শুক্রবার, ২৮ জুন ২০২৪ | ১৪ আষাঢ় ১৪৩১
Dhaka Prokash

জার্মানে ইউরো চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে আজ

ছবি: সংগৃহীত

জমে উঠেছে টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আর এরইমধ্যে বসতে যাচ্ছে ইউরোপের ফুটবলের সবচেয়ে বড় আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। এবারের আসরটি ইউরোর ১৭তম আসর। জার্মানিতে বসছে এবারের আসর। আজ প্রথম ম্যাচ দিয়ে পর্দা উঠবে জমজমাট এই লড়াইয়ের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও স্কটল্যান্ড।

আজ শুক্রবার (১৪ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় উদ্বোধনী ম্যাচে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় লড়বে জার্মানি ও স্কটল্যান্ড।

এই ম্যাচে অবশ্যই ফেভারিট জার্মানি। তবে নতুন শুরুর আশা দেখছে স্কটিশরা। গত ইউরো দিয়ে ১৯৯৮ বিশ্বকাপের পর প্রথমবার কোনো বড় টুর্নামেন্টে ফেরে স্কটল্যান্ড। তবে তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। এবার নতুন উদ্যমে শুরুর প্রত্যাশা স্কটল্যান্ডের।

জার্মানি ম্যাচের আগের দিন স্কটল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু রবার্টসন বলেন, ‘আমরা যদি কাজটা করতে পারি, আশা করি, ফল পাওয়ার চাবিকাঠি হবে এটি। আমরা বিশ্বাস করি, আমরা পারব এবং তা নির্ভর করছে আমাদের ওপরই।’

আটবার বিশ্বকাপ ও তিনবার ইউরোতে খেলে প্রতিবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটি এবার ভালো কিছু করবে বলেই বিশ্বাস রবার্টসনের, ‘এবার আমরা কোনো অনুশোচনা করতে চাই না। আমরা বিশ্বাস করি, আমরা এমন একটি দল যারা ইতিহাস তৈরি করতে পারে।’

এদিকে ঘরের মাঠে খেলার সুবিধা পেলেও স্কটল্যান্ডকে সমীহ করছেন জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান, ‘তারকায় ঠাসা দল স্কটল্যান্ড নয়, কিন্তু এটাই তাদেরকে বিপজ্জনক দল তৈরি করেছে। কেননা, তাদের দলে ক্ষিপ্র গতির মানসিকতার খেলোয়াড় আছে, যারা সবটুকু নিংড়ে দেয়।’

তবে এই দলকে হারানোর ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ নাগেলসম্যান, ‘যখন আমি নিজের খেলোয়াড়দের চোখে তাকাই…আমি তাদের চোখে দেখি অনেক বিশ্বাস ও আত্মবিশ্বাস, এটাই আমি দেখতে চাই…নিজেদের মাঠে খেলার সুবিধা আমাদের আছে, আমরা জিততে চাই। আমরা চাপকে হারাতে পারি এবং স্কটল্যান্ডকেও হারাতে পারি।’

Header Ad

জেনিনে বোমা বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, আহত ১৬

ছবি: সংগৃহীত

পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শরণার্থী শিবিরে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় এক ইসরায়েলি সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত সেনার নাম ক্যাপ্টেন অ্যালন স্যাকগিউ (২২)। তিনি কাফির ব্রিগেডের হারুভ পুনরুদ্ধার ইউনিটের স্নাইপার টিমের কমান্ডার ছিলেন।

বৃহস্পতিবার ভোরে শহর ও সংলগ্ন শরণার্থী শিবিরে হামাস নেটওয়ার্কের সদস্যদের গ্রেফতার বা হত্যার লক্ষ্যে জেনিনে রাতভর অভিযান চালাচ্ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এ সময় এই ঘটনা ঘটে।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, মেডিকেল ফোর্সের ব্যবহৃত একটি প্যান্থার আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) অপারেশন চলাকালীন জেনিনের একটি রাস্তার নীচে পুঁতে রাখা বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। মধ্যরাতে বিস্ফোরণটি এপিসির ভেতরে থাকা সৈন্যদের সামান্য আহত করে।

অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহত সৈন্যদের সরিয়ে নেওয়ার কাজ করছিল। এ সময় আরেকটি বোমা বিস্ফোরিত হয়, যা স্যাকগিউয়ের মৃত্যু এবং অতিরিক্ত সৈন্যদের আহত হওয়ার কারণ হয়। সব মিলিয়ে ১৬ জন সেনা আহত হয়েছেন বোমার আঘাতে, যাদের মধ্যে একজন গুরুতর ও পাঁচজন মাঝারি আহত হয়েছেন।

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ হামলার দায় স্বীকার করেছে।

সকালে ফিরছে বাংলাদেশ দল, সঙ্গে আসছে না লিটন ও সৌম্য

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। এমনকি নাজমুল হোসেন শান্ত’র দলের সামনে সেমিফাইনালে ওঠারও সুযোগ ছিল। কিন্তু বাংলাদেশ সেই সুযোগ হেলায় হারিয়েছে। গত মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে শান্ত-সাকিবদের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র জানিয়েছে, দলের সঙ্গে বিশ্বকাপ স্কোয়াডে থাকা দুই সদস্য লিটন কুমার দাস ও সৌম্য সরকার এই প্লেনে দেশে ফিরছেন না।

বিশ্বকাপ অভিযান শেষ হয়েছিল আগেই, ফলে বাংলাদেশ দলের এবার দেশে ফেরার পালা। সবকিছু ঠিক থাকলে আগামীকাল ২৮ জুন (শুক্রবার) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবেন ক্রিকেটাররা।

দেশে ফিরে কিছুদিন বিশ্রামেই কাটানোর কথা রয়েছে ক্রিকেটারদের। এরপর যোগ দেবেন বাংলাদেশ টাইগার্সের চলমান ক্যাম্পে। যেখানে আগে থেকেই মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়সহ জাতীয় দলের ক্রিকেটাররা ক্যাম্প করছেন। আরেকদিকে, বয়সভিত্তিক দল পেরিয়ে আসা ক্রিকেটারদের নিয়ে চলছে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে চলমান বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ নিয়ে খুব একটা উচ্চবাচ্য শোনা যায়নি। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর ব্যাকফুটে থেকেই আসর শুরু করেছিল তারা। পরবর্তীতে গ্রুপপর্বের চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে খেলবে বাংলাদেশ-এমন আশা হয়তো করেননি টাইগারদের অন্ধ সমর্থকও। যুক্তরাষ্ট্রে মিরপুরের মতো পিচে বোলারদের কল্যাণে সেটিই হয়েছে। তিন জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ।

পরীমণিকে যথাযথ ব্যবহার করা হচ্ছে না: পরমব্রত

পরমব্র ও পরীমণি । ছবি: সংগৃহীত

পরীমণিকে যথাযথ ব্যবহার করা হচ্ছে না বলে মনে করে পশ্চিমবঙ্গের অভিনেতা পরব্রত চট্টোপাধ্যায়। ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রীকে ভীষণ মেধাবীও মনে করেন কাঁটাতারের ওপারের জনপ্রিয় অভিনেতা।

ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে আজব কারখানা চলচ্চিত্রের অনুষ্ঠানের মুক্তি পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কলকাতা থেকে হাজির হয়েছিলেন এই অভিনেতা। সেখানেই তিনি এমন অভিমত প্রকাশ করেন।

২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হয়েছে ছবিটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা পরমব্রত। সঙ্গে আছেন ঢাকাই র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমি।

 

পরমব্র ও পরীমণি । ছবি: সংগৃহীত

পরমব্রতর আজ জন্মদিন। আর এমন দিনেই তিনি ঢাকায়। বিষয়টি তার কাছে বেশ মজার। বললেন, জন্মদিনে ঢাকায় এসে ভালো লাগছে। অন্য যে কোনো দেশের চেয়ে বাংলাদেশে থাকাটা আনন্দের। যেহেতু এখানকার সাথে শিকড়ের একটা সম্পর্ক আছে।

এই চলচ্চিত্রে যুক্ত হওয়া প্রসঙ্গে বলেন, আজব কারখানা চলচ্চিত্রে জড়িত হওয়া পরিচালকের জন্য। তিনিই বলতে পারবেন কেমন করেছি। একটা রকস্টারের চরিত্র। আমার যেহেতু মিউজিকের সাথে সম্পর্ক আছে, কালিকাপ্রাসাদের সাথে ছিলাম, সেদিক থেকে ভালোই লেগেছে। সিনেমার প্রায় সবাই প্রান্তিক শিল্পী।

বাংলাদেশি শিল্পীদের অভিনয় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পরমব্রত বলেন, বাংলাদেশে নুসরাত ফারিণের কাজ ভালো লাগে। তিনি একটা পুরস্কার পেয়েছেন। আমি ছিলাম অনুষ্ঠানটার সাথে। আরেকজন আছেন পরীমণি। মিস কোট না করলে বলতে পারি তাকে ভিষণ মেধাবী মনে হয়। মনে হচ্ছে তাকে যথাযথ ব্যবহার করা হচ্ছে না।

আজব কারখানা ছবিটি প্রসঙ্গে পরমব্রত বলেন, ‌‘২০১৯ ও ২০২০ সাল মিলিয়ে এর কাজটি করেছিলাম। করতে গিয়ে দেখেছি, বাংলাদেশের লোকায়ত গান-বাজনার সম্ভার। তার সঙ্গে সম্যক পরিচয় আমার হয়েছে। এটা আমার জন্য বিশেষ পাওয়া।আপনাদের কাছে অনুরোধ, আপনারা সিনেমাটি দেখবেন।’

চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বাংলাদেশের নির্মাতা, প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া জামান। নির্মাণ করেছেন শবনম ফেরদৌসী। ছবিটিতে ৫টি মৌলিক গান রয়েছে। এতে প্রথমবারের মতো বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজের ৪টি কবিতাকে গানে রূপায়ণ করা হয়েছে। এগুলোর সংগীতায়োজন করেছে ব্যান্ড ভাইকিং এবং শিল্পী লাবিক কামাল গৌরব। ছবিটির সংগীত পরিচালনা করেছেন গৌরব নিজেই।

এতে আরও অভিনয় করছেন দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুনতাকা অর্পণ, মাইমুনা মমো ও মাহরিন মান্য।

সর্বশেষ সংবাদ

জেনিনে বোমা বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, আহত ১৬
সকালে ফিরছে বাংলাদেশ দল, সঙ্গে আসছে না লিটন ও সৌম্য
পরীমণিকে যথাযথ ব্যবহার করা হচ্ছে না: পরমব্রত
রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম দেশের প্রত্যেক হাসপাতালেই আছে: স্বাস্থ্যমন্ত্রী
১২ বছরের সেতু রক্ষণাবেক্ষণে ১৯১৮ কোটি টাকা ব্যয়: সেতুমন্ত্রী
সুন্দরবনের মধুর জিআই স্বীকৃতি পেল ভারত!
টাঙ্গাইলে প্লাস্টিকের বস্তায় চাল, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড
ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ
চট্টগ্রামে পুরুষের চেয়ে নারী বেশি, তবুও ‘অবিবাহিত’ বেশি পুরুষ
জাপানি শিশুকে অপহরণের পর ধর্ষণ করলো মার্কিন সেনা
৪৫ লাখের গাড়ি কিনলেন অপু, নাকি শাকিবের উপহার!
আমরা হারতে পারি, কিন্ত কাউকে ভয় পাইনা: পাপন
১ লাখ টাকায় কেনা ভাইরাল ছাগলটি বিদেশি বলে ১৫ লাখে বিক্রি করে সাদেক এগ্রো
কোপা আমেরিকার কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
দেশে দুর্নীতির পরিমাণ কমেছে : স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম
ছাগলকাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী লাকী প্রকাশ্যে এলেন ১৪ দিন পর
দখল মুক্ত হলো মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল
তীব্র গরমে গলে গেল আব্রাহাম লিঙ্কনের মূর্তি
পরকীয়া প্রসঙ্গে যা বললেন মিথিলা
ছাদ ফুটো করে কয়েদি পালানোয় প্রধান কারারক্ষীসহ তিনজন বরখাস্ত