিল, ম্যাচটা আগে আমরা জিতব। কিন্তু যদি সে রকম পরিস্থিতি হয়, ওই সুযোগটা আমরা নেব (সেমিফাইনালের সমীকরণ)। যেটা আমাদের হাতে ছিল, ওটা আমরা নিতে পারিনি। পুরো ব্যাটিং গ্রুপই আমরা বাজে বাজে সিদ্ধান্ত নিয়েছি।