সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে পা রাখলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

টি-২০ বিশ্বকাপের 'ডি' গ্রুপ থেকে আগেই সুপার এইটে কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে ছিটকে গেছে শ্রীলঙ্কা। অন্যদিকে নেপাল কাগজে-কলমে টিকে থাকলেও শক্তিমত্তা বিবেচনায় তাদের সম্ভাবনাও কম। তাই সুপার এইটের লড়াইয়ে বাংলাদেশের পথে কাঁটা হয়ে ছিল নেদারল্যান্ডস। এবার মুখোমুখি লড়াইয়ে ডাচদের ২৫ রানে হারিয়ে সমীকরণ সহজ করল টাইগাররা। ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৩ জুন) সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানের বেশি নিতে পারেনি ডাচরা। এতে ২৫ রানের পরাজয়ে অলিখিতভাবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজলো তাদের।

লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনে খেলতে থাকে ডাচরা। তবে টাইগার দলপতি শান্তর কৌশলে ইনিংসের পঞ্চম ওভারেই উইকেট হারায় তারা। নিজের দ্বিতীয় ওভারে এসেই ব্রেকথ্রু এনে দেন তাসকিন। তার বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে কাভারে হৃদয়ের হাতে ক্যাচ তুলে দেন লেভিট।

তাসকিনের পর বল হাতে সাফল্য এনে দেন তানজিম। তার বলে টেনে খেলতে চেয়েছিলেন ম্যাক্স ও’ডাউড। তবে দারুণ রিফ্লেক্সে ফিরতি ক্যাচ নেন তানজিম। এতে পাওয়ারপ্লের মধ্যেই ২ উইকেট হারায় ডাচরা।

ইনিংসের সপ্তম ওভারেই দলীয় ৫০ পূর্ণ করে ডাচরা। দলকে এগিয়ে নিতে থাকেন বিক্রমজিৎ সিং ও সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। এরপর তাদের ৩৭ রানের জুটি ভাঙেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বলে ১৬ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিক্রম।

এরপর নিয়মিত বাইন্ডারি আর দুর্দান্ত জুটিতে টাইগারদের হতাশা বাড়াতে থাকেন এডওয়ার্ডস ও এঙ্গেলব্রেখট। তবে এবার হুমকি হয়ে দাঁড়ান রিশাদ আহমেদ। তার অফ স্টাম্পের বাইরে টার্ন করা বলে লাইন মিস করেন এঙ্গেলব্রেখট। লেগে খেলতে গিয়ে আউটসাইড-এজড হয়ে ক্যাচ তুলে দেন। কাভারে সহজ ক্যাচ নেন তানজিম। এতে এডওয়ার্ডসের সঙ্গে ভাঙে তার ৩১ বলে ৪২ রানের জুটি। ২২ বলে ৩৩ রানে ফেরেন এঙ্গেলব্রেখট।

এক বল ব্যবধানেই বাস ডি লিডিকে ফেরান এই স্পিনার। রিশাদের টার্নে পরাস্ত হন ডি লিডি। লিটনের দুর্দান্ত স্টাম্পিংয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন এই ব্যাটার।

রিশাদের জোড়া আঘাতের পর সাকিবের ওভারে মাত্র ৫ রান নিয়েছিল ডাচরা। এরপর ডেথ ওভারে এসে ডাচদের ভোগান মোস্তাফিজ। তার বলে আড়াআড়ি খেলতে গিয়ে থার্ডম্যানে ধরা পড়েন স্কট এডওয়ার্ডস। এই ওভার থেকে আসে মাত্র ১ রান।

শেষ ১২ বলে ৩৬ রান দরকার ছিল ডাচদের। তবে ১০ রানের বেশি নিতে পারেননি তারা। এতে ২৫ রানের জয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ।

এর আগে, টস হেরে তামিমের সঙ্গে ইনিংসের গোড়াপত্তনে নামেন নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন টাইগার দলপতি।

এরপর শান্তর পথেই হাঁটেন লিটন। তিনে নেমে ২ বলে ১ রানে সাজঘরে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে আরিয়ানকে স্লগ সুইপ করতে গিয়ে ফাঁদে পড়েন। মিডউইকেটে ছুটে গিয়ে ড্রাইভে দুর্দান্ত এক ক্যাচে তাকে প্যাভিলিয়নের পথ দেখান এঙ্গেলব্রেখট।

জোড়া উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে পথ দেখান অভিজ্ঞ সাকিব আল হাসান এবং তরুণ ওপেনার তানজিদ। এই দুই ব্যাটারের দাপুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫৪ রান তুলে লাল-সবুজেরা।

তবে ভালো শুরুর পরই প্যাভিলিয়নে ফেরেন তানজিদ। ফন মিকেরেনের শর্ট বলে পুল করতে গিয়ে আশাহত হন তানজিদ। বেশি দূর এগোয়নি তার পুল। মিডউইকেট সীমানার বেশ আগেই ডি লিডির মুঠোবন্দি হন এই ওপেনার। ২৬ বলে ৩৫ রানে থামলে ভাঙে সাকিবের সঙ্গে তার ৩২ বলে ৪৮ রানের জুটি।

এরপর ২৭ বল পর বাউন্ডারি হাঁকিয়ে চাপ কমানোর চেষ্টা করেন সাকিব। তবে অন্যপ্রান্তে রানের গতি বাড়াতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন হৃদয়। টিম প্রিঙ্গলের আন্ডার-কাটে জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন। তবে ব্যাট লেগে স্টাম্পে আঘাত হানে বল। এতে ১৫ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন হৃদয়।

এরপর সাকিবকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্ব নেন মাহমুদউল্লাহ রিয়াদ। দায়িত্বশীল এক ইনিংসে দীর্ঘদিনের রানখরা কাটান সাকিবও। তবে সাকিবের ফিফটির পরই প্যাভিলিয়নে ফেরেন রিয়াদ। ফেরার আগে খেলেন ২১ বলে ২৫ রানের ইনিংস।

শেষ পর্যন্ত সাকিবের ৪৬ বলে অপরাজিত ৬৪ এবং জাকের আলির ৭ বলে ১৪ রানের ক্যামিওতে ১৫৯ রানের পুঁজি পায় বাংলাদেশ।

Header Ad
Header Ad

আজ রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

ছবি: সংগৃহীত

বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট উপলক্ষে রাজধানীর কয়েকটি সড়কে আজ যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য সোমবার স্টেডিয়াম ও মিরপুর-১০ গোলচত্বর এলাকায় চলাচলকারী যানবাহনগুলোকে দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলাচলের জন্য নির্দেশাবলী অনুসরণের জন্য গণবিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

নিদর্শনাগুলো হলো-

১. মিরপুর-১ থেকে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে।

২. মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন এলাকা অতিক্রমকারী যানবাহনসমূহ অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে।

৩. আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্ত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ মিরপুর-১০ গোলচত্ত্বর পরিহার করে আগারগাঁও হতে বামে মোড় নিয়ে শ্যামলী শিশু মেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহার করবে।

অনুষ্ঠান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

Header Ad
Header Ad

৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল

ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগের শীর্ষে থাকা দলটি আরও একবার প্রমাণ করল তাদের সামর্থ্য। রোববার (২২ ডিসেম্বর) রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ৬-৩ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করেছে তারা।

প্রথমার্ধের দাপট:
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। মাত্র ২০ মিনিটের মধ্যেই ৮টি শট নেয় তারা। এর ফল আসে ২৩তম মিনিটে। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের দারুণ ক্রস থেকে ডাইভিং হেডে প্রথম গোলটি করেন লুইস দিয়াস।

৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাক আলিস্তের। অ্যান্ডি রবার্টসনের ক্রসে সোবোসলাই এবং টটেনহ্যামের এক খেলোয়াড়ের মধ্যে গোলমুখে বল আটকে গেলে সেটি জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার।

৪১তম মিনিটে একটি গোল শোধ করে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে টটেনহ্যাম। মাক আলিস্তেরের বল হারানোর সুযোগ নিয়ে দূরপাল্লার শটে ব্যবধান কমান স্বাগতিকদের এক মিডফিল্ডার।

তবে বিরতির আগেই ফের দুই গোলে এগিয়ে যায় লিভারপুল। মাঝমাঠ থেকে সোবোসলাইয়ের সঙ্গে দারুণ সমন্বয়ে গোল করেন হাঙ্গেরির এই মিডফিল্ডার। প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলের ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে আরও রোমাঞ্চ:
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল উৎসবে মেতে ওঠে লিভারপুল। ৫৪তম মিনিটে টটেনহ্যামের ডিফেন্ডারদের ভুলে পাওয়া বল থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। এই গোলের মাধ্যমে চলতি লিগে ১৪ গোল নিয়ে তিনি শীর্ষে উঠে আসেন, পিছিয়ে পড়েন আর্লিং হলান্ড।

এরপর ৬১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সালাহ। সোবোসলাইয়ের দারুণ পাসে বক্সের ফাঁকা জায়গা থেকে অনায়াসে বল জালে পাঠান মিশরের এই তারকা।

টটেনহ্যামও চেষ্টা চালিয়ে যায়। ৭২তম মিনিটে দেইয়ান কুলুসেভস্কির ভলিতে ব্যবধান কিছুটা কমায় তারা। এরপর ৮৩তম মিনিটে ব্রেনান জনসনের পাস থেকে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড সোলাঙ্কি।

তবে লিভারপুলের জয়ের পথে বাঁধা হতে পারেনি স্বাগতিকদের এই দুই গোল। ৮৫তম মিনিটে লুইস দিয়াসের আরেকটি দারুণ গোল নিশ্চিত করে লিভারপুলের জয়।

পয়েন্ট তালিকার অবস্থা:
এই জয়ের ফলে লিভারপুল ১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। চেলসি ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে, আর আর্সেনাল ৩৩ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম রয়েছে ১১ নম্বরে।

Header Ad
Header Ad

লাইভে ‘জুবায়েরপন্থী’ বলায় টাঙ্গাইলে সাংবাদিকের ওপর হামলা, আহত ৬

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার জুবায়েরপন্থীরা তাদের নানা দাবি নিয়ে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনকালে লাইভ সম্প্রচার চলাকালে ডিবিসি নিউজের টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার ‘জুবায়েরপন্থী’ শব্দ উচ্চারণ করায় তার উপর হামলা করেছে আন্দোলনরত জুবায়েরপন্থীর অনুসারীরা।

রবিবার (২২ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে ডিবিসি নিউজের সাংবাদিকসহ ৬ সাংবাদিক আহত হয়েছে।

আহত সাংবাদিকরা হচ্ছেন- ডিবিসি নিউজের টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার, ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি অলক কুমার দাস, বিডি নিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জল হোসেন, এখন নিউজের জেলা প্রতিনিধি কাওছার আহমেদ।

জানা যায়, গত ১৭ ডিসেম্বর রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জুবায়ের পন্থীদের উপর হামলার ঘটনায় জড়িত টাঙ্গাইলে সাদপন্থীদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন মসজিদে তাদের কার্যক্রম বন্ধসহ নানা দাবিতে রবিবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিতে যান জুবায়ের পন্থীরা। এসময় ডিসি ও এসপির অসদাচরণের প্রতিবাদ ও দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জুবায়েরপন্থীরা।

এ ঘটনার ডিবিসি নিউজে লাইভ চলাকালীন সময়ে টাঙ্গাইলের রিপোর্টার সোহেল তালুকদার ‘জুবায়েরপন্থী’ বাক্য উচ্চারণ করায় আন্দোলনকারীরা তার উপর হামলা চালায়। এসময় অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা করে জুবায়ের পন্থীরা।

আহত সাংবাদিকরা বলেন, এ ঘটনায় আমরা হতভম্ব। কিছু বুঝে ওঠার আগেই জুবায়ের পন্থীরা সন্ত্রাসীদের মত সাংবাদিকদের উপর হামলা করে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এদিকে, এমন ঘটনায় জুবায়েরপন্থীর নেতৃবৃন্দ সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এবং জাড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ জেলা কর্মরত সাংবাদিকরা। অতিদ্রুত জড়িতদের আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আজ রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে
৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল
লাইভে ‘জুবায়েরপন্থী’ বলায় টাঙ্গাইলে সাংবাদিকের ওপর হামলা, আহত ৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিশু আরাফাত মারা গেছে
আমাদের কেবিনেটে কোনো অসৎ ব্যক্তি নেই: নৌ উপদেষ্টা
কবে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, যা জানা গেল
হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরাইলি সেনা নিহত, আহত শতাধিক
নতুন স্বরাষ্ট্রসচিব ড. নাসিমুল গনি
গুম করে বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা!
বিরামপুরে সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
নওগাঁয় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান
আব্রাম না থাকলে তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না: অপু বিশ্বাস
কাবাঘরে ‌‘জয় বাংলা’ স্লোগান, পরিচয় জানা গেল সেই যুবকের
গাইবান্ধায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
ডিসেম্বরেই বিশ্বব্যাংক ও এডিবির ১১০০ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ
বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নাম পরিবর্তন হয়ে যা হলো
ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
আমনের ভরা মৌসুমেও বাড়তি চালের দাম, কারসাজিতে কারা?
গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় নারীসহ ২ জন নিহত